ETV Bharat / bharat

Ram Navami 2023: দেশজুড়ে চলছে রামনবমী উদযাপনের প্রস্তুতি

author img

By

Published : Mar 29, 2023, 5:27 PM IST

রামনবমী (Ram Navami 2023) উদযাপনের জন্য পুরোদমে প্রস্তুতি চলছে দেশের প্রতিটি প্রান্তে ৷ 30 মার্চ বৃহস্পতিবার রামনবমী উপলক্ষ্যে সেজে উঠেছে অযোধ্যাও ৷ সেখানে প্রতিবারের মতো রামলালার জন্য তৈরি হচ্ছে বিশেষ মিষ্টি ৷

Ram Navami 2023
Ram Navami 2023

কলকাতা, 29 মার্চ: 30 শে মার্চ দেশে রামনবমী উদযাপনের জন্য পুরোদমে প্রস্তুতি চলছে ৷ দিনটি সারা বিশ্বে হিন্দু ধর্মাবলম্বীরা মহা ধুমধাম ও আড়ম্বরের সঙ্গে পালন করে থাকেন ৷ মন্দিরে প্রার্থনা এবং ভজন-কীর্তনের মাধ্যমে দিনটি উদযাপন করে থাকেন ভক্তরা ৷ তাদের অধিকাংশই রামনবমী উপলক্ষে তপস্যা এবং মন্ত্রোচ্চারণের মাধ্যমে রামের পুজো করেন ৷ দেশের বিভিন্ন মন্দিরে রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানের মূর্তি নিয়ে বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়ে থাকে (Fervour Grips Hindu Devotees Ahead of Ram Navami 2023) ৷

উল্লেখ্য, রামনবমীর উৎসব প্রধানত রামচন্দ্রের জন্মবার্ষিকী উপলক্ষ্যে পালন করা হয় ৷ হিন্দু শাস্ত্র মতে অযোধ্যার যুবরাজ রামকে বিষ্ণুর সপ্তম অবতার বলে বিশ্বাস করা হয় ৷ রামনবমীকে চৈত্র নবরাত্রির শেষ বলেও ধরা হয় ৷ ন'দিনের এই উৎসব 30 মার্চ অর্থাৎ, আগামিকাল শেষ হচ্ছে ৷ রাম নবমীর নবরাত্রিতে ভক্তরা উপবাস রাখেন ৷ দিন শেষে নিরামিষ এবং ফলাহার কর উপবাস ভাঙেন ভক্তরা ৷ কথিত আছে, এতে মনের জোর বাড়ে এবং রামচন্দ্রের ধর্মচর্চার জ্ঞান লাভ করা যায় ৷

যুবক-যুবতি থেকে বৃদ্ধ-বৃদ্ধা, সব বয়সি মানুষই রামনবমী ধুমধামের সঙ্গে পালন করে থাকেন ৷ রামনবমী উপলক্ষ্যে নতুন পোশাকে সজ্জিত হয়ে সকলে উৎসবে সামিল হন ৷ হিন্দু ধর্মে ভগবান রাম ধর্ম এবং সততা জন্য পরিচিত একজন আদর্শ ব্যক্তি এবং একজন কর্তব্যপরায়ণ শাসক ৷ অযধ্যার রাম মন্দির এই নবরাত্রিতে উৎসবমুখর হয়ে ওঠে ৷ সেখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় ৷ অযোধ্যার রাম মন্দিরে এক ভক্ত গত কয়েক বছর ধরে রামলালার প্রসাদের মিষ্টি তৈরি করে আসছেন ৷ যে মিষ্টি তৈরি করা হয় ছাতু, চিনি এবং ঘি দিয়ে ৷ আর সেই মিষ্টি ‘ওম’ আকৃতিতে তৈরি করা হয় ৷

আরও পড়ুন: রামনবমীতে ঝাড়গ্রামে 31 ফুট উঁচু হনুমান মূর্তির উদ্বোধন মৎস্যমন্ত্রীর

বলা হয় যে পরিবার রামমন্দিরের রামলালার জন্য এই বিশেষ প্রসাদ তৈরি করেন, তাঁরা ভগবান রামের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত ৷ উল্লেখ্য, দক্ষিণ ভারতে রামনবমীর বিশেষ মাহাত্ম্য রয়েছে ৷ বলা হয়, রামনবমীর সময় বিয়ে হলে তা ভীষণই শুভ ৷ দক্ষিণ ভারতে কথিত আছে রামচন্দ্রের সঙ্গে সীতা দেবীর বিয়ে হয়েছিল এই রামনবমী তিথিতেই ৷ দক্ষিণ ভারতে মানুষজন ‘সীতারামুল কল্যায়ণ’ এর আয়োজন করে মন্দিরের রাস্তায় ৷ অর্থাৎ, রাম-সীতার বিয়ের আয়োজন করা হয় ৷

