ETV Bharat / bharat

First Sentencing Over Delhi Riots : দিল্লি হিংসায় প্রথম সাজা ঘোষণা, 5 বছর কারাদণ্ড দোষীর - convict dinesh yadav gets five years imprisonment

2020 সালের ফেব্রুয়ারিতে দিল্লি হিংসার ঘটনা ঘটেছিল (Delhi Riots of February 2020) ৷ সেই সময় বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া, মারধর, খুনের মতো একাধিক অভিযোগ উঠেছিল ৷ অভিযুক্তদের প্রথম কারও সাজা হল বৃহস্পতিবার ৷

first sentence in delhi riot convict gets 5 years jail
First Sentencing Over Delhi Riots : দিল্লি হিংসায় প্রথম সাজা ঘোষণা, 5 বছর কারাদণ্ড দোষীর
author img

By

Published : Jan 20, 2022, 1:14 PM IST

Updated : Jan 20, 2022, 1:36 PM IST

নয়াদিল্লি, 20 জানুয়ারি : দিল্লি হিংসায় প্রথম সাজা ঘোষণা হল (First Sentencing Over Delhi Riots) ৷ অভিযুক্ত দীনেশ যাদবের সাজা হল ৷ তাঁকে আদালত পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে (convict dinesh yadav gets five years imprisonment) ৷ গত সপ্তাহে দীনেশকে দোষী সাব্যস্ত করেছিল আদালত ৷

2020 সালের ফেব্রুয়ারিতে রাজধানী দিল্লির একটি অংশে হিংসার ঘটনা ঘটে বেশ কয়েকদিন ধরে (Delhi Riots of February 2020) ৷ তা নিয়ে উত্তাল হয়েছিল গোটা দেশ ৷ সেই ঘটনায় বহু অভিযোগ উঠেছিল ৷ তার মধ্যে একটিতে অভিযুক্ত ছিল দীনেশ যাদব ৷

তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে 73 বছরের এক বৃদ্ধার বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুঠপাটে মদত দিয়েছিল ৷ 2020 সালের 25 ফেব্রুয়ারি ঘটনাটি ঘটে ৷ সেদিন দীনেশের প্ররোচনাতেই প্রায় দেড়শো-দু’শো লোক হামলা চালিয়েছিল ওই বৃদ্ধির বাড়িতে ৷

আদালত থেকে জানা গিয়েছে যে দীনেশের বিরুদ্ধে যা যা অভিযোগ ছিল, তাতে তার সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারত ৷ কিন্তু আদালত তাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে ৷

আরও পড়ুন : দিল্লির হিংসায় অভিযুক্ত 20 জনের ছবি প্রকাশ

নয়াদিল্লি, 20 জানুয়ারি : দিল্লি হিংসায় প্রথম সাজা ঘোষণা হল (First Sentencing Over Delhi Riots) ৷ অভিযুক্ত দীনেশ যাদবের সাজা হল ৷ তাঁকে আদালত পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে (convict dinesh yadav gets five years imprisonment) ৷ গত সপ্তাহে দীনেশকে দোষী সাব্যস্ত করেছিল আদালত ৷

2020 সালের ফেব্রুয়ারিতে রাজধানী দিল্লির একটি অংশে হিংসার ঘটনা ঘটে বেশ কয়েকদিন ধরে (Delhi Riots of February 2020) ৷ তা নিয়ে উত্তাল হয়েছিল গোটা দেশ ৷ সেই ঘটনায় বহু অভিযোগ উঠেছিল ৷ তার মধ্যে একটিতে অভিযুক্ত ছিল দীনেশ যাদব ৷

তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে 73 বছরের এক বৃদ্ধার বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুঠপাটে মদত দিয়েছিল ৷ 2020 সালের 25 ফেব্রুয়ারি ঘটনাটি ঘটে ৷ সেদিন দীনেশের প্ররোচনাতেই প্রায় দেড়শো-দু’শো লোক হামলা চালিয়েছিল ওই বৃদ্ধির বাড়িতে ৷

আদালত থেকে জানা গিয়েছে যে দীনেশের বিরুদ্ধে যা যা অভিযোগ ছিল, তাতে তার সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারত ৷ কিন্তু আদালত তাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে ৷

আরও পড়ুন : দিল্লির হিংসায় অভিযুক্ত 20 জনের ছবি প্রকাশ

Last Updated : Jan 20, 2022, 1:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.