ETV Bharat / bharat

Firing on Karni Sena State Chief: করণী সেনার রাজ্য সভাপতিকে গুলি ! অভিযুক্তকে মারধর স্থানীয়দের - করণী সেনা

উদয়পুরে সভা চলকালীন করণী সেনার রাজ্য সভাপতির উপর গুলি চালানোর অভিযোগ ৷ স্থানীয়দের রোষের মুখে পড়ে অভিযুক্ত ৷ সেখান থেকে উদ্ধারের পর পুলিশ গ্রেফতার করেছে তাঁকে ৷ ভানওয়ার সিং হাসপাতালে চিকিৎসাধীন ৷

Firing on Karni Sena State Chief
করণী সেনার রাজ্য সভাপতিকে গুলি
author img

By

Published : Aug 13, 2023, 6:38 PM IST

উদয়পুর, 13 অগস্ট: করণী সেনার রাজ্য সভাপতি ভানওয়ার সিংয়ের উপর গুলি চালানোর অভিযোগ উঠেছে ৷ ঘটনাটি ঘটেছে রবিবার উদয়পুরে ৷ সেখানে সভা চলাকালীন তাঁর উপর হামলা চলে বলে অভিযোগ ৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানে তাঁর চিকিৎসা চলছে । খবর পেয়ে ভূপালপুরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করেছে । তবে এর আগেই সেখানে উপস্থিত লোকজন অভিযুক্তকে ধরে বেধড়ক মারধর করে বলে অভিযোগ ।

জানা গিয়েছে, এই পুরো ঘটনাটি ঘটে উদয়পুরের বিএন কলেজে । যেখানে রাজপুত করণী সেনা এ বছরের 23 সেপ্টেম্বরে গান্ধি ময়দানে একটি নতুন অধিকার মহাসভার আয়োজন করতে চলেছে । সেই সভা সংক্রান্ত 17-দফা প্রধান দাবিগুলি রাজপুত করণী সেনা সরকারের কাছে রাখে । এ বিষয়ে তারা সাংবাদিক বৈঠকেরও আয়োজন করে । এই কর্মসূচি শেষ হওয়ার পর হঠাৎ করেই রাজ্য সভাপতির ওপর গুলি চালানোর ঘটনা ঘটে । বর্তমানে বিষয়টি সামনে আসার পর তদন্তে নেমেছে পুলিশ ।

রাজপুত করণী সেনার সরকারের কাছে 17 দফা দাবিগুলির মধ্যে অন্যতম হল-বীর শিরোমণি মহারানা প্রতাপের জন্মবার্ষিকীকে জাতীয় ছুটি ঘোষণা করা হোক । ক্ষত্রিয় কল্যাণ বোর্ড গঠন করতে হবে । টিএসপি এলাকায় সাধারণ শ্রেণিতে পঞ্চায়েতি রাজে সংরক্ষণ দেওয়া উচিত । রাজস্থানী ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে । ঐতিহাসিক জিনিসগুলি রক্ষার জন্য একটি বোর্ড গঠন করতে হবে ।

এছাড়াও, এসটি/এসসি-এর অন্তর্গত ব্যক্তিরা যারা ধর্মে রূপান্তরিত হয়েছে তাদের এসটি/এসসি বিভাগে পাওয়া সমস্ত সুবিধা থেকে বঞ্চিত করা হোক ৷ যাতে প্রকৃত অধিকারী এসটি/এসসি লোকেরা এর সমস্ত সুবিধা পেতে পারে । মঠ, মন্দির ও ধর্মীয় স্থানগুলিকে সরকারি নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার দাবি তোলা হয়েছে । রাজস্থানে সাংবাদিক সুরক্ষা আইন কার্যকর করা হোক । কানহাইয়া লাল সাহুর খুনিদের ধরেছেন প্রহ্লাদ সিং চুন্দাওয়াত এবং শক্তি সিং চুন্দাওয়াত, তাঁদের সরকারি চাকরি ও আত্মরক্ষার জন্য অস্ত্র লাইসেন্স দেওয়া হোক-সহ বিভিন্ন দাবিতে দীর্ঘদিন ধরে আন্দেলন করছে করণী সেনা ৷