কলকাতা, 29 মার্চ: 30 শে মার্চ দেশে রামনবমী উদযাপনের জন্য পুরোদমে প্রস্তুতি চলছে ৷ দিনটি সারা বিশ্বে হিন্দু ধর্মাবলম্বীরা মহা ধুমধাম ও আড়ম্বরের সঙ্গে পালন করে থাকেন ৷ মন্দিরে প্রার্থনা এবং ভজন-কীর্তনের মাধ্যমে দিনটি উদযাপন করে থাকেন ভক্তরা ৷ তাদের অধিকাংশই রামনবমী উপলক্ষে তপস্যা এবং মন্ত্রোচ্চারণের মাধ্যমে রামের পুজো করেন ৷ দেশের বিভিন্ন মন্দিরে রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানের মূর্তি নিয়ে বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়ে থাকে (Fervour Grips Hindu Devotees Ahead of Ram Navami 2023) ৷

উল্লেখ্য, রামনবমীর উৎসব প্রধানত রামচন্দ্রের জন্মবার্ষিকী উপলক্ষ্যে পালন করা হয় ৷ হিন্দু শাস্ত্র মতে অযোধ্যার যুবরাজ রামকে বিষ্ণুর সপ্তম অবতার বলে বিশ্বাস করা হয় ৷ রামনবমীকে চৈত্র নবরাত্রির শেষ বলেও ধরা হয় ৷ ন'দিনের এই উৎসব 30 মার্চ অর্থাৎ, আগামিকাল শেষ হচ্ছে ৷ রাম নবমীর নবরাত্রিতে ভক্তরা উপবাস রাখেন ৷ দিন শেষে নিরামিষ এবং ফলাহার কর উপবাস ভাঙেন ভক্তরা ৷ কথিত আছে, এতে মনের জোর বাড়ে এবং রামচন্দ্রের ধর্মচর্চার জ্ঞান লাভ করা যায় ৷

যুবক-যুবতি থেকে বৃদ্ধ-বৃদ্ধা, সব বয়সি মানুষই রামনবমী ধুমধামের সঙ্গে পালন করে থাকেন ৷ রামনবমী উপলক্ষ্যে নতুন পোশাকে সজ্জিত হয়ে সকলে উৎসবে সামিল হন ৷ হিন্দু ধর্মে ভগবান রাম ধর্ম এবং সততা জন্য পরিচিত একজন আদর্শ ব্যক্তি এবং একজন কর্তব্যপরায়ণ শাসক ৷ অযধ্যার রাম মন্দির এই নবরাত্রিতে উৎসবমুখর হয়ে ওঠে ৷ সেখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় ৷ অযোধ্যার রাম মন্দিরে এক ভক্ত গত কয়েক বছর ধরে রামলালার প্রসাদের মিষ্টি তৈরি করে আসছেন ৷ যে মিষ্টি তৈরি করা হয় ছাতু, চিনি এবং ঘি দিয়ে ৷ আর সেই মিষ্টি ‘ওম’ আকৃতিতে তৈরি করা হয় ৷

আরও পড়ুন: রামনবমীতে ঝাড়গ্রামে 31 ফুট উঁচু হনুমান মূর্তির উদ্বোধন মৎস্যমন্ত্রীর

বলা হয় যে পরিবার রামমন্দিরের রামলালার জন্য এই বিশেষ প্রসাদ তৈরি করেন, তাঁরা ভগবান রামের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত ৷ উল্লেখ্য, দক্ষিণ ভারতে রামনবমীর বিশেষ মাহাত্ম্য রয়েছে ৷ বলা হয়, রামনবমীর সময় বিয়ে হলে তা ভীষণই শুভ ৷ দক্ষিণ ভারতে কথিত আছে রামচন্দ্রের সঙ্গে সীতা দেবীর বিয়ে হয়েছিল এই রামনবমী তিথিতেই ৷ দক্ষিণ ভারতে মানুষজন ‘সীতারামুল কল্যায়ণ’ এর আয়োজন করে মন্দিরের রাস্তায় ৷ অর্থাৎ, রাম-সীতার বিয়ের আয়োজন করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.