রায়পুর, 30 অক্টোবর: ভোটপ্রচারের এক অভিনব পন্থা ছত্তিশগড় কংগ্রেসের ৷ আসন্ন ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে প্রথমবারের ভোটাদের নিয়ে ম্যারাথনের আয়োজন করল ভূপেশ বাঘেলের দল ৷ আর এই প্রথমবারের ভোটারদের সংখ্যাটা নেহাত কম নয়, পুরো 18 লক্ষ ভোটার প্রথমবারের জন্য নির্বাচনে অংশ নেবেন ৷ আর এই বিপুল সংখ্যক ভোটারদের নিয়ে আজ সকালে রায়পুরে এই মেগা ইভেন্টের আয়োজন করে ছত্তিশগড় প্রদেশ কংগ্রেস ৷ ম্যারাথনে প্রথম একশো জয়ীর সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ৷
দু’দফায় আয়োজিত হচ্ছে ছত্তিশগড় বিধানসভা নির্বাচন ৷ 7 নভেম্বর প্রথম দফার ভোট ৷ আর দ্বিতীয় দফার ভোট হবে 17 নভেম্বর ৷ এই নির্বাচনে কংগ্রেস ছত্তিশগড়ের ক্ষমতা ধরে রাখতে মরিয়া ৷ আর এই লড়াইয়ে প্রতিপক্ষ বিজেপির বিরুদ্ধে তাদের অন্যতম হাতিয়ার 18 লক্ষ নতুন ভোটার ৷ যারা প্রথমবার নির্বাচনে অংশ নেবেন ৷ যেখানে 18 থেকে 25 বছরের তরুণ প্রজন্ম রয়েছে ৷ আর তাঁদের ভোটদানে উৎসাহ দিতে এবং সমর্থন লাভ করতে বিশেষ ম্যারাথনের আয়োজন করেছিল প্রদেশ কংগ্রেস ৷
সোমবার সকাল 7টায় রায়পুরের তেলিবান্ধা পুকুর থেকে ম্যারাথন শুরু হয়েছিল ৷ যা ঘড়িচক হয়ে রায়পুর গান্ধি ময়দানে শেষ হয় ৷ প্রথমবারের ভোটারদের নিয়ে আয়োজিত এই ম্যারাথনে নাম নথিভুক্ত করা হয়েছিল অনলাইন ও অফলাইন দু’ভাবেই ৷ প্রতিযোগিতায় প্রথম 100 জনে যাঁরা শেষ করেছেন, তাঁদের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে যোগ দেবেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ৷
আরও পড়ুন: ছত্তিশগড়ে কেজি থেকে পিজি পর্যন্ত বিনামূল্যে স্কুলে শিক্ষাদানের প্রতিশ্রুতি রাহুলের
কংগ্রেসের জনসংযোগ বিভাগের চেয়ারম্যান সুশীল আনন্দ শুক্লা বলেন, ‘‘এই ম্যারাথনের প্রথম 100 জন বিজয়ীর সঙ্গে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল একটি বিশেষ বৈঠক করবেন ৷ 18 বছর থেকে 25 বছর বয়সী প্রতিযোগীরা এই ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছিলেন ৷’’ প্রথমবারের ভোটার ছাড়াও, ছত্তিশগড় ক্রীড়া দফতরের একাধিক আধিকারিক, কংগ্রেসের বিভিন্ন পৌরনিগমের মেয়র, কাউন্সিলর এবং বহু তারকা এই ম্যারাথনে অংশ নেন ৷