ETV Bharat / bharat

Gandhi Jayanti 2023: গান্ধিজির রক্তমাখা ধুতি থেকে দুর্লভ ছবি দেখতে ঘুরে আসুন এই 5 ঐতিহাসিক স্থানে - গান্ধি জয়ন্তী 2023

মহাত্মা গান্ধির জীবন ও শিক্ষাকে স্মরণ ও উদযাপন করার অন্যতম দিন হল গান্ধি জয়ন্তী ৷ আপনার জন্য রইল বেশ কিছু জায়গার হদিশ যেখানে গেলে আপনি গান্ধিজীর জীবনের একটি আভাস পাবেন এবং তাঁর আদর্শের ব্যাপারে জানতে পারবেন।

Etv Bharat
মহাত্মা গান্ধি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 10:40 AM IST

হায়দরাবাদ, 2 অক্টোবর: আজ জাতির জনক মহাত্মা গান্ধির 154তম জন্মদিবস ৷ গান্ধি জয়ন্তী ভারতের জাতীয় ছুটির দিন ৷ 2 অক্টোবর তাঁর স্মরণে এই দিনটি অহিংসা দিবস হিসেবেও পালন করা হয় ৷ এই দিনটি ভারতের অন্যতম সেরা নেতার জীবন ও উত্তরাধিকার অন্বেষণ করার একটি দুর্দান্ত দিন ৷ আজকের দিনটি সারা দেশের মানুষ গান্ধির অহিংসা, সরলতা ও আত্মত্যাগের উত্তরাধিকারকে শ্রদ্ধা জানায় ৷ দেশজুড়ে ছড়িয়ে রয়েছে মহাত্মা গান্ধির স্মৃতি বিজড়িত বহু স্থান ৷ তার মধ্যে অন্যতম কয়েকটি জায়গার কথা জানুন ৷

1. সবরমতী আশ্রম, আমেদাবাদ : এই সেই জায়গা যেখানে মহাত্মা গান্ধি 1930 সালে ব্রিটিশ রাজের লবণ ট্যাক্সের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিখ্যাত লবণ অভিযান শুরু করেছিলেন ৷ এটি এখন একটি জাদুঘর ৷ এখানে গান্ধির বাসভবন সংরক্ষিত আছে ৷

2. রাজঘাট, দিল্লি : মৃত্যুর পর গান্ধিজীকে এই রাজঘাটেই দাহ করা হয়েছিল ৷ এখন এটি একটি জাতীয় মন্দির ৷ গান্ধি জয়ন্তীতে বহু মানুষ এখানে জাতির জনককে শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে প্রার্থনা করতে ভিড় জমান ৷ 2 অক্টোবর তাঁর জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীও রাজঘাটে যান ৷

3. মণিভবন গান্ধি মিউজিয়াম, মুম্বই : মহাত্মা গান্ধিকে সম্মান জানাতে তৈরি একটি ঐতিহাসিক ভবন ও জাদুঘর হল মুম্বইয়ের মণিভবন ৷ 2 অক্টোবর গান্ধি জয়ন্তীতে বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমের মধ্যে দিয়ে জাতির জনককে শ্রদ্ধা জানানো হয় ৷ এখানে গেলে গান্ধিজীর জীবন সম্পর্কিত দুর্লভ ছবি, নিদর্শন ও বিশেষ প্রদর্শনীর মাধ্যমে তাঁর অবিশ্বাস্য যাত্রার একটি আভাস পেতে পারেন ৷

4. গান্ধি মেমোরিয়াল মিউজিয়াম, মাদুরাই : তামিলনাড়ুর মাদুরাইয়ে অবস্থিত গান্ধি মেমোরিয়াল মিউজিয়াম ভারতের স্বাধীনতা যুদ্ধের বিস্তৃত ইতিহাস তুলে ধরে ৷ এখানে রক্ষিত তাঁর বিভিন্ন জিনিস স্বাধীনতার জন্য দেওয়া মূল্যের একটি অনুস্মারক হিসেবে কাজ করে ৷ এই মিউজিয়ামে গান্ধিজীর হত্যার পর তাঁর রক্তমাখা ধুতির অংশও রাখা রয়েছে ৷

5. ডান্ডি, গুজরাত : ডান্ডি হল গুজরাতের এমন একটি গ্রাম যা নবসারি জেলার জালালপুর তালুকায় অবস্থিত ৷ এটি আরব সাগর উপকূলে নবসারি শহরের কাছে অবস্থিত ৷ 1930 সালে গান্ধিজী যখন সেখানে লবণ অভিযান করার সিদ্ধান্ত নেন তখন থেকে শহরটি সারা বিশ্বে পরিচিতি লাভ করে ৷ সমুদ্রতীরবর্তী এই শহরটি মহাত্মা গান্ধীর ঐতিহাসিক লবণ সত্যাগ্রহের জন্য পরিচিত ৷ গান্ধিজী যেখানে রাত কাটিয়েছিলেন সেই 'সেফ ভিলা' এখানেই অবস্থিত ৷ সেখানে তাঁর একটি কীর্তি স্তম্ভ রয়েছে ৷ জাতির জনককে উৎসর্গ করে এটি তৈরি হয় ৷

