ETV Bharat / bharat

NEET Exam Controversy: মহিলা পরীক্ষার্থীদের পোশাক উলটো করে পরতে বাধ্য করার অভিযোগ - কস্তুরবা ওয়ালচন্দ কলেজ

মেডিক্যালের জাতীয় যোগ্যতা তথা প্রবেশিকা পরীক্ষায় মহিলা পরীক্ষার্থীদের পোশাক উলটো করে পরতে নির্দেশ ! মহারাষ্ট্রের সাংগলির ঘটনায় বিতর্ক ৷ অভিভাবকরা অভিযোগ জানালেন ন্যাশনাল টেস্টিং এজেন্সিতে ৷

NEET Exam Controversy ETV BHARAT
NEET Exam Controversy
author img

By

Published : May 10, 2023, 9:21 PM IST

সাংগলি (মহারাষ্ট্র), 10 মে: মহারাষ্ট্রের সাংগলিতে মেডিক্যালের জাতীয় যোগ্যতা তথা প্রবেশিকা পরীক্ষায় মহিলা পরীক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ৷ পরীক্ষা কেন্দ্রে তাঁদের পোশাক উলটো করে পরতে নির্দেশ দেওয়া হয় ৷ গত রবিবার ঘটনাটি ঘটেছে সাংগলির কস্তুরবা ওয়ালচন্দ কলেজে ৷ এ নিয়ে ন্যাশনাল টেস্ট এজেন্সি অর্থাৎ, এনটিএস এখনই কোনও মন্তব্য করতে চায়নি ৷

জানা গিয়েছে, মহারাষ্ট্রের সাংগলি শহরের কস্তুরবা ওয়ালচন্দ কলেজে 2023 সালের এনইইটি বা নিট-এর পরীক্ষা পড়েছিল ৷ গত রবিবার অর্থাৎ, 7 মে সেই পরীক্ষায় মহিলা পরীক্ষার্থীরা মেডিক্যালের এন্ট্রান্স দিতে যান ৷ অভিযোগ পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা কলেজের স্টাফরা মহিলা পরীক্ষার্থীদের পোশাক উলটো করে পরতে নির্দেশ দেন ৷ যা ‘অন্যায় আচরণ’ বলে অভিযোগ করেছেন পরীক্ষার্থীরা ৷ তবে, কেন এই নির্দেশ দেওয়া হয়েছিল ? জানা গিয়েছে, এক পরীক্ষার্থী একটি কুর্তা পরে এসেছিলেন ৷ যার মধ্যে বেশকিছু লেখা ছিল ৷

কিন্তু, সেই কুর্তির লেখা অনৈতিক ছিল কি না, তা জানা যায়নি ৷ তবে, তার জেরে কলেজের স্টাফদের পোশাক উলটো করে পরার নির্দেশে অস্বস্তিতে পড়েন সব পরীক্ষার্থীরা ৷ পরীক্ষার্থীদের সঙ্গে থাকা অভিভাবকরাও এর প্রতিবাদ জানান ৷ তাঁরা সরাসরি আপত্তি তোলেন কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ৷ কয়েকজন ক্ষুব্ধ অভিভাবক এই ঘটনায় ন্যাশনাল টেস্টিং এজেন্সিতে অভিযোগ দায়ের করেছেন ৷ এক অভিভাবক জানিয়েছেন, তাঁর মেয়ে যখন বিকেল সাড়ে 5 টার পর পরীক্ষা কেন্দ্র থেকে বেড়িয়েছিলেন উলটো জামা পরে ৷

আরও পড়ুন: অন্তর্বাস খুললে তবেই ঢোকা যাবে পরীক্ষা কেন্দ্রে, এমনই ফরমান কেরলের এক শিক্ষা প্রতিষ্ঠানের

তিনি জানান, মেয়ের কাছে জানতে পারেন, পরীক্ষা কেন্দ্রে গার্ডের দায়িত্বে থাকা স্টাফরা তাঁদের পোশাক উলটো করে পরতে বাধ্য করেছেন ৷ সেখানে অভিভাবকরা প্রশ্ন তোলেন, কীভাবে কলেজ কর্তৃপক্ষ মহিলা পরীক্ষার্থীদের সঙ্গে এমন অনৈতিক আচরণ করতে পারে ? এমনকি কয়েকজন পরীক্ষার্থী অভিযোগ করেছেন, তাঁরা এই ঘটনায় অস্বস্তিতে পড়েছিলেন ৷ কারণ, পরীক্ষার হলের মধ্যেই তাঁদের পোশাক উলটো করে পরতে বাধ্য করা হয়েছিল ৷ যদিও, এই ঘটনায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি কোনও প্রতিক্রিয়া দেয়নি ৷

