ETV Bharat / bharat

Fire at Hospital in Jaipur: জয়পুরে হাসপাতালের শিশু বিভাগে আগুন, নিরাপদ স্থানে 30 শিশু - নিরাপদ স্থানে সরানো হল 30টি শিশুকে

জয়পুরের একটি হাসপাতালের শিশু বিভাগে আগুন লাগল সোমবার রাতে ৷ দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে ৷ এসি-তে শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছিল বলে খবর ৷ এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে ৷

Fire at Hospital in Jaipur ETV BHARAT
Fire at Hospital in Jaipur
author img

By

Published : Jul 18, 2023, 2:37 PM IST

জয়পুর, 18 জুলাই: জয়পুরের জেকে লোন হাসপাতালের শিশু বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ৷ হাসপাতালের ও দমকল কর্মীদের তৎপরতার নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে ওয়ার্ডে থাকা 30টি শিশুকে ৷ জানা গিয়েছে সোমবার রাতের আকস্মিক এই অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক তৈরি হয় হাসপাতালে ৷ শিশু বিভাগ ধোঁয়ায় ভরে যায় বলে জানা গিয়েছে ৷ খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ৷ এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ৷ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এসি-তে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে ৷

এই ঘটনায় জে কে লোন হাসপাতালের সুপারিনটেনডেন্ট চিকিৎসক কৈলাস মীনা বলেন, ‘‘জে কে লোন হাসপাতালের তৃতীয় তলায় অবস্থিত শিশু বিভাগের ওয়ার্ডে আগুন লেগেছে ৷ সোমবার গভীর রাতে হঠাৎ ওই ওয়ার্ডে আগুন লাগে ৷ আগুন ধীরে ধীরে তীব্র হতে শুরু করলে পুরো ওয়ার্ড ধোঁয়ায় ভরে যায় ৷ হাসপাতালের তরফে দ্রুত প্রশাসন ও দমকল বিভাগে খবর দেওয়া হয় ৷ ওয়ার্ডে থাকা শিশুদের বাঁচাতে জানালা খুলে ধোঁয়া বের করার চেষ্টা করেন স্বাস্থ্য কর্মীরা ৷’’ তিনি জানিয়েছেন, ওয়ার্ডে থ্যালাসেমিয়া ও ক্যান্সারে আক্রান্ত শিশুরা ভরতি ছিল ৷ তাদের নিরাপদে অন্য ওয়ার্ডে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷

এই ঘটনায় হাসপাতালের কর্মীরাও দমকলকে সহযোগিতা করেন আগুন নেভানোর কাজে ৷ তবে, তিনতলার ওয়ার্ডে লাগা আগুনের ধোঁয়া আশপাশের ওয়ার্ডে ছড়িয়ে পড়ায় আতঙ্ক তৈরি হয় ৷ নিরাপত্তার কারণে সাময়িকভাবে আশেপাশের ওয়ার্ডের রোগীদেরও অন্যত্র নিয়ে যাওয়া হয়েছিল ৷ পরে আগুন নিয়ন্ত্রণে এলে তাঁদের পুনরায় নির্দিষ্ট ওয়ার্ডে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় ৷

আরও পড়ুন: শপিং মলে আগুন, প্রাণ বাঁচাতে 4 তলা থেকে ঝাঁপ যুগলের

পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, হাসপাতালে থাকা রোগীদের পরিজনেরা হুড়োহুড়ি শুরু করায় ৷ এই অবস্থায় স্বাস্থ্য কর্মী এবং চিকিৎসকরা তাঁদের বুঝিয়ে বাইরে বের করেন এবং দমকলের কর্মীদের নির্বিঘ্নে আগুন নেভানোর কাজে সাহায্য করেন ৷ তবে, রাতে এই ঘটনা ঘটায় হাসপাতালে খুব একটা লোকজন ছিল না এবং রাস্তাঘাটও ফাঁকা ছিল ৷ তাই দমকলের হাসপাতালে পৌঁছাতে এবং আগুন নেভাতে খুব একটা সমস্যা হয়নি ৷ হাসপাতাল সুপার জানিয়েছেন, এসি-তে শর্ট সার্কিটের কারণে আগুন লাগে ৷ কেন এই শর্ট সার্কিটের ঘটনা ঘটল ? তা জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৷

