ETV Bharat / bharat

Shalimar Express: মুম্বইগামী শালিমার এক্সপ্রেসের পার্সেল ভ্যানে আগুন, নিরাপদে যাত্রীরা

মহারাষ্ট্রের নাসিক রোড স্টেশনে মুম্বইগামী শালিমার এক্সপ্রেসের একটি পার্সেল ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল (Fire in parcel van of Mumbai-bound Shalimar Express) ৷ তবে এই ঘটনায় কোউ হতাহত হননি বলে খবর ।

Shalimar Express News
মুম্বইগামী শালিমার এক্সপ্রেসের পার্সেল ভ্যানে আগুন
author img

By

Published : Nov 5, 2022, 11:49 AM IST

Updated : Nov 5, 2022, 12:12 PM IST

মুম্বই, 5 নভেম্বর: শনিবার সকালে মহারাষ্ট্রের নাসিক রোড স্টেশনে মুম্বইগামী শালিমার এক্সপ্রেসের একটি পার্সেল ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ৷ তবে এই ঘটনায় কোউ হতাহতের কোনও খবর নেই ।

জানা গিয়েছে, এদিন সকালে নাসিক রোড স্টেশনে মুম্বইগামী শালিমার এক্সপ্রেসের একটি পার্সেল ভ্যানে আচমকা আগুন লেগে যায় ৷ রেলকর্তারা জানিয়েছেন, শালিমার এবং মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাস স্টেশনের মধ্যে চলাচলকারী ট্রেনের ইঞ্জিনের পাশের পার্সেল ভ্যানে (কোচ) সকাল 8.45 টার দিকে আগুনের ঘটনাটি ঘটে ৷

আরও পড়ুন: রাজস্থানে বিএসএফ’র গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত 2 জওয়ান

সেন্ট্রাল রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবাজি সুতার বলেন, "সমস্ত যাত্রী নিরাপদে আছেন ।" আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং নাসিক রোড স্টেশনে অন্যান্য কোচ থেকে পার্সেল ভ্যানটি আলাদা করা হয়েছে ৷

মুম্বই, 5 নভেম্বর: শনিবার সকালে মহারাষ্ট্রের নাসিক রোড স্টেশনে মুম্বইগামী শালিমার এক্সপ্রেসের একটি পার্সেল ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ৷ তবে এই ঘটনায় কোউ হতাহতের কোনও খবর নেই ।

জানা গিয়েছে, এদিন সকালে নাসিক রোড স্টেশনে মুম্বইগামী শালিমার এক্সপ্রেসের একটি পার্সেল ভ্যানে আচমকা আগুন লেগে যায় ৷ রেলকর্তারা জানিয়েছেন, শালিমার এবং মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাস স্টেশনের মধ্যে চলাচলকারী ট্রেনের ইঞ্জিনের পাশের পার্সেল ভ্যানে (কোচ) সকাল 8.45 টার দিকে আগুনের ঘটনাটি ঘটে ৷

আরও পড়ুন: রাজস্থানে বিএসএফ’র গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত 2 জওয়ান

সেন্ট্রাল রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবাজি সুতার বলেন, "সমস্ত যাত্রী নিরাপদে আছেন ।" আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং নাসিক রোড স্টেশনে অন্যান্য কোচ থেকে পার্সেল ভ্যানটি আলাদা করা হয়েছে ৷

Last Updated : Nov 5, 2022, 12:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.