বরোদা(গুজরাত), 24 সেপ্টেম্বর: শুক্রবার রাতে গুজরাতের বরোদার হলোল রোডের কাছে একটি অটোমোবাইল খুচরো যন্ত্রাংশের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । আগুন নেভানোর জন্য 11টির মতো দমকল ঘটনাস্থলে আসে । এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ।
জানা গিয়েছে, ওই কারখানায় আগুন নেভানোর জন্য 56 জনেরও বেশি দমকল কর্মী ও 11টি ইঞ্জিন আসে । কারখানায় প্রচুর পরিমাণ টু-হুইলারের যন্ত্রাংশ, টায়ার এবং তেল মজুত ছিল, যা অত্যন্ত দাহ্য । এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য দমকল কর্মীরা গোটা জায়গাটি আগে থেকে ঘিরে দেন। জানা গিয়েছে শনিবার সকালে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি । দমকল কর্মীরা এখনও আগুন নেভানোর কাজ করছেন (Fire breaks out at auto parts godown in Vadodara Gujarat) ।
দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায় মাঝেমধ্যেই । বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন সামগ্রী মজুত করা আছে এমন জায়গাতেই আগুন লেগেছে । কোনও কোনও সময় তা প্রাণঘাতীও হয়ে যায় । ঠিক সেই কারণেই গুদাম থেকে শুর করে দোকান বা বাজারে আগুন নিয়ন্ত্রণে আনার সুব্যবস্থা থাকা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা । তবে গাফিলতির ছবি স্পষ্ট হয় বিভিন্ন সময়ে ।
আরও পড়ুন: উত্তরাখণ্ডের রিসর্টে মহিলাকর্মী খুনের ঘটনায় ধৃত বিজেপি নেতার ছেলে