ETV Bharat / bharat

Cheetah Ran Away: নামিবিয়া থেকে আসা চিতা ফের পালাল কুনো ন্যাশনাল পার্ক থেকে - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আশা নামের একটি চিতা পালাল মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্ক থেকে ৷ এর আগেও এই চিতাটি পালিয়েছিল ৷ পরে ফিরে আসে ৷ তার গতিবিধির উপর নজর রাখছে বন দফতর ৷

Cheetah Ran Away
Cheetah Ran Away
author img

By

Published : Apr 27, 2023, 6:20 PM IST

শিবপুর (মধ্যপ্রদেশ), 27 এপ্রিল: কুনো ন্যাশনাল পার্ক থেকে নামিবিয়ার চিতাদের পালানোর ঘটনা শেষ হওয়ার নামই নিচ্ছে না । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে একটি চিতার নাম দিয়েছিলেন ‘আশা’ ৷ সেই মহিলা চিতা বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্ক থেকে পালিয়ে যায় ৷ তার পর জঙ্গলের মধ্যে দিয়ে শিবপুরী জেলার লোকালয়ে হাজির হয় ।

এই ঘটনায় ওই এলাতায় ব্য়াপক আতঙ্ক ছড়িয়েছে ৷ ঘটনাস্থলে যায় বন বিভাগ ও কুনো ন্যাশনাল পার্কের দল ৷ সেখানে চিতার গতিবিধির উপর নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত চিতাটি আনন্দপুর ও গাজিগড় গ্রামের মধ্যে একটি সরিষা ক্ষেতের মধ্যে বসেছিল ৷ চিতাটিকে উদ্ধারের চেষ্টা করছে বন দফতর ৷

নামিবিয়া থেকে আনা ওই মহিলা চিতা আশা এর আগেও একবার কুনো ন্যাশনাল পার্ক থেকে এই চিতাটি পালিয়ে গিয়েছিল ৷ সেই ঘটনাটি ঘটেছিল গত 5 এপ্রিল ৷ সেদিন কুনো ন্যাশনাল পার্ক থেকে ওই চিতাটি শেওপুর জেলার বিজয়পুর তহসিলের গ্রামে পৌঁছেছিল ।

সেবারও গ্রামে পৌঁছেছিল বন দফতরের দল ৷ কুনো জাতীয় উদ্যান থেকেও কর্মীরা গিয়েছিলেন সেখানে ৷ আশার গতিবিধির উপর নজর রেখেছিলেন তাঁরা ৷ কিন্তু শেষপর্যন্ত ধরা যায়নি ওই চিতাকে ৷ বরং দু’দিন পর আবার ওই চিতা ফিরে আসে কুনো ন্যাশনাল পার্কে ৷ এবারও তেমন কিছু ঘটে কি না, সেটাই দেখার ৷ কিন্তু এই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ৷ এলাকার বাসিন্দাদের শান্ত থাকার জন্য আর্জি জানিয়েছেন তিনি ৷

স্বাধীনতার পর ভারত থেকে বিলুপ্ত হয়ে যায় চিতা ৷ গত বছর আফ্রিকার নামিবিয়া থেকে চিতা নিয়ে আসা হয় ৷ ওই বছর 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে ওই চিতাগুলি ছাড়া হয় মধ্য়প্রদেশের কুনো ন্যাশনাল পার্কে ৷ তার পর আবার চিতা আনা হয় দক্ষিণ আফ্রিকা থেকে ৷ সব মিলিয়ে 20টি চিতা আনা হয়৷ তার মধ্যে একটি মারাও যায় ৷

আরও পড়ুন: পবন-বায়ু-অগ্নি, ভারতীয় নাম পেল কুনোর 19 চিতা

শিবপুর (মধ্যপ্রদেশ), 27 এপ্রিল: কুনো ন্যাশনাল পার্ক থেকে নামিবিয়ার চিতাদের পালানোর ঘটনা শেষ হওয়ার নামই নিচ্ছে না । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে একটি চিতার নাম দিয়েছিলেন ‘আশা’ ৷ সেই মহিলা চিতা বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্ক থেকে পালিয়ে যায় ৷ তার পর জঙ্গলের মধ্যে দিয়ে শিবপুরী জেলার লোকালয়ে হাজির হয় ।

এই ঘটনায় ওই এলাতায় ব্য়াপক আতঙ্ক ছড়িয়েছে ৷ ঘটনাস্থলে যায় বন বিভাগ ও কুনো ন্যাশনাল পার্কের দল ৷ সেখানে চিতার গতিবিধির উপর নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত চিতাটি আনন্দপুর ও গাজিগড় গ্রামের মধ্যে একটি সরিষা ক্ষেতের মধ্যে বসেছিল ৷ চিতাটিকে উদ্ধারের চেষ্টা করছে বন দফতর ৷

নামিবিয়া থেকে আনা ওই মহিলা চিতা আশা এর আগেও একবার কুনো ন্যাশনাল পার্ক থেকে এই চিতাটি পালিয়ে গিয়েছিল ৷ সেই ঘটনাটি ঘটেছিল গত 5 এপ্রিল ৷ সেদিন কুনো ন্যাশনাল পার্ক থেকে ওই চিতাটি শেওপুর জেলার বিজয়পুর তহসিলের গ্রামে পৌঁছেছিল ।

সেবারও গ্রামে পৌঁছেছিল বন দফতরের দল ৷ কুনো জাতীয় উদ্যান থেকেও কর্মীরা গিয়েছিলেন সেখানে ৷ আশার গতিবিধির উপর নজর রেখেছিলেন তাঁরা ৷ কিন্তু শেষপর্যন্ত ধরা যায়নি ওই চিতাকে ৷ বরং দু’দিন পর আবার ওই চিতা ফিরে আসে কুনো ন্যাশনাল পার্কে ৷ এবারও তেমন কিছু ঘটে কি না, সেটাই দেখার ৷ কিন্তু এই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ৷ এলাকার বাসিন্দাদের শান্ত থাকার জন্য আর্জি জানিয়েছেন তিনি ৷

স্বাধীনতার পর ভারত থেকে বিলুপ্ত হয়ে যায় চিতা ৷ গত বছর আফ্রিকার নামিবিয়া থেকে চিতা নিয়ে আসা হয় ৷ ওই বছর 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে ওই চিতাগুলি ছাড়া হয় মধ্য়প্রদেশের কুনো ন্যাশনাল পার্কে ৷ তার পর আবার চিতা আনা হয় দক্ষিণ আফ্রিকা থেকে ৷ সব মিলিয়ে 20টি চিতা আনা হয়৷ তার মধ্যে একটি মারাও যায় ৷

আরও পড়ুন: পবন-বায়ু-অগ্নি, ভারতীয় নাম পেল কুনোর 19 চিতা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.