জয়পুর, 3 জুলাই: ফের বিদেশী মহিলা এক পর্যটকে হেনস্থার অভিযোগ ৷ এবার স্থান রাজস্থানের জয়পুর ৷ অভিযোগ, এখানে এক ব্যক্তি ওই মহিলা পর্যটকের শরীরে হাত দিয়েছেন ৷ খারাপ উদ্দেশ্য নিয়েই ওই ব্যক্তি ওই বিদেশী মহিলাকে এমনভাবে স্পর্শ করেন যে, ওই পর্যটকও ওই ব্যক্তির হাত সরিয়ে দিতে বাধ্য হন ৷ এই পুরো ঘটনাই ক্যামেরাবন্দি হয়েছে ৷ সোশাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ জয়পুর শহরের সিন্ধি ক্যাম্প এলাকায় ওই মহিলার সঙ্গে এই নক্কারজনক ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে ৷ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল ৷
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে ওই মহিলা পর্যটকের সঙ্গে রয়েছেন তাঁর এক পুরুষ সঙ্গী ও ওই অভিযুক্ত ব্যক্তি ৷ হেসে হেসে কথা বলতে বলতে এগোচ্ছিলেন সকলে ৷ কিন্তু হঠাৎই ওই ব্যক্তি ওই মহিলা পর্যটককে স্পর্শ করতে শুরু করে ৷ প্রথমে মহিলার কাঁধে হাত দেয় অভিযুক্ত, তার পর তাঁর হাতে ৷ এমনকি মহিলার স্তন ছোঁয়ারও চেষ্টা করেন ওই ব্যক্তি ৷ একসময় বিরক্ত হয়ে ওই ব্যক্তির হাতও সরিয়ে দিতে দেখা গিয়েছে ওই মহিলা ৷ তবে এই গোটা ঘটনা পর্বে ওই মহিলা ও তাঁর পুরুষ সঙ্গীকে ওই ব্যক্তির উদ্দেশ্যে 'লাভলি', 'থ্যাঙ্ক ইউ' এর মতো শব্দ বলতে শোনা গিয়েছে ৷ সম্ভবত ভিন দেশে ঝামেলা এড়াতেই ওই ব্যক্তির সঙ্গে এই ঘটনার পরেও হেসে কথা বলেন ওই পর্যটকরা ৷
আরও পড়ুন: সম্প্রীতির নজির ! মন্দিরে বিয়ে হল মুসলিম যুগলের
সূত্র মারফৎ ইটিভি ভারত জানতে পেরেছে, ওই ভাইরাল ভিডিয়োর প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে, যদিও ওই বিদেশী পর্যটকদের তরফে পুলিশে কোনও অভিযোগ এখনও দায়ের হয়নি ৷ অভিযুক্ত ব্যক্তির খোঁজ চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ৷
ঘটনায় রাজস্থানের মুখ্যমন্ত্রী ও পুলিশের কাছে অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল ৷ তিনি নিজেও টুইটারে ওই ভিডিয়োটি শেয়ার করেছেন ৷ ট্যাগ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহল ও রাজস্থান পুলিশকে ৷ এই ধরণের ঘটনায় দেশের নাম বদনাম হচ্ছে বলেও দাবি তাঁর ৷ ঘটনার তীব্র নিন্দা করেছেন নেটিজেনরাও ৷