ETV Bharat / bharat

করোনাকালে মৃত্য়ু ভয় আগাম জামিনের কারণ হতে পারে না : সুপ্রিম কোর্ট

করোনার জন্য কারও মৃত্য়ু ভয় হলেই তাঁকে আগাম জামিন দেওয়া সম্ভব নয় ৷ মঙ্গলবার এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ৷ এর আগে এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছিল, জেলে যেহেতু প্রচুর বন্দি একসঙ্গে থাকেন, তাই সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায় ৷ সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ের জন্য অভিযুক্তদের আগাম জামিন মঞ্জুর করা যেতে পারে ৷ এদিন সেই রায়ে স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত ৷

Fear of death during corona situation cannot be a cause for anticipatory bail: Supreme Court
করোনাকালে মৃত্য়ু ভয় আগাম জামিনের কারণ হতে পারে না : সুপ্রিম কোর্ট
author img

By

Published : May 25, 2021, 9:09 PM IST

নয়াদিল্লি, 25 মে : করোনার কারণে কেউ মৃত্য়ু ভয়ে কাঁপছেন, শুধুমাত্র এই কারণে তাঁকে আগাম জামিন দেওয়া সম্ভব নয় ৷ মঙ্গলবার এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ৷ এই বিষয়ে আগেই একটি রায়দান করেছিল এলাহাবাদ হাইকোর্ট ৷ এদিন তাতেও স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত ৷

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, আগাম জামিন দেওয়ার বিষয়টি একেবারেই ব্যক্তিনির্ভর ৷ সকলকেই এক কারণে আগাম জামিন দেওয়া সম্ভব নয় ৷ তাই এলাহাবাদ হাইকোর্টের রায় সবক্ষেত্রে নজির হিসাবে গণ্য করাও সম্ভব নয় ৷

এর আগে এলাহাবাদ হাইকোর্ট বলেছিল, করোনা আবহে কারও যদি মনে হয়, তিনি ভিড়ে ঠাসা জেলে বন্দি থাকা অবস্থায় ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন, তাহলে এই ভয়ের কারণেও সংশ্লিষ্ট ব্যক্তিকে জামিন দেওয়া যেতে পারে ৷ এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় উত্তরপ্রদেশ সরকার ৷ সেই মামলার শুনানি চলাকালীনই মঙ্গলবার তার পর্যবেক্ষণ দেয় শীর্ষ আদালত ৷ স্থগিতাদেশ জারি করা হয় এলাহাবাদ হাইকোর্টের রায়ের উপর ৷

আরও পড়ুন : দেশে করোনা আক্রান্তের দৈনিক সংখ্যা কমে হল 9.54 শতাংশ

যে ব্য়ক্তির আগাম জামিনের আবেদনকে কেন্দ্র করে গোটা ঘটনার সূত্রপাত, তাঁর নাম প্রতীক জৈন ৷ তাঁর বিরুদ্ধে মোট 130 টি মামলা ঝুলে রয়েছে ৷ করোনা আবহে 2022 সালের জানুয়ারি মাস পর্যন্ত আগাম জামিনের আবেদন করেন তিনি ৷ পরবর্তীতে এলাহাবাদ হাইকোর্ট জানায়, জেলে যেহেতু প্রচুর বন্দি একসঙ্গে থাকেন, তাই সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায় ৷ সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ের জন্য অভিযুক্তদের আগাম জামিন মঞ্জুর করা যেতে পারে ৷

নয়াদিল্লি, 25 মে : করোনার কারণে কেউ মৃত্য়ু ভয়ে কাঁপছেন, শুধুমাত্র এই কারণে তাঁকে আগাম জামিন দেওয়া সম্ভব নয় ৷ মঙ্গলবার এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ৷ এই বিষয়ে আগেই একটি রায়দান করেছিল এলাহাবাদ হাইকোর্ট ৷ এদিন তাতেও স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত ৷

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, আগাম জামিন দেওয়ার বিষয়টি একেবারেই ব্যক্তিনির্ভর ৷ সকলকেই এক কারণে আগাম জামিন দেওয়া সম্ভব নয় ৷ তাই এলাহাবাদ হাইকোর্টের রায় সবক্ষেত্রে নজির হিসাবে গণ্য করাও সম্ভব নয় ৷

এর আগে এলাহাবাদ হাইকোর্ট বলেছিল, করোনা আবহে কারও যদি মনে হয়, তিনি ভিড়ে ঠাসা জেলে বন্দি থাকা অবস্থায় ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন, তাহলে এই ভয়ের কারণেও সংশ্লিষ্ট ব্যক্তিকে জামিন দেওয়া যেতে পারে ৷ এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় উত্তরপ্রদেশ সরকার ৷ সেই মামলার শুনানি চলাকালীনই মঙ্গলবার তার পর্যবেক্ষণ দেয় শীর্ষ আদালত ৷ স্থগিতাদেশ জারি করা হয় এলাহাবাদ হাইকোর্টের রায়ের উপর ৷

আরও পড়ুন : দেশে করোনা আক্রান্তের দৈনিক সংখ্যা কমে হল 9.54 শতাংশ

যে ব্য়ক্তির আগাম জামিনের আবেদনকে কেন্দ্র করে গোটা ঘটনার সূত্রপাত, তাঁর নাম প্রতীক জৈন ৷ তাঁর বিরুদ্ধে মোট 130 টি মামলা ঝুলে রয়েছে ৷ করোনা আবহে 2022 সালের জানুয়ারি মাস পর্যন্ত আগাম জামিনের আবেদন করেন তিনি ৷ পরবর্তীতে এলাহাবাদ হাইকোর্ট জানায়, জেলে যেহেতু প্রচুর বন্দি একসঙ্গে থাকেন, তাই সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায় ৷ সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ের জন্য অভিযুক্তদের আগাম জামিন মঞ্জুর করা যেতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.