ETV Bharat / bharat

Firhad Hakim : পৌরসভা হবে চাঁচল, বাস ডিপোর উদ্বোধন করে আশ্বাস ফিরহাদের - কুশিদা থেকে শিলিগুড়ি

নিজে বাস চালিয়ে চাঁচল বাস ডিপোর উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম । সেখানেই তিনি বলেন, ‘‘বিধানসভা নির্বাচনের আগে চাঁচলকে পৌরসভা করার কথা বলেছিলাম । সেটা নিয়েও চেষ্টা করছি । বর্তমান পৌরমন্ত্রীকে বিষয়টি দেখতে বলেছি ।”

Firhad Hakim
চাঁচল বাস ডিপোর উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী
author img

By

Published : Nov 15, 2021, 8:26 AM IST

Updated : Nov 15, 2021, 9:07 AM IST

মালদা, 15 নভেম্বর : এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল, পৌরসভা ঘোষণা করতে হবে চাঁচলকে । গত বিধানসভা নির্বাচনে প্রচারে এসে একাধিকবার চাঁচলকে পৌরসভার করার আশ্বাস দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও । রবিবার চাঁচলে বাস ডিপোর উদ্বোধনে এসে ফের সেই স্বপ্নকে উসকে দিলেন পরিবহন মন্ত্রী ।

নির্মাণ কাজ শেষ হওয়ার পরেও উদ্বোধনের অপেক্ষায় দীর্ঘদিন ধরে পড়েছিল চাঁচল বাস ডিপো (Chanchal Bus Depot) । অবশেষে রবিবার নিজে বাস চালিয়ে চাঁচল বাস ডিপোর উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম । কুশিদা-শিলিগুড়ি ও কুশিদা-কলকাতা, দুটি রুটের বাস রবিবার থেকে এই ডিপো থেকে ছাড়া হবে । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, রাজ্যসভার সাংসদ মৌসম নূর, জেলাশাসক রাজর্ষি মিত্র-সহ তৃণমূলের অন্য বিধায়করা ৷ সেখানেই বক্তব্য রাখতে গিয়ে চাঁচল পৌরসভা নিয়ে আশ্বাস দেন তিনি । একইসঙ্গে রাজ্য সরকারের তরফে মালদায় মহিলা কলেজ করার চিন্তাভাবনা হচ্ছে বলেও জানান ফিরহাদ ।

পৌরসভা হবে চাঁচল, বাস ডিপোর উদ্বোধন করে আশ্বাস ফিরহাদের

আরও পড়ুন : Siksha Ratna : এবার শিক্ষারত্ন সম্মানে ভূষিত হবেন মালদার জাতীয় শিক্ষক হরিস্বামী

তিনি বলেন, “2 কোটি টাকা দিয়ে এই বাস ডিপো নির্মাণ করা হয়েছে । কুশিদা থেকে শিলিগুড়ি এবং কুশিদা থেকে কলকাতা, এই দুটি রুটে রবিবার থেকেই বাস চলাচল করবে । চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ এই বাস ডিপোর জন্য আবেদন করেছিলেন । নির্মাণ হওয়ার পরও দীর্ঘদিন এই বাস ডিপো উদ্বোধনের অপেক্ষায় পড়েছিল । আমি বাস ডিপো চালু করে দিতে বলেছিলাম । কিন্তু আমার হাতে উদ্বোধন করানোর জেদ ধরেছিল নীহার । জেলার উন্নয়ন নিয়ে আজও জেলাশাসকের সঙ্গে কিছু আলোচনা হয়েছে । চাঁচলে মহিলা কলেজ ইতিমধ্যে অনুমোদন পেয়েছে । কিছুদিনের মধ্যে সেই কাজও শুরু হবে । বিধানসভা নির্বাচনের আগে চাঁচলকে পৌরসভা করার কথা বলেছিলাম । সেটা নিয়েও চেষ্টা করছি । কিন্তু আমার ডিপার্টমেন্ট এখন পরিবর্তন হয়েছে । বর্তমান পৌরমন্ত্রীকে বিষয়টি দেখতে বলেছি । মুখ্যমন্ত্রীও নীহারকে জানিয়েছেন, পৌরসভার জন্য কিছুটা সময় লাগবে ।”

মালদা, 15 নভেম্বর : এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল, পৌরসভা ঘোষণা করতে হবে চাঁচলকে । গত বিধানসভা নির্বাচনে প্রচারে এসে একাধিকবার চাঁচলকে পৌরসভার করার আশ্বাস দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও । রবিবার চাঁচলে বাস ডিপোর উদ্বোধনে এসে ফের সেই স্বপ্নকে উসকে দিলেন পরিবহন মন্ত্রী ।

নির্মাণ কাজ শেষ হওয়ার পরেও উদ্বোধনের অপেক্ষায় দীর্ঘদিন ধরে পড়েছিল চাঁচল বাস ডিপো (Chanchal Bus Depot) । অবশেষে রবিবার নিজে বাস চালিয়ে চাঁচল বাস ডিপোর উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম । কুশিদা-শিলিগুড়ি ও কুশিদা-কলকাতা, দুটি রুটের বাস রবিবার থেকে এই ডিপো থেকে ছাড়া হবে । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, রাজ্যসভার সাংসদ মৌসম নূর, জেলাশাসক রাজর্ষি মিত্র-সহ তৃণমূলের অন্য বিধায়করা ৷ সেখানেই বক্তব্য রাখতে গিয়ে চাঁচল পৌরসভা নিয়ে আশ্বাস দেন তিনি । একইসঙ্গে রাজ্য সরকারের তরফে মালদায় মহিলা কলেজ করার চিন্তাভাবনা হচ্ছে বলেও জানান ফিরহাদ ।

পৌরসভা হবে চাঁচল, বাস ডিপোর উদ্বোধন করে আশ্বাস ফিরহাদের

আরও পড়ুন : Siksha Ratna : এবার শিক্ষারত্ন সম্মানে ভূষিত হবেন মালদার জাতীয় শিক্ষক হরিস্বামী

তিনি বলেন, “2 কোটি টাকা দিয়ে এই বাস ডিপো নির্মাণ করা হয়েছে । কুশিদা থেকে শিলিগুড়ি এবং কুশিদা থেকে কলকাতা, এই দুটি রুটে রবিবার থেকেই বাস চলাচল করবে । চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ এই বাস ডিপোর জন্য আবেদন করেছিলেন । নির্মাণ হওয়ার পরও দীর্ঘদিন এই বাস ডিপো উদ্বোধনের অপেক্ষায় পড়েছিল । আমি বাস ডিপো চালু করে দিতে বলেছিলাম । কিন্তু আমার হাতে উদ্বোধন করানোর জেদ ধরেছিল নীহার । জেলার উন্নয়ন নিয়ে আজও জেলাশাসকের সঙ্গে কিছু আলোচনা হয়েছে । চাঁচলে মহিলা কলেজ ইতিমধ্যে অনুমোদন পেয়েছে । কিছুদিনের মধ্যে সেই কাজও শুরু হবে । বিধানসভা নির্বাচনের আগে চাঁচলকে পৌরসভা করার কথা বলেছিলাম । সেটা নিয়েও চেষ্টা করছি । কিন্তু আমার ডিপার্টমেন্ট এখন পরিবর্তন হয়েছে । বর্তমান পৌরমন্ত্রীকে বিষয়টি দেখতে বলেছি । মুখ্যমন্ত্রীও নীহারকে জানিয়েছেন, পৌরসভার জন্য কিছুটা সময় লাগবে ।”

Last Updated : Nov 15, 2021, 9:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.