লখনউ, 6 অগস্ট: লখনউ চিড়িয়াখানায় মৃত্যু হল একটি উটপাখির ৷ নবাব ওয়াজিদ আলি শাহ জুওলজিক্যাল পার্কে শনিবার একটি স্ত্রী উটপাখির মৃত্যু হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷ চিড়িয়াখানার সিনিয়র পশু চিকিৎসক উৎকর্ষ শুক্লা জানান, আইপিআরআই বরেলির পরামর্শে গত মে মাস থেকে উটপাখিটির চিকিৎসা চলছিল ৷ সেটি অ্যাসপারজিলোসিস রোগে ভুগছিল ৷ কিন্তু চিকিৎসকদের প্রচেষ্টা ব্যর্থ করে মৃত্যু হয়েছে স্ত্রী উটপাখিটির ৷ চেন্নাইয়ের তনুভাস ব্রিডিং সেন্টার থেকে 2014 সালের 16 জুলাই এই স্ত্রী উটপাখিটিকে লখনউ চিড়িয়াখানায় আনা হয়েছিল বলে জানা গিয়েছে ৷
উটপাখিটির মৃত্যুর খবর পাওয়া মাত্রই নবাব ওয়াজিদ আলি শাহ জুওলজিক্যাল পার্কের আধিকারিক এবং কর্মীদের মধ্যে হতাশা নেমে আসে ৷ কর্তৃপক্ষ জানিয়েছে উটপাখি পর্যটকদের কাছে খুব জনপ্রিয় ছিল ৷ এর বয়স ছিল প্রায় 11-12 বছর ৷ প্রাণী উদ্যানের পশু চিকিৎসকদের একটি প্যানেল এবং উত্তরপ্রদেশের লখনউয়ের পশুপালন বিভাগের স্বাস্থ্য আধিকারিকরা উটপাখিটির মৃত্যুর ময়নাতদন্ত করেছে ৷ তবে তার আগে সেপ্টিসেমিয়া মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে জানানো হয়েছে ৷
লখনউ চিড়িয়াখানার পরিচালন বিভাগের শীর্ষ আধিকারিক অদিতি শর্মা জানিয়েছেন, আর কোনও স্ত্রী উটপাখিকে পর্যটকদের সামনে আনা হবে না ৷ মৃত উটপাখিটি দীর্ঘদিন ধরে রোগে ভুগছিল ৷ সেটি বরেলির বিশেষজ্ঞ পশু চিকিৎসকদের নজরদারিতে ছিল ৷ গত কয়েকদিন ধরে উটপাখিটির স্বাস্থ্যের আরও অবনতি হয় ৷
আরও পড়ুন: রেডিয়ো কলার সংক্রমণের জেরেই কি লাগাতার চিতা-মৃত্যু? আফ্রিকা থেকে আসছেন বিশেষজ্ঞরা
উটপাখিটির পরিচর্যার দায়িত্বে থানা চিড়িখানার কর্মীরা জানান, স্ত্রী উটপাখিটি গত কয়েকদিন ধরে ঠিকমতো খাওয়া-দাওয়া করছিল না ৷ ফলে হঠাৎ করেই তার স্বাস্থ্যের অবনতি হয় ৷ শনিবার সেটির মৃত্যু হয়েছে ৷ উটপাখির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ বিস্তারিত রিপোর্ট এলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে ৷ ময়নাতদন্তের পর স্ত্রী উটপাখিকে দাহ করা ব্যবস্থা করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ৷ সেটির বিভিন্ন অঙ্গের নমুনা সংরক্ষণ করা হবে ৷ বিস্তারিত তথ্য জানার জন্য সেই নমুনাগুলি আইভিআরআই বরেলিতে পাঠানো হবে বলে জানিয়েছেন আধিকারিকরা ৷