ছাতারপুর (মধ্যপ্রদেশ), 5 অক্টোবর: চটুল গানের তালে মন্দির চত্বরে উদ্দাম নৃত্য তরুণীর ! শুধু তাই নয় নাচের সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্টও করে দেন তিনি ৷ এনিয়ে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছাতারপুর জেলার একটি মন্দিরে ৷ মঙ্গলবার বিষয়টি জানান (Minister Narottam Mishra) রাজ্যের মন্ত্রী নরোত্তম মিশ্র (FIR against Youth who shot dance video) ৷
তরুণী নেহা 1 অক্টোবর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ সেখানেই মন্দির চত্বরেই তাঁকে নাচতে দেখা যায় । প্রতিবাদে সরব হন বজরং দলের সদস্যরা ৷ পরে নেহা ভিডিয়োটি সরিয়ে দেন এবং ক্ষমা চেয়ে নেন ৷ জানা গিয়েছে, নেহা বলিউডের জনপ্রিয় 'মুন্নি বদনাম হুই' (Munni Badnam Hui) গানের সঙ্গে তাল মিলিয়ে মন্দিরের মধ্যে নেচেছেন ৷ ইনস্টাগ্রামে তাঁর 4 লক্ষেরও বেশি ফলোয়ার (four lakh followers on Instagram) আছে ৷
আরও পড়ুন: লুকিয়ে ছাত্রীর স্নানের ভিডিয়ো রেকর্ডিং, গ্রেফতার হস্টেলের সাফাইকর্মী
নরোত্তম বলেন, "নেহা যে পোশাক পরেছিলেন এবং যেভাবে ওই ভিডিয়োটি তোলা হয়েছে- তার সবটাই আপত্তিকর ৷ আমি আগে এরকম ঘটনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছি ৷ এই ধরনের কিছু হলে এফআইআরের নির্দেশও দিয়েছি ৷ এই সতর্কতা সত্ত্বেও তিনি এই কাজ করেন ৷" তিনি আরও জানান, ছাতারপুরের এসপিকে ওই তরুণীর বিরুদ্ধেও এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে ৷
যদিও বজরং দলের ক্ষোভের পরে নেহা ভিডিয়োটি মুছে ফেলেন এবং নতুন একটি ভিডিয়ো আপলোড করেন তাঁর ইনস্টাগ্রামে ৷ তাতে ক্ষমা চেয়ে তিনি লেখেন, "ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য দুঃখিত" ৷