মেঙ্গালুরু (কর্ণাটক), 2 জুন: নীতি পুলিশির অভিযোগ উঠল কর্ণাটকের মেঙ্গালুরুতে ৷ বৃহস্পতিবার সন্ধ্য়ায় ঘটনাটি ওই রাজ্যের উল্লাল সৈকতে ঘটে বলে অভিযোগ ৷ এই ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে ৷ পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে একজন নাবালক ৷ বাকিদের নাম যতীশ, সচিন, সুহান ও অখিল ৷ যতীশ বাস্তিপাড়পু এলাকার বাসিন্দা ৷ আর সচিন, সুহান ও অখিলের বাড়ি তালাপাড়ু এলাকায় ৷
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ তবে এই বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু বলতে নারাজ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই অভিযুক্তরা নির্দিষ্ট একটি সংগঠনের সদস্য ৷ তাঁরা ওই এলাকায় আগেও এই ধরনের কাজ করেছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ৷ ওই এলাকায় পুলিশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে স্থানীয় উল্লাল থানার তরফে ৷ পাশাপাশি সেখানকার সোমেশ্বর সৈকতেও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে ৷ কারণ, বৃহস্পতিবার সেখানেও নীতি পুলিশির একটি ঘটনা ঘটে বলে অভিযোগ ৷
পুলিশ জানিয়েছে, সোমেশ্বর সৈকতে তিনজন ছাত্র ও তিনজন ছাত্রী বিকেলের দিকে ঘুরছিলেন ৷ তাঁরা কেরল থেকে সেখানে এসেছেন ৷ কেরলেই একটি বেসরকারি প্রতিষ্ঠানে তাঁরা পড়াশোনা করেন ৷ ছেলে ও মেয়েরা ভিন্ন সম্প্রদায়ের ৷ তাই তাঁদের ঘেরাও করে হেনস্থা করেন বেশ কয়েকজন ৷ ঘটনায় তিনজন ছাত্র আহত হন ৷ তাঁদের ডেরালাকাট্টে হাসপাতালে ভরতি করা হয় ৷ ছাত্রী তিনজন তাঁদের বাড়ি ফিরে গিয়েছেন ৷
ঘটনার সময় সেখানে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদেরই একজন পুলিশকে খবর দেন ৷ সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় ৷ আহতদের হাসপাতালে ভরতি করার ব্যবস্থা করে পুলিশ ৷ আহতরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ৷ তবে এখনও কাউকে ধরা যায়নি ৷ তবে অভিযুক্তদের গ্রেফতার করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷
আরও পড়ুন: রাঁচিতে নাবালিকার রহস্যমৃত্যু, ধর্ম পরিবর্তন করতে চাপ দেওয়ার অভিযোগ
এদিকে ওই এলাকায় যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সেই কারণে মেঙ্গালুরু পুলিশের তরফে বিশেষ দু’টি দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এলাকায় এই ধরনের নীতি পুলিশি আটকাতে ওই দু’টি দল কাজ করবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