জয়পুর, 18 জুলাই: জয়পুরের জেকে লোন হাসপাতালের শিশু বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ৷ হাসপাতালের ও দমকল কর্মীদের তৎপরতার নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে ওয়ার্ডে থাকা 30টি শিশুকে ৷ জানা গিয়েছে সোমবার রাতের আকস্মিক এই অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক তৈরি হয় হাসপাতালে ৷ শিশু বিভাগ ধোঁয়ায় ভরে যায় বলে জানা গিয়েছে ৷ খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ৷ এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ৷ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এসি-তে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে ৷

এই ঘটনায় জে কে লোন হাসপাতালের সুপারিনটেনডেন্ট চিকিৎসক কৈলাস মীনা বলেন, ‘‘জে কে লোন হাসপাতালের তৃতীয় তলায় অবস্থিত শিশু বিভাগের ওয়ার্ডে আগুন লেগেছে ৷ সোমবার গভীর রাতে হঠাৎ ওই ওয়ার্ডে আগুন লাগে ৷ আগুন ধীরে ধীরে তীব্র হতে শুরু করলে পুরো ওয়ার্ড ধোঁয়ায় ভরে যায় ৷ হাসপাতালের তরফে দ্রুত প্রশাসন ও দমকল বিভাগে খবর দেওয়া হয় ৷ ওয়ার্ডে থাকা শিশুদের বাঁচাতে জানালা খুলে ধোঁয়া বের করার চেষ্টা করেন স্বাস্থ্য কর্মীরা ৷’’ তিনি জানিয়েছেন, ওয়ার্ডে থ্যালাসেমিয়া ও ক্যান্সারে আক্রান্ত শিশুরা ভরতি ছিল ৷ তাদের নিরাপদে অন্য ওয়ার্ডে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷

এই ঘটনায় হাসপাতালের কর্মীরাও দমকলকে সহযোগিতা করেন আগুন নেভানোর কাজে ৷ তবে, তিনতলার ওয়ার্ডে লাগা আগুনের ধোঁয়া আশপাশের ওয়ার্ডে ছড়িয়ে পড়ায় আতঙ্ক তৈরি হয় ৷ নিরাপত্তার কারণে সাময়িকভাবে আশেপাশের ওয়ার্ডের রোগীদেরও অন্যত্র নিয়ে যাওয়া হয়েছিল ৷ পরে আগুন নিয়ন্ত্রণে এলে তাঁদের পুনরায় নির্দিষ্ট ওয়ার্ডে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় ৷

আরও পড়ুন: শপিং মলে আগুন, প্রাণ বাঁচাতে 4 তলা থেকে ঝাঁপ যুগলের

পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, হাসপাতালে থাকা রোগীদের পরিজনেরা হুড়োহুড়ি শুরু করায় ৷ এই অবস্থায় স্বাস্থ্য কর্মী এবং চিকিৎসকরা তাঁদের বুঝিয়ে বাইরে বের করেন এবং দমকলের কর্মীদের নির্বিঘ্নে আগুন নেভানোর কাজে সাহায্য করেন ৷ তবে, রাতে এই ঘটনা ঘটায় হাসপাতালে খুব একটা লোকজন ছিল না এবং রাস্তাঘাটও ফাঁকা ছিল ৷ তাই দমকলের হাসপাতালে পৌঁছাতে এবং আগুন নেভাতে খুব একটা সমস্যা হয়নি ৷ হাসপাতাল সুপার জানিয়েছেন, এসি-তে শর্ট সার্কিটের কারণে আগুন লাগে ৷ কেন এই শর্ট সার্কিটের ঘটনা ঘটল ? তা জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.