ETV Bharat / bharat

Father started to aware Pedestrians : ছেলেকে হারিয়ে পথচারীদের সতর্ক করতে পথে নামলেন বাবা - Please drive slowly

মেমারির বাসিন্দা আবুল সালাম মণ্ডল । বাইক নিয়ে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটা লাইট পোস্টে ধাক্কা মারে তাঁর ছেলে আমির । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর । পথ চলতি সাধারণ মানুষ যাতে জোরে বাইক বা গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় না পড়ে, তাই ছেলের ছবিসহ ওই পোস্টার লাগিয়ে মানুষকে সচেতন করেন তিনি (Awaring people by putting up posters) ।

father lost his son and started to warn the pedestrians
ছেলেকে হারিয়ে পথচারীদের সতর্ক করতে পথে নামলেন বাবা
author img

By

Published : Nov 29, 2021, 10:59 PM IST

মেমারি, 29 নভেম্বর : রাস্তার ধারে টাঙানো বিশাল পোস্টার । তাতে লেখা আছে, ‘দয়া করে আস্তে গাড়ি চালান (Please drive slowly) । এই জায়গাতে অ্যাক্সিডেন্টে আমি আমার ছেলেকে হারিয়েছি ।’ একইসঙ্গে ওই পোস্টারে রয়েছে এক অল্পবয়সী যুবকের ছবি ৷ ওই যুবকের নাম আমির সোহেল মণ্ডলের । 2018 সালে বাইক দুর্ঘটনার বছর বাইশের ওই যুবক মারা যান । তাই সাধারণ মানুষকে সচেতন করতে দুর্ঘটনাস্থলে এই পোস্টার লাগিয়েছেন আমিরের বাবা আবুল সালাম মণ্ডল।

ঠিক কী ঘটেছিল সেদিন ?

মেমারির তাতারপুর এলাকার বাসিন্দা আবুল সালাম মণ্ডল পেশায় ব্যবসায়ী । 6 অক্টোবর, 2018 । বাইকে চেপে জিটি রোড ধরে রসুলপুর থেকে মেমারি ফিরছিলেন তাঁর ছেলে আমির সোহেল মণ্ডল । হঠাৎ বিনয়পল্লী এলাকায় এক ব্যক্তি তাঁর বাইকের সামনে চলে আসেন । তাঁকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটা লাইট পোস্টে ধাক্কা মারে আমির । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর । সেই ঘটনার পর থেকেই রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই যুবকের বাবা ৷ তাই পথ চলতি সাধারণ মানুষ যাতে জোরে বাইক বা গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় না পড়ে, তাই ছেলের ছবিসহ ওই পোস্টার লাগিয়ে মানুষকে সচেতন করেন তিনি ।

পথচারীদের সতর্ক করতে পথে নামলেন বাবা

আবুল সালাম মন্ডল বলেন, ‘‘আজকাল ছেলে-মেয়েরা যেভাবে মোটরসাইকেল নিয়ে দাপাদাপি করে তাতে অনেক মা-বাবার বুক খালি হয়ে যায় । কেউ ছেলেকে হারায়, কেউ তাঁর মেয়েকে হারায় । আমরা অনেক দুর্ঘটনা এভাবে ঘটতে দেখেছি । এই ছবি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে ছেলেমেয়েরা একটু সচেতন হয় ৷ যাতে তারা শিক্ষা পায় যে আমি কত বড় যন্ত্রণার জন্য এরকম একটা ছবি দিয়ে মানুষকে সচেতন করছি । আমায় এই কাজ করতে মেমারি থানার পুলিশও সহযোগিতা করেছে ।’’

আরও পড়ুন : Road Accident in Malda : লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত 2 বাইক আরোহী