সাংগলি (মহারাষ্ট্র), 10 মে: মহারাষ্ট্রের সাংগলিতে মেডিক্যালের জাতীয় যোগ্যতা তথা প্রবেশিকা পরীক্ষায় মহিলা পরীক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ৷ পরীক্ষা কেন্দ্রে তাঁদের পোশাক উলটো করে পরতে নির্দেশ দেওয়া হয় ৷ গত রবিবার ঘটনাটি ঘটেছে সাংগলির কস্তুরবা ওয়ালচন্দ কলেজে ৷ এ নিয়ে ন্যাশনাল টেস্ট এজেন্সি অর্থাৎ, এনটিএস এখনই কোনও মন্তব্য করতে চায়নি ৷

জানা গিয়েছে, মহারাষ্ট্রের সাংগলি শহরের কস্তুরবা ওয়ালচন্দ কলেজে 2023 সালের এনইইটি বা নিট-এর পরীক্ষা পড়েছিল ৷ গত রবিবার অর্থাৎ, 7 মে সেই পরীক্ষায় মহিলা পরীক্ষার্থীরা মেডিক্যালের এন্ট্রান্স দিতে যান ৷ অভিযোগ পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা কলেজের স্টাফরা মহিলা পরীক্ষার্থীদের পোশাক উলটো করে পরতে নির্দেশ দেন ৷ যা ‘অন্যায় আচরণ’ বলে অভিযোগ করেছেন পরীক্ষার্থীরা ৷ তবে, কেন এই নির্দেশ দেওয়া হয়েছিল ? জানা গিয়েছে, এক পরীক্ষার্থী একটি কুর্তা পরে এসেছিলেন ৷ যার মধ্যে বেশকিছু লেখা ছিল ৷

কিন্তু, সেই কুর্তির লেখা অনৈতিক ছিল কি না, তা জানা যায়নি ৷ তবে, তার জেরে কলেজের স্টাফদের পোশাক উলটো করে পরার নির্দেশে অস্বস্তিতে পড়েন সব পরীক্ষার্থীরা ৷ পরীক্ষার্থীদের সঙ্গে থাকা অভিভাবকরাও এর প্রতিবাদ জানান ৷ তাঁরা সরাসরি আপত্তি তোলেন কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ৷ কয়েকজন ক্ষুব্ধ অভিভাবক এই ঘটনায় ন্যাশনাল টেস্টিং এজেন্সিতে অভিযোগ দায়ের করেছেন ৷ এক অভিভাবক জানিয়েছেন, তাঁর মেয়ে যখন বিকেল সাড়ে 5 টার পর পরীক্ষা কেন্দ্র থেকে বেড়িয়েছিলেন উলটো জামা পরে ৷

আরও পড়ুন: অন্তর্বাস খুললে তবেই ঢোকা যাবে পরীক্ষা কেন্দ্রে, এমনই ফরমান কেরলের এক শিক্ষা প্রতিষ্ঠানের

তিনি জানান, মেয়ের কাছে জানতে পারেন, পরীক্ষা কেন্দ্রে গার্ডের দায়িত্বে থাকা স্টাফরা তাঁদের পোশাক উলটো করে পরতে বাধ্য করেছেন ৷ সেখানে অভিভাবকরা প্রশ্ন তোলেন, কীভাবে কলেজ কর্তৃপক্ষ মহিলা পরীক্ষার্থীদের সঙ্গে এমন অনৈতিক আচরণ করতে পারে ? এমনকি কয়েকজন পরীক্ষার্থী অভিযোগ করেছেন, তাঁরা এই ঘটনায় অস্বস্তিতে পড়েছিলেন ৷ কারণ, পরীক্ষার হলের মধ্যেই তাঁদের পোশাক উলটো করে পরতে বাধ্য করা হয়েছিল ৷ যদিও, এই ঘটনায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি কোনও প্রতিক্রিয়া দেয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.