ETV Bharat / bharat

Jagdalpur Gangrape Case: জগদলপুর গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার নাবালক-সহ পাঁচ, দু'জন পলাতক - additional superintendent of police Nivedita Pal

মেলার মাঠ থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ কাণ্ডে (Jagdalpur Gangrape Case) 12 ঘণ্টার মধ্যে গ্রেফতার পাঁচ অভিযুক্ত ৷ চারজনকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত ৷ অভিযুক্তদের মধ্যে একজন নাবালকও রয়েছে ৷

minor arrested for gang rape
গণধর্ষণ
author img

By

Published : Mar 6, 2023, 8:35 PM IST

জগদলপুর (ছত্তিশগড়), 6 মার্চ: তরুণীকে গণধর্ষণ কাণ্ডে তদন্তে নেমে 12 ঘণ্টার মধ্যে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করল ছত্তিশগড় পুলিশ ৷ বস্তার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে ৷ অভিযুক্তদের মধ্যে একজন নাবালক রয়েছে ৷ এই ঘটনার সঙ্গে জড়িত আরও দুই অভিযুক্তকে ধরার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে পুলিশের তরফে ।

প্রসঙ্গত, শনিবার দরভা থানায় (Darbha police station) সাতজনের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে ৷ মেয়েটির পরিবার অভিযোগ করেছে, নির্যাতিতা ওই দিন সন্ধ্যেয় দরভা থানা এলাকার আওতাধীন মাবলি পদর গ্রামে তাঁর আত্মীয়ের সঙ্গে একটি মেলায় বেড়াতে গিয়েছিলেন । সেখানে তিনি তাঁর কাকার ছেলের সঙ্গে দেখা করেন এবং উভয়েই একটি খাবারের দোকানে খেতে কাছাকাছি মাঠে যান । মেলা থেকে ফেরার সময় সাতজনের একদল তাঁদের বাধা দেয় ৷ তারা মেয়েটির ভাইকে ভয় দেখাতে থাকে । ফলে ছেলেটিকে সেখান থেকে ভয়ে পালিয়ে যান (Bastar Gangrape case) ।

বস্তার অতিরিক্ত পুলিশ সুপার নিবেদিতা পাল (Bastar additional superintendent of police Nivedita Pal) জানিয়েছেন, মেয়েটি তাঁর ভাইয়ের পিছন পিছন যান ৷ কারণ তাঁর ভাই মেয়েটির জুতো নিয়ে যাচ্ছিলেন । অভিযুক্তরা তাদের পিছন নেয় এবং মাঝপথ থেকে তাদেরকে ধরে জঙ্গলের দিকে টেনে নিয়ে যায় । সাত অভিযুক্ত সবাই একটি পুকুরের কাছে নিয়ে গিয়ে মেয়েটিকে গণধর্ষণ করে । এরপর মেয়েটি অনেকক্ষণ সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে । জ্ঞান ফেরার পর মেয়েটি তাঁর পরিবারের কাছে দৌড়ে বাড়িতে যান এবং ঘটনাটি তাঁর বাবা-মাকে জানান । মেয়েটির পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা নথিভুক্ত করেছে ৷ ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করে পুলিশ ।

মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়। অপরাধের 12 ঘণ্টার মধ্যে পুলিশ নাবালক-সহ পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে । আদালত প্রাপ্তবয়স্কদের বিচার বিভাগীয় হেফাজতে রিমান্ডে পাঠিয়েছে এবং নাবালককে বোর্স্টাল স্কুলে পাঠিয়েছে । পুলিশ জানিয়েছে, পলাতক বাকি দুই অভিযুক্তকে গ্রেফতারের জন্য তল্লাশি অভিযান চলছে ।

আরও পড়ুন: মেলার মাঠ থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ ! বিশেষ দল গঠন করে তদন্তে পুলিশ

জগদলপুর (ছত্তিশগড়), 6 মার্চ: তরুণীকে গণধর্ষণ কাণ্ডে তদন্তে নেমে 12 ঘণ্টার মধ্যে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করল ছত্তিশগড় পুলিশ ৷ বস্তার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে ৷ অভিযুক্তদের মধ্যে একজন নাবালক রয়েছে ৷ এই ঘটনার সঙ্গে জড়িত আরও দুই অভিযুক্তকে ধরার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে পুলিশের তরফে ।

প্রসঙ্গত, শনিবার দরভা থানায় (Darbha police station) সাতজনের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে ৷ মেয়েটির পরিবার অভিযোগ করেছে, নির্যাতিতা ওই দিন সন্ধ্যেয় দরভা থানা এলাকার আওতাধীন মাবলি পদর গ্রামে তাঁর আত্মীয়ের সঙ্গে একটি মেলায় বেড়াতে গিয়েছিলেন । সেখানে তিনি তাঁর কাকার ছেলের সঙ্গে দেখা করেন এবং উভয়েই একটি খাবারের দোকানে খেতে কাছাকাছি মাঠে যান । মেলা থেকে ফেরার সময় সাতজনের একদল তাঁদের বাধা দেয় ৷ তারা মেয়েটির ভাইকে ভয় দেখাতে থাকে । ফলে ছেলেটিকে সেখান থেকে ভয়ে পালিয়ে যান (Bastar Gangrape case) ।

বস্তার অতিরিক্ত পুলিশ সুপার নিবেদিতা পাল (Bastar additional superintendent of police Nivedita Pal) জানিয়েছেন, মেয়েটি তাঁর ভাইয়ের পিছন পিছন যান ৷ কারণ তাঁর ভাই মেয়েটির জুতো নিয়ে যাচ্ছিলেন । অভিযুক্তরা তাদের পিছন নেয় এবং মাঝপথ থেকে তাদেরকে ধরে জঙ্গলের দিকে টেনে নিয়ে যায় । সাত অভিযুক্ত সবাই একটি পুকুরের কাছে নিয়ে গিয়ে মেয়েটিকে গণধর্ষণ করে । এরপর মেয়েটি অনেকক্ষণ সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে । জ্ঞান ফেরার পর মেয়েটি তাঁর পরিবারের কাছে দৌড়ে বাড়িতে যান এবং ঘটনাটি তাঁর বাবা-মাকে জানান । মেয়েটির পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা নথিভুক্ত করেছে ৷ ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করে পুলিশ ।

মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়। অপরাধের 12 ঘণ্টার মধ্যে পুলিশ নাবালক-সহ পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে । আদালত প্রাপ্তবয়স্কদের বিচার বিভাগীয় হেফাজতে রিমান্ডে পাঠিয়েছে এবং নাবালককে বোর্স্টাল স্কুলে পাঠিয়েছে । পুলিশ জানিয়েছে, পলাতক বাকি দুই অভিযুক্তকে গ্রেফতারের জন্য তল্লাশি অভিযান চলছে ।

আরও পড়ুন: মেলার মাঠ থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ ! বিশেষ দল গঠন করে তদন্তে পুলিশ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.