প্রতাপনগর(দিল্লি), 27 ফেব্রুয়ারি : গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগল এক কারখানায় । আজ ভোরে দুর্ঘটনাটি ঘটে দিল্লির প্রতাপনগর এলাকার এক কারখানায় । দুর্ঘটনায় 1 জনের মৃত্যু হয়েছে । আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । আহতদের মধ্যে একজন দমকলকর্মী ।
আরও পড়ুন : মধ্য কলকাতার আটতলা ভবনে ভয়াবহ আগুন, মৃত 2
ঘটনাস্থানে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের 18 টি ইঞ্জিন আসে । আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে । তবে এখনও শীতলীকরণের প্রক্রিয়া চলছে, বলে জানিয়েছেন রজিন্দর আটওয়াল নামে দমকল বিভাগের এক আধিকারিক ।