আরও পড়ুন : ঊষাগ্রাম স্কুলের ফর্মুলায় তৈরি হয়েছিল গান্ধিজীর আশ্রমের আধুনিক শৌচাগার

হায়দরাবাদ, 2 অক্টোবর: আজ জাতির জনক মহাত্মা গান্ধির 154তম জন্মদিবস ৷ গান্ধি জয়ন্তী ভারতের জাতীয় ছুটির দিন ৷ 2 অক্টোবর তাঁর স্মরণে এই দিনটি অহিংসা দিবস হিসেবেও পালন করা হয় ৷ এই দিনটি ভারতের অন্যতম সেরা নেতার জীবন ও উত্তরাধিকার অন্বেষণ করার একটি দুর্দান্ত দিন ৷ আজকের দিনটি সারা দেশের মানুষ গান্ধির অহিংসা, সরলতা ও আত্মত্যাগের উত্তরাধিকারকে শ্রদ্ধা জানায় ৷ দেশজুড়ে ছড়িয়ে রয়েছে মহাত্মা গান্ধির স্মৃতি বিজড়িত বহু স্থান ৷ তার মধ্যে অন্যতম কয়েকটি জায়গার কথা জানুন ৷

1. সবরমতী আশ্রম, আমেদাবাদ : এই সেই জায়গা যেখানে মহাত্মা গান্ধি 1930 সালে ব্রিটিশ রাজের লবণ ট্যাক্সের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিখ্যাত লবণ অভিযান শুরু করেছিলেন ৷ এটি এখন একটি জাদুঘর ৷ এখানে গান্ধির বাসভবন সংরক্ষিত আছে ৷

2. রাজঘাট, দিল্লি : মৃত্যুর পর গান্ধিজীকে এই রাজঘাটেই দাহ করা হয়েছিল ৷ এখন এটি একটি জাতীয় মন্দির ৷ গান্ধি জয়ন্তীতে বহু মানুষ এখানে জাতির জনককে শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে প্রার্থনা করতে ভিড় জমান ৷ 2 অক্টোবর তাঁর জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীও রাজঘাটে যান ৷

3. মণিভবন গান্ধি মিউজিয়াম, মুম্বই : মহাত্মা গান্ধিকে সম্মান জানাতে তৈরি একটি ঐতিহাসিক ভবন ও জাদুঘর হল মুম্বইয়ের মণিভবন ৷ 2 অক্টোবর গান্ধি জয়ন্তীতে বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমের মধ্যে দিয়ে জাতির জনককে শ্রদ্ধা জানানো হয় ৷ এখানে গেলে গান্ধিজীর জীবন সম্পর্কিত দুর্লভ ছবি, নিদর্শন ও বিশেষ প্রদর্শনীর মাধ্যমে তাঁর অবিশ্বাস্য যাত্রার একটি আভাস পেতে পারেন ৷

4. গান্ধি মেমোরিয়াল মিউজিয়াম, মাদুরাই : তামিলনাড়ুর মাদুরাইয়ে অবস্থিত গান্ধি মেমোরিয়াল মিউজিয়াম ভারতের স্বাধীনতা যুদ্ধের বিস্তৃত ইতিহাস তুলে ধরে ৷ এখানে রক্ষিত তাঁর বিভিন্ন জিনিস স্বাধীনতার জন্য দেওয়া মূল্যের একটি অনুস্মারক হিসেবে কাজ করে ৷ এই মিউজিয়ামে গান্ধিজীর হত্যার পর তাঁর রক্তমাখা ধুতির অংশও রাখা রয়েছে ৷

5. ডান্ডি, গুজরাত : ডান্ডি হল গুজরাতের এমন একটি গ্রাম যা নবসারি জেলার জালালপুর তালুকায় অবস্থিত ৷ এটি আরব সাগর উপকূলে নবসারি শহরের কাছে অবস্থিত ৷ 1930 সালে গান্ধিজী যখন সেখানে লবণ অভিযান করার সিদ্ধান্ত নেন তখন থেকে শহরটি সারা বিশ্বে পরিচিতি লাভ করে ৷ সমুদ্রতীরবর্তী এই শহরটি মহাত্মা গান্ধীর ঐতিহাসিক লবণ সত্যাগ্রহের জন্য পরিচিত ৷ গান্ধিজী যেখানে রাত কাটিয়েছিলেন সেই 'সেফ ভিলা' এখানেই অবস্থিত ৷ সেখানে তাঁর একটি কীর্তি স্তম্ভ রয়েছে ৷ জাতির জনককে উৎসর্গ করে এটি তৈরি হয় ৷

আরও পড়ুন : ঊষাগ্রাম স্কুলের ফর্মুলায় তৈরি হয়েছিল গান্ধিজীর আশ্রমের আধুনিক শৌচাগার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.