আরও পড়ুন: প্রয়াত করণী সেনার প্রতিষ্ঠাতা লোকেন্দ্র সিং কালভি

এই সমস্ত দাবির বিষয়ে 23 সেপ্টেম্বর শনিবার গান্ধি ময়দানে একটি বিশাল বিচার বিভাগীয় সাধারণ পরিষদের আয়োজন করা হয়েছে । এই উপলক্ষে আজ বিএন কলেজের কুম্ভ অডিটোরিয়ামে ন্যায়াধিকার মহাসভার পোস্টার প্রকাশ করা হয় । রাজপুত করণী সেনার সকল পদাধিকারীকে মহাসভায় অংশগ্রহণ করেন ৷ নিজেদের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে সভা থেকে ।

উদয়পুর, 13 অগস্ট: করণী সেনার রাজ্য সভাপতি ভানওয়ার সিংয়ের উপর গুলি চালানোর অভিযোগ উঠেছে ৷ ঘটনাটি ঘটেছে রবিবার উদয়পুরে ৷ সেখানে সভা চলাকালীন তাঁর উপর হামলা চলে বলে অভিযোগ ৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানে তাঁর চিকিৎসা চলছে । খবর পেয়ে ভূপালপুরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করেছে । তবে এর আগেই সেখানে উপস্থিত লোকজন অভিযুক্তকে ধরে বেধড়ক মারধর করে বলে অভিযোগ ।

জানা গিয়েছে, এই পুরো ঘটনাটি ঘটে উদয়পুরের বিএন কলেজে । যেখানে রাজপুত করণী সেনা এ বছরের 23 সেপ্টেম্বরে গান্ধি ময়দানে একটি নতুন অধিকার মহাসভার আয়োজন করতে চলেছে । সেই সভা সংক্রান্ত 17-দফা প্রধান দাবিগুলি রাজপুত করণী সেনা সরকারের কাছে রাখে । এ বিষয়ে তারা সাংবাদিক বৈঠকেরও আয়োজন করে । এই কর্মসূচি শেষ হওয়ার পর হঠাৎ করেই রাজ্য সভাপতির ওপর গুলি চালানোর ঘটনা ঘটে । বর্তমানে বিষয়টি সামনে আসার পর তদন্তে নেমেছে পুলিশ ।

রাজপুত করণী সেনার সরকারের কাছে 17 দফা দাবিগুলির মধ্যে অন্যতম হল-বীর শিরোমণি মহারানা প্রতাপের জন্মবার্ষিকীকে জাতীয় ছুটি ঘোষণা করা হোক । ক্ষত্রিয় কল্যাণ বোর্ড গঠন করতে হবে । টিএসপি এলাকায় সাধারণ শ্রেণিতে পঞ্চায়েতি রাজে সংরক্ষণ দেওয়া উচিত । রাজস্থানী ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে । ঐতিহাসিক জিনিসগুলি রক্ষার জন্য একটি বোর্ড গঠন করতে হবে ।

এছাড়াও, এসটি/এসসি-এর অন্তর্গত ব্যক্তিরা যারা ধর্মে রূপান্তরিত হয়েছে তাদের এসটি/এসসি বিভাগে পাওয়া সমস্ত সুবিধা থেকে বঞ্চিত করা হোক ৷ যাতে প্রকৃত অধিকারী এসটি/এসসি লোকেরা এর সমস্ত সুবিধা পেতে পারে । মঠ, মন্দির ও ধর্মীয় স্থানগুলিকে সরকারি নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার দাবি তোলা হয়েছে । রাজস্থানে সাংবাদিক সুরক্ষা আইন কার্যকর করা হোক । কানহাইয়া লাল সাহুর খুনিদের ধরেছেন প্রহ্লাদ সিং চুন্দাওয়াত এবং শক্তি সিং চুন্দাওয়াত, তাঁদের সরকারি চাকরি ও আত্মরক্ষার জন্য অস্ত্র লাইসেন্স দেওয়া হোক-সহ বিভিন্ন দাবিতে দীর্ঘদিন ধরে আন্দেলন করছে করণী সেনা ৷

আরও পড়ুন: প্রয়াত করণী সেনার প্রতিষ্ঠাতা লোকেন্দ্র সিং কালভি

এই সমস্ত দাবির বিষয়ে 23 সেপ্টেম্বর শনিবার গান্ধি ময়দানে একটি বিশাল বিচার বিভাগীয় সাধারণ পরিষদের আয়োজন করা হয়েছে । এই উপলক্ষে আজ বিএন কলেজের কুম্ভ অডিটোরিয়ামে ন্যায়াধিকার মহাসভার পোস্টার প্রকাশ করা হয় । রাজপুত করণী সেনার সকল পদাধিকারীকে মহাসভায় অংশগ্রহণ করেন ৷ নিজেদের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে সভা থেকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.