ETV Bharat / bharat

Firecrackers Banned in Delhi: রাজধানীর মাত্রাতিরিক্ত দূষণে লাগাম টানতে এবারও দীপাবলিতে  বাজিতে নিষেধাজ্ঞা - Firecrackers Banned in Delhi

সম্প্রতি একটি সমীক্ষায় বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত শহর হিসেবে গণ্য করা হয়েছে রাজধানী দিল্লিকে ৷ এমনকি এও জানানো হয়েছে যে এর মারাত্মক প্রভাবে এখানকার বাসিন্দাদের আয়ু 12 বছর কমে যেতে পারে ৷ বায়ুদূষণের এই ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে এবার দীপাবলিতে বাজি পোড়ানো নিষিদ্ধ করল দিল্লি প্রশাসন ৷

Etv Bharat
বাজির ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 6:31 PM IST

Updated : Sep 11, 2023, 6:39 PM IST

পরিবেশমন্ত্রী গোপাল রাইয়ের বক্তব্য

নয়াদিল্লি, 11 সেপ্টেম্বর: অতিরিক্ত মাত্রায় দূষণে ভরে গিয়েছে রাজধানীর বাতাস ৷ ফলস্বরূপ এবারের দীপাবলিতে বাজি ফাটানো সম্পূর্ণ নিষিদ্ধ করল দিল্লি প্রশাসন ৷ এই বিষয়ে সোমবার দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই সাংবাদিক বৈঠকে জানান, এখন থেকে বাজি তৈরি, সংরক্ষণ ও বিক্রি করা নিষিদ্ধ করা হয়েছে ৷ এর জন্য দিল্লি পুলিশকে আতশবাজি তৈরি, স্টোরেজ, বিক্রি ও ডেলিভারির জন্য কাউকে লাইসেন্স না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ জনগণের সচেতনতা ও সরকারের সমস্ত প্রচেষ্টার কারণে যতদিন যাচ্ছে দিল্লিতে দূষণ আগের থেকে কমছে ৷ কিন্তু দূষণ নিয়ন্ত্রণ নিয়ে এখনও কাজ করা বাকি আছে ৷ দূষণ প্রত্যেকের স্বাস্থ্যের জন্যই খুব বিপজ্জনক ৷

তিনি আরও জানান, আতশবাজি পোড়ানোর ফলে প্রচুর বায়ুদূষণ হয় ৷ তাই ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নিয়ম মেনে দিল্লিতে বাজি তৈরি, সংরক্ষণ ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে ৷

পরিবেশমন্ত্রী জানিয়েছেন, দিল্লি পুলিশ বাজি তৈরি, বিক্রি ও সংরক্ষণের লাইসেন্স দিয়ে থাকে ৷ তাই তাদেরকে এবার নির্দেশ দিয়ে লাইসেন্স দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে ৷ যাতে দিল্লিকে দূষণমুক্ত করা যায় ৷ তবে অন্যান্য রাজ্যের কাছেও বাজি নিষিদ্ধ করার আবেদন জানানো হয়েছে ৷ কারণ অন্যান্য রাজ্যে আতশবাজি পোড়ানোর ফলে সৃষ্টি হওয়া দূষণ দিল্লির বাতাসেও আসে ৷ তাই সব রাজ্যেই বাজি নিষিদ্ধ করা উচিত ৷ দীপাবলিতে আতশবাজি পোড়ানো মানুষের বিশ্বাসের সঙ্গ সম্পর্কিত হলেও স্বাস্থ্যের খেয়াল রাখাও খুব গুরুত্বপূর্ণ ৷ লোকেরাও এটি সম্পর্কে সচেতন হচ্ছে ৷ মঙ্গলবার দূষণ রোধে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে একটি শীতকালীন কর্মপরিকল্পনা তৈরি করা হবে ৷ তারপর তা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছএ পেশ করা হবে ৷ সেখানেই ঠিক হবে কবে থেকে তা দিল্লিতে লাগু করা হবে ৷
গতবছরও দূষণ রোধে একই পদক্ষেপ করেছিল দিল্লি প্রশাসন । বাজির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল প্রশাসনের তরফে । বাজি পোড়ালেই জেল হবে বলেও নির্দেশিকা জারি হয় । এবারও এর অন্যথা হল না ।

