ভোপাল, 27 মার্চ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রজেক্টে ধাক্কা ৷ 'প্রজেক্ট চিতা' প্রকল্পে নামিবিয়া থেকে আনা স্ত্রী চিতা সাশার মৃত্যু হল (Female Cheetah Sasha died) ৷ সোমবার মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে মৃত্যু হয়েছে সাশার ৷ এই ঘটনা পরিবেশপ্রেমীদের মনে নাড়া দিয়েছে ৷ গত বছর সেপ্টেম্বরে নামিবিয়া থেকে মধ্যপ্রদেশের কুনোয় উড়িয়ে আনা হয়েছিল 8 টি চিতা ৷ তার মধ্যে অন্যতম ছিল, পাঁচ বছর বয়সী মাদি সাশা ৷ তবে গত তিনমাস ধরেই নানা সমস্যায় ভুগছিল সে ৷ মাঝখানে কিছুটা সুস্থও হয়েছিল ৷ কিন্তু শেষরক্ষা হল না ৷ তার মৃত্যুতে উঠেছে প্রশ্ন ৷
তবে ফের বিগত বেশ কয়েকদিন ধরেই অসুস্থ হয়ে পড়েছিল সাশা ৷ ভুগছিল কিডনির জটিল সমস্যায় ৷ তার দেখভাল ও চিকিৎসার জন্য ভোপাল থেকে মধ্যপ্রদেশের প্রাণী চিকিৎসকদের একটি দল এবং চিতাদের দেখভালের দায়িত্বে থাকা 'চিতা কনজারভেশন ফান্ড'-এর বিশেষজ্ঞরা ছুটে এসেছিলেন কুনোর জঙ্গলে ৷ তাকে সুস্থ করে তুলতে চিকিৎসক দল কোনও খামতি রাখেননি ৷ চিকিৎসকরা জানিয়েছিলেন, কোনও ইনফেকশন নয়, সাশার কিডনি কার্যত বিকল হতে বসেছে । চিতাদের ক্ষেত্রে এমন ঘটনা খুব বিরল নয় । সেই সময় চিতা সাশাকে তরল খাদ্য দেওয়া হচ্ছিল ৷ মুক্ত জঙ্গল থেকে তাকে এনে রাখা হয়েছিল নজরদারিতে।
ওয়াইল্ডলাইফ পিসিসিএফ (Wildlife PCCF JS Chauhan) জেএস চৌহান জানিয়েছেন, "প্রায় তিনমাস ধরে সাশা অসুস্থ ছিল ৷ সবরকম গাইডলাইন মেনে তার চিকিৎসা করা হচ্ছিল ৷ কিন্তু তার স্বাস্থ্যের ক্রমশ অবনতি হতে থাকে এবং সোমবার সে মারা যায় ৷" ভারতে আনার পর হঠাৎ করে কিডনি বিকল কী করে হল এই প্রশ্নের উত্তরে চৌহান জানিয়েছেন, "সেপ্টেম্বরের 17 তারিখ ভারতে আনা হয়েছিল সাশাকে ৷ কিন্তু ওর রক্ত পরীক্ষা করা হয়েছিল 15 অগস্ট ৷ যখন রক্ত পরীক্ষা রিপোর্ট হাতে আসে তখনই তার রক্তে ইনফেকশন পাওয়া গিয়েছিল ৷ যখন চিতাগুলিকে ভারতে আনা হয়েছিল তখন তাদের মেডিক্যালি কী অবস্থা ছিল, জানা ছিল না ৷ কেন অসুস্থ চিতাকে আনা হয়েছে তাও জানা নেই ৷"
আরও পড়ুন: জঙ্গলে কাঠ সংগ্রহে গিয়ে বাঘের খপ্পরে, বেঘোরে প্রাণ গেল দুই গ্রামবাসীর
অপরদিকে এই ঘটনায় প্রশ্ন তুলেছেন বন্য পশু বিশেষজ্ঞ অজয় দুবে (Wild animal expert Ajay Dubey) ৷ তাঁর বক্তব্য, যখন একটি চিতা প্রথম থেকেই অসুস্থ ছিল তাহলে কেন নামিবিয়া থেকে তাকে এখানে আনা হয়েছে? এই প্রোজেক্টের জন্য মধ্যপ্রদেশের অনেক অফিসারদের ট্রেনিং দিতে লাখ-লাখ টাকা খরচ করা হয়েছে ৷ আবার যেই সময়ে বনমন্ত্রী বাইরের সফরে ছিলেন সেই সময়ই কেন এই চিতা দেশে আনা হয়েছে, প্রশ্ন তুলেছেন তিনি ৷ তাঁর আরও বক্তব্য, বনদফতর সত্যিটা লুকোচ্ছে ৷ কুনোর জঙ্গলে এই প্রকল্পে কাজের সিস্টেম দুর্বল ৷ পুরো বিষয়টির তদন্ত হওয়া উচিৎ বলেও দাবি করেছেন বন্য পশু বিশেষজ্ঞ অজয় দুবে ৷