ETV Bharat / bharat

মাওবাদীদের জিনিস সরবরাহের অভিযোগ, তেলাঙ্গানায় গ্রেপ্তার 5 - CPI (মাওবাদী)

মঙ্গলবার ভদ্রচালামের সহকারী পুলিশ সুপার রাজেশ চন্দ্র বলেন, "2 নভেম্বর দুপুরে চার্লায় পেট্রোলিংয়ের সময় চার্লার SI, স্পেশাল পার্টি পুলিশ এবং 141 (A) CRPF সদস্যরা পুসুগুপা যাওয়ার রাস্তায় গান্ধি স্ট্যাচু সেন্টার থেকে সন্দেহজনক বলে মনে হওয়ায় পাঁচজনকে গ্রেপ্তার করে । পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে মাওবাদী যোগ প্রমাণিত হয় ।"

maoist
পাঁচ জনকে গ্রেপ্তার করল তেলঙ্গানা পুলিশ
author img

By

Published : Nov 4, 2020, 7:58 PM IST

ভদ্রাদ্রি কোথাগুদেম ( তেলঙ্গানা),4 নভেম্বর : মাওবাদীদের প্রয়োজনীয় জিনিস সরবরাহ করার অভিযোগে পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করল । তেলঙ্গানার ভদ্রাদ্রির কোথাগুদেম জেলায় এদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রের খবর, গ্রেপ্তার হওয়া এই পাঁচজন হল কোরাম জগা, পোডিয়াম জগা, বদিসা লক্ষ্মা, সোদি লাকমা এবং কর্সা সুরেশ । এই পাঁচ জনই ছত্তিশগড়ের বাসিন্দা ।


মঙ্গলবার ভদ্রচালামের সহকারী পুলিশ সুপার রাজেশ চন্দ্র বলেন, "2 নভেম্বর দুপুরে চার্লায় পেট্রোলিংয়ের সময় চার্লার SI, স্পেশাল পার্টি পুলিশ এবং 141 (A) CRPF সদস্যরা পুসুগুপা যাওয়ার রাস্তায় গান্ধি স্ট্যাচু সেন্টার থেকে সন্দেহজনক বলে মনে হওয়ায় পাঁচজনকে গ্রেপ্তার করে । পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে মাওবাদী যোগ প্রমাণিত হয় ।"

তিনি বলেন, ধৃত এই পাঁচ ব্যক্তি গত চার বছর ধরে নিষিদ্ধ মাওবাদী জেগুরুগোন্ডা অঞ্চল কমিটির সদস্য স্থানীয় নকশাল নেতা জগদীশ ও নাগমণির কথায় বিভিন্ন জিনিস সরবরাহ করত এবং তাদের প্রতি সহানুভূতিশীল ছিল। পুলিশ তাদের কাছ থেকে 20 মিটার জলপাই রঙের সবুজ কাপড় বাজেয়াপ্ত করে । "

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.