ETV Bharat / bharat

Fire in Puri-Ahmedabad Express: ছত্তিশগড়ে পুরী-আমেদাবাদ এক্সপ্রেসের এসি বগিতে আগুন - পুরী আমেদাবাদ এক্সপ্রেসের এসি বগিতে আগুন

Fire Breaks Out in Puri-Ahmedabad Express: পুরী-আমেদাবাদ এক্সপ্রেসের এসি কোচ বি2-এর ব্রেক শুতে আগুন লাগে বুধবার । এসি বগিতে আগুনের কারণে ট্রেনের মধ্যে আলোড়ন সৃষ্টি হয় । এরপর ভিলাই পাওয়ার হাউস স্টেশনে ট্রেন থামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় ।

Fire in Puri Ahmedabad Express
পুরী-আহমেদাবাদ এক্সপ্রেসে আগুন
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 2:22 PM IST

দুর্গ ভিলাই (ছত্তিশগড়), 15 নভেম্বর: বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল পুরী-আমেদাবাদ এক্সপ্রেস ৷ ছত্তিশগড়ের মধ্য দিয়ে যাওয়ার সময় ট্রেনটিতে আগুন ধরে যায় ৷ পুরী থেকে আমেদাবাদের দিকে যাচ্ছিল ট্রেনটি ৷ সেসময় ট্রেনটির এসি কোচ বি2-এ হঠাৎ ধোঁয়া বেরতে শুরু করে ৷ তাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের ভিলাই রেলওয়ে স্টেশনে ৷ তবে আজ যাত্রী, স্টেশন স্টাফ ও চালকের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে ।

পুরী-আমেদাবাদ এক্সপ্রেসের এসি বি2 কোচ ধোঁয়া দেখা মাত্রই ভিলাই পাওয়ার হাউস স্টেশনে জরুরি ব্রেক দিয়ে ট্রেনটিকে থামিয়ে দেন চালক । ভিলাই পাওয়ার হাউস স্টেশনের কর্মীদের অবিলম্বে অবহিত করা হয় ৷ তাঁরা ঘটনাস্থলে ছুটে আসেন ৷ এরপরে স্টেশন কর্মীরা লক্ষ্য করেন যে ব্রেক শু'য়ের কাছে থেকে ক্রমাগত ধোঁয়া বের হচ্ছে এবং সেখানে আগুনের ফুলকি রয়েছে । ভারী পাম্প থেকে জল দিয়ে আগুন নেভানো হয় এবং ক্রু সদস্যরা ব্রেক শু মেরামত করেন । এই ঘটনার পর প্রায় এক ঘণ্টা ট্রেনটি পাওয়ার হাউস ভিলাই রেলস্টেশনে দাঁড়িয়ে ছিল । আগুন নেভানোর পর ট্রেনটিকে আবার গন্তব্যের দিকে রওনা দেয় ।

এক আরপিএফ আধিকারিক জানিয়েছেন, পুরী থেকে আমেদাবাদগামী এক্সপ্রেসের বি2 কোচে আগুন লেগেছে । কোচের নীচের দিকে আগুনটি লাগে । পাওয়ার হাউস ভিলাই রেলওয়ে স্টেশনে সেটিকে নিয়ন্ত্রণে আনা হয় ৷ ট্রেনটি বুধবার সকাল 10:20 নাগাদ পাওয়ার স্টেশনে পৌঁছেছিল ৷ সেখানে যাত্রীরা অ্যালার্ম দড়ি টেনে জানান, যে ট্রেনের নীচ থেকে ধোঁয়া বের হচ্ছে । এরপর রেলওয়ে কর্মীরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয় । এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই ।

আরও পড়ুন:

  1. বিহারে রেল দুর্ঘটনা! বক্সারে লাইনচ্যুত নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস; মৃত কমপক্ষে 4
  2. ইঞ্জিন থেকে আলাদা হল 10 কামরা, ডালখোলায় বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল লোহিত এক্সপ্রেস

দুর্গ ভিলাই (ছত্তিশগড়), 15 নভেম্বর: বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল পুরী-আমেদাবাদ এক্সপ্রেস ৷ ছত্তিশগড়ের মধ্য দিয়ে যাওয়ার সময় ট্রেনটিতে আগুন ধরে যায় ৷ পুরী থেকে আমেদাবাদের দিকে যাচ্ছিল ট্রেনটি ৷ সেসময় ট্রেনটির এসি কোচ বি2-এ হঠাৎ ধোঁয়া বেরতে শুরু করে ৷ তাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের ভিলাই রেলওয়ে স্টেশনে ৷ তবে আজ যাত্রী, স্টেশন স্টাফ ও চালকের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে ।

পুরী-আমেদাবাদ এক্সপ্রেসের এসি বি2 কোচ ধোঁয়া দেখা মাত্রই ভিলাই পাওয়ার হাউস স্টেশনে জরুরি ব্রেক দিয়ে ট্রেনটিকে থামিয়ে দেন চালক । ভিলাই পাওয়ার হাউস স্টেশনের কর্মীদের অবিলম্বে অবহিত করা হয় ৷ তাঁরা ঘটনাস্থলে ছুটে আসেন ৷ এরপরে স্টেশন কর্মীরা লক্ষ্য করেন যে ব্রেক শু'য়ের কাছে থেকে ক্রমাগত ধোঁয়া বের হচ্ছে এবং সেখানে আগুনের ফুলকি রয়েছে । ভারী পাম্প থেকে জল দিয়ে আগুন নেভানো হয় এবং ক্রু সদস্যরা ব্রেক শু মেরামত করেন । এই ঘটনার পর প্রায় এক ঘণ্টা ট্রেনটি পাওয়ার হাউস ভিলাই রেলস্টেশনে দাঁড়িয়ে ছিল । আগুন নেভানোর পর ট্রেনটিকে আবার গন্তব্যের দিকে রওনা দেয় ।

এক আরপিএফ আধিকারিক জানিয়েছেন, পুরী থেকে আমেদাবাদগামী এক্সপ্রেসের বি2 কোচে আগুন লেগেছে । কোচের নীচের দিকে আগুনটি লাগে । পাওয়ার হাউস ভিলাই রেলওয়ে স্টেশনে সেটিকে নিয়ন্ত্রণে আনা হয় ৷ ট্রেনটি বুধবার সকাল 10:20 নাগাদ পাওয়ার স্টেশনে পৌঁছেছিল ৷ সেখানে যাত্রীরা অ্যালার্ম দড়ি টেনে জানান, যে ট্রেনের নীচ থেকে ধোঁয়া বের হচ্ছে । এরপর রেলওয়ে কর্মীরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয় । এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই ।

আরও পড়ুন:

  1. বিহারে রেল দুর্ঘটনা! বক্সারে লাইনচ্যুত নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস; মৃত কমপক্ষে 4
  2. ইঞ্জিন থেকে আলাদা হল 10 কামরা, ডালখোলায় বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল লোহিত এক্সপ্রেস
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.