নয়াদিল্লি, 4 এপ্রিল : দেশের কোভিড গ্রাফে আরও স্বস্তি ৷ দৈনিক সংক্রমণ নেমেছে এক হাজারের নিচে ৷ গত 715 দিনে এই প্রথমবার সারা দেশের দৈনিক সংক্রমণ নেমেছে হাজারের নিচে (COVID 19 cases fall below 1000 in India) ৷ সোমবার নতুন করে করোনায় সংক্রামিত হয়েছেন 913 জন ৷ এদিনের পর দেশের মোট সংক্রমণের সংখ্যা দাঁড়াল 4 কোটি 30 লক্ষ 29 হাজার 44 জন ৷ এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়ে রয়েছে 13 হাজারে ৷ এদিন মোট 13 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে ৷ এখনও পর্যন্ত 5 লক্ষ 21 হাজার 358 জনের করোনায় মৃত্যু হল ৷
স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রায় দু'বছর অর্থাৎ 2020 সালের 18 এপ্রিলের পর এদিন প্রথমবার দৈনিক সংক্রমণ 1 হাজারের নিচে নামল ৷ পাশাপাশি এদিন এক ধাক্কায় 24 ঘণ্টায় সংক্রামিতের সংখ্য়াও কমেছে ৷ গতকালের তুলনায় তা কমেছে 416 ৷ এই মুহূর্তে দেশে 13 হাজার সক্রিয় রোগীর শতাংশের হিসাবে দাঁড়িয়েছে 0.03 শতাংশ ৷ সুস্থতার হার 98.76 শতাংশ ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
2020-এর 19 ডিসেম্বর সংক্রমণ 1 কোটি ছাড়ায় ৷ গত 4 মে তা বেডে দাঁড়ায় 2 কোটিতে ৷ গত বছরেরই 23 জুন দেশের মোট সংক্রমণের সংখ্যা ছাড়ায় 3 কোটি ৷ এই অবস্থায় সংক্রমণ হাজারের নিচে নামায় তা সত্যিই স্বস্তি দিল দেশবাসীকে ৷
আরও পড়ুন : Corona Update in Bengal : দৈনিক সংক্রমণ অর্ধেক, তবে টানা 11 দিন পর করোনায় মৃত্যু রাজ্যে