স্থানীয় বাসিন্দা অনুকূল রায় বলেন, ‘‘এটা খুব ভাল হয়েছে । রাস্তায় যারা চলে তাঁরা এটা একটু ফলো করে চললে খুবই ভাল হবে ।আমার বাড়ি পাশেই । এখানে হামেশাই দুর্ঘটনা ঘটছে । একটা হাম্প করে দিলে আরও ভাল হয় । তবে ছেলেটির বাবা সাধারণ মানুষের জন্য যেটা করেছেন সেটা খুবই প্রসংশনীয় । সেইসঙ্গে প্রশাসনও যে সহযোগিতা করছে সেটা দেখেও ভাল লাগছে । আমরাও চাই যাতে মানুষ সচেতন হয় ।’’

মেমারি, 29 নভেম্বর : রাস্তার ধারে টাঙানো বিশাল পোস্টার । তাতে লেখা আছে, ‘দয়া করে আস্তে গাড়ি চালান (Please drive slowly) । এই জায়গাতে অ্যাক্সিডেন্টে আমি আমার ছেলেকে হারিয়েছি ।’ একইসঙ্গে ওই পোস্টারে রয়েছে এক অল্পবয়সী যুবকের ছবি ৷ ওই যুবকের নাম আমির সোহেল মণ্ডলের । 2018 সালে বাইক দুর্ঘটনার বছর বাইশের ওই যুবক মারা যান । তাই সাধারণ মানুষকে সচেতন করতে দুর্ঘটনাস্থলে এই পোস্টার লাগিয়েছেন আমিরের বাবা আবুল সালাম মণ্ডল।

ঠিক কী ঘটেছিল সেদিন ?

মেমারির তাতারপুর এলাকার বাসিন্দা আবুল সালাম মণ্ডল পেশায় ব্যবসায়ী । 6 অক্টোবর, 2018 । বাইকে চেপে জিটি রোড ধরে রসুলপুর থেকে মেমারি ফিরছিলেন তাঁর ছেলে আমির সোহেল মণ্ডল । হঠাৎ বিনয়পল্লী এলাকায় এক ব্যক্তি তাঁর বাইকের সামনে চলে আসেন । তাঁকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটা লাইট পোস্টে ধাক্কা মারে আমির । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর । সেই ঘটনার পর থেকেই রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই যুবকের বাবা ৷ তাই পথ চলতি সাধারণ মানুষ যাতে জোরে বাইক বা গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় না পড়ে, তাই ছেলের ছবিসহ ওই পোস্টার লাগিয়ে মানুষকে সচেতন করেন তিনি ।

পথচারীদের সতর্ক করতে পথে নামলেন বাবা

আবুল সালাম মন্ডল বলেন, ‘‘আজকাল ছেলে-মেয়েরা যেভাবে মোটরসাইকেল নিয়ে দাপাদাপি করে তাতে অনেক মা-বাবার বুক খালি হয়ে যায় । কেউ ছেলেকে হারায়, কেউ তাঁর মেয়েকে হারায় । আমরা অনেক দুর্ঘটনা এভাবে ঘটতে দেখেছি । এই ছবি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে ছেলেমেয়েরা একটু সচেতন হয় ৷ যাতে তারা শিক্ষা পায় যে আমি কত বড় যন্ত্রণার জন্য এরকম একটা ছবি দিয়ে মানুষকে সচেতন করছি । আমায় এই কাজ করতে মেমারি থানার পুলিশও সহযোগিতা করেছে ।’’

আরও পড়ুন : Road Accident in Malda : লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত 2 বাইক আরোহী

স্থানীয় বাসিন্দা অনুকূল রায় বলেন, ‘‘এটা খুব ভাল হয়েছে । রাস্তায় যারা চলে তাঁরা এটা একটু ফলো করে চললে খুবই ভাল হবে ।আমার বাড়ি পাশেই । এখানে হামেশাই দুর্ঘটনা ঘটছে । একটা হাম্প করে দিলে আরও ভাল হয় । তবে ছেলেটির বাবা সাধারণ মানুষের জন্য যেটা করেছেন সেটা খুবই প্রসংশনীয় । সেইসঙ্গে প্রশাসনও যে সহযোগিতা করছে সেটা দেখেও ভাল লাগছে । আমরাও চাই যাতে মানুষ সচেতন হয় ।’’

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.