ETV Bharat / bharat

Children Died in Rajasthan: রাজস্থানে জলে ডুবে মৃত্যু 5 কিশোর-কিশোরীর - FIVE CHILDREN DIED DUE TO DROWNING IN POND IN RAJASTHAN

রাজস্থানের শ্রীগঙ্গানগরে চাষের জমিতে থাকা একটি জলাশয়ে রবিবার স্নান করতে নেমে প্রাণ গেল 5 কিশোর-কিশোরী (five children died due to drowning in Rajasthan) ৷

Rajasthan children death
রাজস্থানে জলে ডুবে মৃত 5 শিশু
author img

By

Published : Jul 31, 2022, 4:38 PM IST

শ্রীগঙ্গানগর (রাজস্থান), 31 জুলাই: এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলা ৷ রবিবার এই জেলার রামসিংহপুর থানা এলাকায় জলে ডুবে মৃত্যু হয়েছে 5 কিশোর-কিশোরীর (five children died due to drowning in Rajasthan) ৷ মৃতদের মধ্যে রয়েছে 2 কিশোরী ও 3 কিশোর ৷

জানা গিয়েছে, চাষের জমিতে থাকা একটি জলাশয়ে এদিন স্নান করতে নেমেছিল ওই 5 জন ৷ কিন্তু ওই জলাশয়ের গভীরতা বেশি থাকায় পাঁচ জনই সেখানে তলিয়ে যায় ৷ পরে তাদের দেহ উদ্ধার হয় ৷ মৃতদের নাম নিশা (13), ভাবনা (10), অঙ্কিত (10), অংশু (9) এবং রাধে (11) ৷

আরও পড়ুন: ট্রান্সম্যানের কাছে ফিরলেন তাঁর বিবাহিত প্রেমিকা, ব্যতিক্রমী রায় মাদ্রাজ হাইকোর্টের

দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রামসিংহপুর থানার পুলিশ ৷ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ৷

শ্রীগঙ্গানগর (রাজস্থান), 31 জুলাই: এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলা ৷ রবিবার এই জেলার রামসিংহপুর থানা এলাকায় জলে ডুবে মৃত্যু হয়েছে 5 কিশোর-কিশোরীর (five children died due to drowning in Rajasthan) ৷ মৃতদের মধ্যে রয়েছে 2 কিশোরী ও 3 কিশোর ৷

জানা গিয়েছে, চাষের জমিতে থাকা একটি জলাশয়ে এদিন স্নান করতে নেমেছিল ওই 5 জন ৷ কিন্তু ওই জলাশয়ের গভীরতা বেশি থাকায় পাঁচ জনই সেখানে তলিয়ে যায় ৷ পরে তাদের দেহ উদ্ধার হয় ৷ মৃতদের নাম নিশা (13), ভাবনা (10), অঙ্কিত (10), অংশু (9) এবং রাধে (11) ৷

আরও পড়ুন: ট্রান্সম্যানের কাছে ফিরলেন তাঁর বিবাহিত প্রেমিকা, ব্যতিক্রমী রায় মাদ্রাজ হাইকোর্টের

দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রামসিংহপুর থানার পুলিশ ৷ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.