নয়াদিল্লি, 13 অগস্ট: রবিবার দুপুরে উত্তর দিল্লির এক গোডাউনে বিধ্বংসী আগুন লাগে ৷ আলিপুর এলাকার ওই গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায় ৷ ক্রমে আগুন ছড়াতো শুরু করায় ও আগুনের তীব্রতা বেশি থাকায় তা নিয়ন্ত্রণে আনতে দমকলের 20টি ইঞ্জিন সেখানে পাঠানো হয় ৷ দীর্ঘক্ষণ ধরে আগুন নেভানোর কাজ চলে ৷ দুপুর 3টে 10 মিনিট নাগাদ আগুন লাগে বলে খবর ৷ এই অগ্নিকাণ্ডের ফলে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা ৷ প্রাথমিকভাবে হতাহতের কোনও খবর নেই ৷
দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে, ওই গোডাউনে রাসয়ানিক ভর্তি অনেক ড্রাম রাখা ছিল ৷ সেকারণে আগুন দ্রুত ছড়াতে থাকে ও বিধ্বংসী আকার ধারণ করে ৷ এই অগ্নিকাণ্ডের ফলে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা ৷ কয়েক কিলোমিটার দূর থেকেও সেই কালো ধোঁয়ার কুণ্ডলি চোখে পড়েছে ৷ তবে কী কারণে এদিন এই ভয়াবহ আগুন লাগলো গোটাউনটিতে তা স্পষ্ট নয় ৷ তদন্তের পরে এই বিষয়ে জানা যাবে বলে জানিয়েছে দমকল বাহিনী ৷
আরও পড়ুন: সন্তানদের সামনেই শ্বাসরোধ করে স্ত্রীকে খুনের অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে
এদিন আগুন লাগার খবর পেয়ে প্রথমে দমকলের 6টি ইঞ্জিন এলাকায় যায় ৷ কিন্তু ক্রমে আগুনের তীব্রতা বাড়তে থাকায় দমকলের আরও কয়েকটি ইঞ্জিন পাঠানো হয় ৷ তবে আগুন নেভাতে দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়েছে এদিন ৷ এদিন আগুনের তীব্রতা ও তাপের জেরে ওই গোডাউনের ছাদ ও দেওয়ালের অংশ ভেঙে পড়ে এদিন ৷ তবে রবিবার হওয়ায়, এদিন ওই গোডাউন বন্ধ ছিল ফলে কোনও কর্মীর হতাহত হওয়ার খবর মেলেনি ৷ গোডাউনে কেউ আটকে নেই বলে জানা গিয়েছে ৷ তবে আগুনের তীব্রতা বেশি থাকায় আশপাশের বেশ কয়েকটি বাড়ি ও বহুতল খালি করিয়ে দেওয়া হয় ৷ প্রাথমিক অনুমাণ এই অগ্নিকাণ্ডের জেরে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ৷