হায়দরাবাদ, 2 অক্টোবর: আজ জাতির জনক মহাত্মা গান্ধির 154তম জন্মদিবস ৷ গান্ধি জয়ন্তী ভারতের জাতীয় ছুটির দিন ৷ 2 অক্টোবর তাঁর স্মরণে এই দিনটি অহিংসা দিবস হিসেবেও পালন করা হয় ৷ এই দিনটি ভারতের অন্যতম সেরা নেতার জীবন ও উত্তরাধিকার অন্বেষণ করার একটি দুর্দান্ত দিন ৷ আজকের দিনটি সারা দেশের মানুষ গান্ধির অহিংসা, সরলতা ও আত্মত্যাগের উত্তরাধিকারকে শ্রদ্ধা জানায় ৷ দেশজুড়ে ছড়িয়ে রয়েছে মহাত্মা গান্ধির স্মৃতি বিজড়িত বহু স্থান ৷ তার মধ্যে অন্যতম কয়েকটি জায়গার কথা জানুন ৷
1. সবরমতী আশ্রম, আমেদাবাদ : এই সেই জায়গা যেখানে মহাত্মা গান্ধি 1930 সালে ব্রিটিশ রাজের লবণ ট্যাক্সের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিখ্যাত লবণ অভিযান শুরু করেছিলেন ৷ এটি এখন একটি জাদুঘর ৷ এখানে গান্ধির বাসভবন সংরক্ষিত আছে ৷
2. রাজঘাট, দিল্লি : মৃত্যুর পর গান্ধিজীকে এই রাজঘাটেই দাহ করা হয়েছিল ৷ এখন এটি একটি জাতীয় মন্দির ৷ গান্ধি জয়ন্তীতে বহু মানুষ এখানে জাতির জনককে শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে প্রার্থনা করতে ভিড় জমান ৷ 2 অক্টোবর তাঁর জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীও রাজঘাটে যান ৷
3. মণিভবন গান্ধি মিউজিয়াম, মুম্বই : মহাত্মা গান্ধিকে সম্মান জানাতে তৈরি একটি ঐতিহাসিক ভবন ও জাদুঘর হল মুম্বইয়ের মণিভবন ৷ 2 অক্টোবর গান্ধি জয়ন্তীতে বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমের মধ্যে দিয়ে জাতির জনককে শ্রদ্ধা জানানো হয় ৷ এখানে গেলে গান্ধিজীর জীবন সম্পর্কিত দুর্লভ ছবি, নিদর্শন ও বিশেষ প্রদর্শনীর মাধ্যমে তাঁর অবিশ্বাস্য যাত্রার একটি আভাস পেতে পারেন ৷
4. গান্ধি মেমোরিয়াল মিউজিয়াম, মাদুরাই : তামিলনাড়ুর মাদুরাইয়ে অবস্থিত গান্ধি মেমোরিয়াল মিউজিয়াম ভারতের স্বাধীনতা যুদ্ধের বিস্তৃত ইতিহাস তুলে ধরে ৷ এখানে রক্ষিত তাঁর বিভিন্ন জিনিস স্বাধীনতার জন্য দেওয়া মূল্যের একটি অনুস্মারক হিসেবে কাজ করে ৷ এই মিউজিয়ামে গান্ধিজীর হত্যার পর তাঁর রক্তমাখা ধুতির অংশও রাখা রয়েছে ৷
5. ডান্ডি, গুজরাত : ডান্ডি হল গুজরাতের এমন একটি গ্রাম যা নবসারি জেলার জালালপুর তালুকায় অবস্থিত ৷ এটি আরব সাগর উপকূলে নবসারি শহরের কাছে অবস্থিত ৷ 1930 সালে গান্ধিজী যখন সেখানে লবণ অভিযান করার সিদ্ধান্ত নেন তখন থেকে শহরটি সারা বিশ্বে পরিচিতি লাভ করে ৷ সমুদ্রতীরবর্তী এই শহরটি মহাত্মা গান্ধীর ঐতিহাসিক লবণ সত্যাগ্রহের জন্য পরিচিত ৷ গান্ধিজী যেখানে রাত কাটিয়েছিলেন সেই 'সেফ ভিলা' এখানেই অবস্থিত ৷ সেখানে তাঁর একটি কীর্তি স্তম্ভ রয়েছে ৷ জাতির জনককে উৎসর্গ করে এটি তৈরি হয় ৷
আরও পড়ুন : ঊষাগ্রাম স্কুলের ফর্মুলায় তৈরি হয়েছিল গান্ধিজীর আশ্রমের আধুনিক শৌচাগার