ETV Bharat / bharat

Union Minister Narayan Rane: অপমানজক মন্তব্যের জন্যে কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানেকে গ্রেফতার করতে বিশেষ টিম - কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে

সকলের সামনে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চড় কষাবেন বলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে ৷ কারণ, তাঁর দাবি দেশের স্বাধীনতা দিবস সম্বন্ধে মুখ্যমন্ত্রীর কোনও জ্ঞান নেই ৷ এবার তাঁকেই গ্রেফতার করতে বিশেষ দল তৈরি করল নাসিক পুলিশ ৷

কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে
কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে
author img

By

Published : Aug 24, 2021, 1:15 PM IST

মুম্বই, 24 জুলাই : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে 15 অগস্ট দেশের স্বাধীনতা দিবস জানেন না, এই দাবি করে তাঁকে চড় কষাবেন বলে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে (Union Minister Narayan Rane) ৷ এই অপমানজনক মন্তব্যের জন্যে পুনের চতুরশৃঙ্গী থানায় (Chaturshringi Police Station) কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল ৷ নারায়ণ রানেকে গ্রেফতার করতে ডিএসপি সঞ্জয় বারকুঁদের (DCP Sanjay Barkund) নেতৃত্বে একটি দল গঠন গড়েছেন নাসিক পুলিশ কমিশনার ৷

ইতিমধ্যে মঙ্গলবার রানে নিজের মন্তব্যের সপক্ষে সাংবাদিকদের বলেন, "আমার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, এমন কোনও তথ্য আমার কাছে নেই ৷ আমি সাধারণ মানুষ নই ৷ আমি কোনও অপরাধ করিনি ৷" বরং তিনি প্রশ্ন তুলেছেন যে কেউ যদি 15 অগস্ট সম্পর্কে না জানে, সেটা কি অপরাধ নয়? তিনি বলেন, "আমি বলেছিলাম যে আমি থাপ্পড় মারব, শব্দগুলো এরকম ছিল ৷ এটা কোনও অপরাধ নয় ৷"

আরও পড়ুন : Militant killed : বারামুল্লায় পুলিশের গুলিতে খতম এক জঙ্গি

সোমবার রায়গড় জেলায় (Raigad district) তাঁর জন আশীর্বাদ যাত্রায় (Jan Ashirwad Yatra) তিনি দাবি করেন যে, ঠাকরেকে দেশের স্বাধীনতার বছরটা একবার দেখে নিতে হবে ৷ এটা লজ্জাজনক যে একজন মুখ্যমন্ত্রী স্বাধীনতার বছর জানেন না ৷ ঠাকরে স্বাধীনতা দিবসের বক্তৃতা দিতে দিতে পিছনে ঘুরে জিজ্ঞেস করছিলেন দেশের স্বাধীনতার কত বছর হয়েছে ৷ তিনি মন্তব্য করেন, "আমি ওখানে থাকলে, সপাটে চড় কষাতাম ৷"

মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের জেরে যুব সেনা (Yuva Sena) অভিযোগ জানায় ৷ শিবসেনা সাংসদ বিনায়ক রাউত (Shiv Sena MP Vinayak Raut) কেন্দ্রীয় মন্ত্রীকে সরানো নিয়ে একটি চিঠি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷

কেন্দ্রীয় মন্ত্রী রানের বিরুদ্ধে 153, 500, 505 ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ এই ঘটনার প্রতিবাদে শিবসেনা কর্মী-সমর্থকেরা কেন্দ্রীয় মন্ত্রী রানের বাড়ির দিকে মিছিল করলে শিবসেনা কর্মী, বিজেপি কর্মী আর মুম্বই পুলিশের মধ্যে ঝামেলা শুরু হয় ৷ এর আগে শিবসেনা কর্মীরা নাসিকে বিজেপি-র পার্টি অফিসে পাথর ছুড়ে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়েছিল ৷ এই ঘটনায় আজ বিশেষ কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ ৷

মুম্বই, 24 জুলাই : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে 15 অগস্ট দেশের স্বাধীনতা দিবস জানেন না, এই দাবি করে তাঁকে চড় কষাবেন বলে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে (Union Minister Narayan Rane) ৷ এই অপমানজনক মন্তব্যের জন্যে পুনের চতুরশৃঙ্গী থানায় (Chaturshringi Police Station) কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল ৷ নারায়ণ রানেকে গ্রেফতার করতে ডিএসপি সঞ্জয় বারকুঁদের (DCP Sanjay Barkund) নেতৃত্বে একটি দল গঠন গড়েছেন নাসিক পুলিশ কমিশনার ৷

ইতিমধ্যে মঙ্গলবার রানে নিজের মন্তব্যের সপক্ষে সাংবাদিকদের বলেন, "আমার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, এমন কোনও তথ্য আমার কাছে নেই ৷ আমি সাধারণ মানুষ নই ৷ আমি কোনও অপরাধ করিনি ৷" বরং তিনি প্রশ্ন তুলেছেন যে কেউ যদি 15 অগস্ট সম্পর্কে না জানে, সেটা কি অপরাধ নয়? তিনি বলেন, "আমি বলেছিলাম যে আমি থাপ্পড় মারব, শব্দগুলো এরকম ছিল ৷ এটা কোনও অপরাধ নয় ৷"

আরও পড়ুন : Militant killed : বারামুল্লায় পুলিশের গুলিতে খতম এক জঙ্গি

সোমবার রায়গড় জেলায় (Raigad district) তাঁর জন আশীর্বাদ যাত্রায় (Jan Ashirwad Yatra) তিনি দাবি করেন যে, ঠাকরেকে দেশের স্বাধীনতার বছরটা একবার দেখে নিতে হবে ৷ এটা লজ্জাজনক যে একজন মুখ্যমন্ত্রী স্বাধীনতার বছর জানেন না ৷ ঠাকরে স্বাধীনতা দিবসের বক্তৃতা দিতে দিতে পিছনে ঘুরে জিজ্ঞেস করছিলেন দেশের স্বাধীনতার কত বছর হয়েছে ৷ তিনি মন্তব্য করেন, "আমি ওখানে থাকলে, সপাটে চড় কষাতাম ৷"

মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের জেরে যুব সেনা (Yuva Sena) অভিযোগ জানায় ৷ শিবসেনা সাংসদ বিনায়ক রাউত (Shiv Sena MP Vinayak Raut) কেন্দ্রীয় মন্ত্রীকে সরানো নিয়ে একটি চিঠি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷

কেন্দ্রীয় মন্ত্রী রানের বিরুদ্ধে 153, 500, 505 ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ এই ঘটনার প্রতিবাদে শিবসেনা কর্মী-সমর্থকেরা কেন্দ্রীয় মন্ত্রী রানের বাড়ির দিকে মিছিল করলে শিবসেনা কর্মী, বিজেপি কর্মী আর মুম্বই পুলিশের মধ্যে ঝামেলা শুরু হয় ৷ এর আগে শিবসেনা কর্মীরা নাসিকে বিজেপি-র পার্টি অফিসে পাথর ছুড়ে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়েছিল ৷ এই ঘটনায় আজ বিশেষ কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.