আরও পড়ুন : বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি, 12 বছর আয়ু কমতে পারে রাজধানীর বাসিন্দাদের; জানাচ্ছে সমীক্ষা

পরিবেশমন্ত্রী গোপাল রাইয়ের বক্তব্য

নয়াদিল্লি, 11 সেপ্টেম্বর: অতিরিক্ত মাত্রায় দূষণে ভরে গিয়েছে রাজধানীর বাতাস ৷ ফলস্বরূপ এবারের দীপাবলিতে বাজি ফাটানো সম্পূর্ণ নিষিদ্ধ করল দিল্লি প্রশাসন ৷ এই বিষয়ে সোমবার দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই সাংবাদিক বৈঠকে জানান, এখন থেকে বাজি তৈরি, সংরক্ষণ ও বিক্রি করা নিষিদ্ধ করা হয়েছে ৷ এর জন্য দিল্লি পুলিশকে আতশবাজি তৈরি, স্টোরেজ, বিক্রি ও ডেলিভারির জন্য কাউকে লাইসেন্স না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ জনগণের সচেতনতা ও সরকারের সমস্ত প্রচেষ্টার কারণে যতদিন যাচ্ছে দিল্লিতে দূষণ আগের থেকে কমছে ৷ কিন্তু দূষণ নিয়ন্ত্রণ নিয়ে এখনও কাজ করা বাকি আছে ৷ দূষণ প্রত্যেকের স্বাস্থ্যের জন্যই খুব বিপজ্জনক ৷

তিনি আরও জানান, আতশবাজি পোড়ানোর ফলে প্রচুর বায়ুদূষণ হয় ৷ তাই ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নিয়ম মেনে দিল্লিতে বাজি তৈরি, সংরক্ষণ ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে ৷

পরিবেশমন্ত্রী জানিয়েছেন, দিল্লি পুলিশ বাজি তৈরি, বিক্রি ও সংরক্ষণের লাইসেন্স দিয়ে থাকে ৷ তাই তাদেরকে এবার নির্দেশ দিয়ে লাইসেন্স দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে ৷ যাতে দিল্লিকে দূষণমুক্ত করা যায় ৷ তবে অন্যান্য রাজ্যের কাছেও বাজি নিষিদ্ধ করার আবেদন জানানো হয়েছে ৷ কারণ অন্যান্য রাজ্যে আতশবাজি পোড়ানোর ফলে সৃষ্টি হওয়া দূষণ দিল্লির বাতাসেও আসে ৷ তাই সব রাজ্যেই বাজি নিষিদ্ধ করা উচিত ৷ দীপাবলিতে আতশবাজি পোড়ানো মানুষের বিশ্বাসের সঙ্গ সম্পর্কিত হলেও স্বাস্থ্যের খেয়াল রাখাও খুব গুরুত্বপূর্ণ ৷ লোকেরাও এটি সম্পর্কে সচেতন হচ্ছে ৷ মঙ্গলবার দূষণ রোধে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে একটি শীতকালীন কর্মপরিকল্পনা তৈরি করা হবে ৷ তারপর তা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছএ পেশ করা হবে ৷ সেখানেই ঠিক হবে কবে থেকে তা দিল্লিতে লাগু করা হবে ৷
গতবছরও দূষণ রোধে একই পদক্ষেপ করেছিল দিল্লি প্রশাসন । বাজির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল প্রশাসনের তরফে । বাজি পোড়ালেই জেল হবে বলেও নির্দেশিকা জারি হয় । এবারও এর অন্যথা হল না ।

আরও পড়ুন : বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি, 12 বছর আয়ু কমতে পারে রাজধানীর বাসিন্দাদের; জানাচ্ছে সমীক্ষা

Last Updated : Sep 11, 2023, 6:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.