ভুবনেশ্বর, 7 ডিসেম্বর: আগুন আতঙ্ক ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে ৷ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে কটক স্টেশনে ৷ জানা গিয়েছে, ট্রেনের একটি কোচের নীচে চাকার কাছে আচমকাই আগুন বেরোতে থাকে ৷ আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা ৷ খবর দেওয়া হয় উচ্চপদস্থ রেল আধিকারিক ও দমকলকে ৷ তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল কর্মী-সহ রেলের আধিকারিকরা ৷ কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ৷ কটক স্টেশনে জনশতাব্দী এক্সপ্রেস থামার পরেই আগুন নজরে আসে ৷ হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ সাতসকালে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছে ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস ৷
রেল আধিকারিক সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কটক স্টেশনে পৌঁছয় জনশতাব্দী এক্সপ্রেস ৷ সেই সময় বেশ কিছু যাত্রী একটি কোচের নীচে ট্রেনের চাকার কাছে আগুন দেখতে পান ৷ সময় নষ্ট না করে, খবর দেওয়া হয় দমকল বাহিনী ও রেল আধিকারিকদের ৷ দমকল এসে আগুন আয়ত্তে আনে ৷ যাত্রীদের সতর্ক করা হয় ৷ তবে আগুন খুব বড় না হওয়ায় 45 মিনিটের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ ট্রেনটি ভুবনেশ্বর থেকে হাওড়ার দিকে যাচ্ছিল ৷ কোনও রকম যান্ত্রিক ত্রুটির কারণেই এই আগুন লেগেছে জানিয়েছেন রেল আধিকারিকরা ৷ আগুন নিয়ন্ত্রণে আসতেই ফের জনশতাব্দী এক্সপ্রেস গন্তব্যের দিকে যাত্রা শুরু করে ৷
গত জুন মাসেও বহরমপুর স্টেশনে সেকেন্দ্রাবাদ-আগরতলা এক্সপ্রেসে আগুন লাগে ৷ বি5 কম্পার্টমেন্টে আগুন লাগার ঘটনা সামনে আসে ৷ কোচের ভিতর ধোঁয়ায় ভরে যাওয়ায় দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা ৷ সকলকেই সুরক্ষিত ট্রেন থেকে নামিয়ে নেওয়া হয় ৷ তদন্তের পর জানা যায়, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছিল ৷ বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার আতঙ্ক এখনও মুছে যায়নি মানুষের মন থেকে ৷ তারমধ্যেই বারবার ট্রেন দুর্ঘনটার খবর সামনে আসছে ৷ কখনও ট্রেন লাইনচ্যুত হচ্ছে আবার কখনও আগুন আতঙ্ক দেখ দিচ্ছে ৷ ফলে ট্রেনে জার্নিকে ঘিরে মানুষের মনে আতঙ্ক তৈরি হয়েছে ৷
আরও পড়ুন:
1. সাত সকালে ফের মেট্রোর সামনে ঝাঁপ! রবীন্দ্র সদন স্টেশনে পরিষেবা ব্যাহত
2. 'কলেজের প্রিন্সিপাল পার্থ ঘনিষ্ঠ', সিবিআই তদন্তের দাবি চেয়ে ক্যাম্পাসে পড়ল পোস্টার!
3. এবার মার্কিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বন্দুকবাজের হামলা! একাধিক মৃত্যু