ETV Bharat / bharat

First Gold ATM: হায়দরাবাদ পেল দেশের মধ্যে প্রথম গোল্ড এটিএম - Syed Taruj

হায়দরাবাদের বেগমপেটে (Begumpet) উদ্বোধন হল দেশের প্রথম গোল্ড এটিএমের (First Gold ATM) ৷ শনিবার এটির উদ্বোধন করা হয় ৷ এরপর গুলজারহাউস, সেকেন্দ্রাবাদ, আবিডস, পেদ্দাপল্লি, ওয়ারাঙ্গল এবং করিমনগরে শীঘ্রই সোনার এটিএম খোলা হবে বলে জানা গিয়েছে ৷

First Gold ATM
First Gold ATM
author img

By

Published : Dec 4, 2022, 11:04 AM IST

হায়দরাবাদ, 4 ডিসেম্বর: শনিবার হায়দরাবাদের (Hyderabad) বেগমপেটে উদ্বোধন করা হল দেশের প্রথম গোল্ড এটিএমের । আপনি ডেবিট এবং ক্রেডিট কার্ড দিয়ে এটিতে পছন্দসই সোনা তুলতে পারেন । গোল্ড সিক্কা কোম্পানির (Gold Sikka Company) অফিস অশোক রঘুপতি চেম্বার্সে (Ashok Raghupathi Chambers) রাখা এই এটিএমটির উদ্বোধন করেন তেলেঙ্গানা মহিলা কমিশনের চেয়ারপার্সন (Telangana Women Commission Chairperson) সুনিতা লক্ষ্মরেডি (Sunitha Lakshmareddy) । তিনি জানান, উন্নত প্রযুক্তির ব্যবহার করে সোনার এটিএমটি তৈরি করা হয়েছে ।

গোল্ড সিক্কার সিইও সৈয়দ তরুজ (Syed Taruj) জানান, এই এটিএম-এর মাধ্যমে 0.5, 1, 2, 5, 10, 20, 50 এবং 100 গ্রাম স্বর্ণমুদ্রা 99.99 শতাংশ ভেজাল ছাড়া তোলা যাবে । স্বর্ণমুদ্রার পাশাপাশি তাদের গুণমান এবং গ্যারান্টি উল্লেখ করে নথিও জারি করা হবে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: বাড়তে পারে ফিক্সড ডিপোজিটে সুদের হার, জেনে নিন এ সংক্রান্ত কিছু তথ্য

বেগমপেটের পর গুলজারহাউস, সেকেন্দ্রাবাদ, আবিডস, পেদ্দাপল্লি, ওয়ারাঙ্গল এবং করিমনগরে শীঘ্রই সোনার এটিএম খোলা হবে বলে খবর । আর একটি তথ্য প্রকাশ করা হয়েছে ৷ সেটা হল কিছুক্ষণ অন্তর অন্তর এটিএম স্ক্রিনে (ATM screen) সোনার দাম দেখানো হবে ।

হায়দরাবাদ, 4 ডিসেম্বর: শনিবার হায়দরাবাদের (Hyderabad) বেগমপেটে উদ্বোধন করা হল দেশের প্রথম গোল্ড এটিএমের । আপনি ডেবিট এবং ক্রেডিট কার্ড দিয়ে এটিতে পছন্দসই সোনা তুলতে পারেন । গোল্ড সিক্কা কোম্পানির (Gold Sikka Company) অফিস অশোক রঘুপতি চেম্বার্সে (Ashok Raghupathi Chambers) রাখা এই এটিএমটির উদ্বোধন করেন তেলেঙ্গানা মহিলা কমিশনের চেয়ারপার্সন (Telangana Women Commission Chairperson) সুনিতা লক্ষ্মরেডি (Sunitha Lakshmareddy) । তিনি জানান, উন্নত প্রযুক্তির ব্যবহার করে সোনার এটিএমটি তৈরি করা হয়েছে ।

গোল্ড সিক্কার সিইও সৈয়দ তরুজ (Syed Taruj) জানান, এই এটিএম-এর মাধ্যমে 0.5, 1, 2, 5, 10, 20, 50 এবং 100 গ্রাম স্বর্ণমুদ্রা 99.99 শতাংশ ভেজাল ছাড়া তোলা যাবে । স্বর্ণমুদ্রার পাশাপাশি তাদের গুণমান এবং গ্যারান্টি উল্লেখ করে নথিও জারি করা হবে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: বাড়তে পারে ফিক্সড ডিপোজিটে সুদের হার, জেনে নিন এ সংক্রান্ত কিছু তথ্য

বেগমপেটের পর গুলজারহাউস, সেকেন্দ্রাবাদ, আবিডস, পেদ্দাপল্লি, ওয়ারাঙ্গল এবং করিমনগরে শীঘ্রই সোনার এটিএম খোলা হবে বলে খবর । আর একটি তথ্য প্রকাশ করা হয়েছে ৷ সেটা হল কিছুক্ষণ অন্তর অন্তর এটিএম স্ক্রিনে (ATM screen) সোনার দাম দেখানো হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.