ভুবনেশ্বর, 14 জুন : দেনার দায়ে আড়াই বছরের মেয়েকে বিক্রি করে দিচ্ছিলেন বাবা ৷ দাদু খবর পেয়ে মেয়েটিকে উদ্ধার করেন ৷ ঘটনাটি ওড়িশার জাজপুর জেলার ৷
অভিযুক্ত রমেশকুমার বারিক পাশের গ্রাম সহদেবপুরের লিটু জেনার কাছ থেকে 5000 টাকা ধার করেছিলেন ৷ লকডাউনে টাকার সমস্যা চলছিল ৷ লিটু বারেবারে টাকা চাইতে আসতেন রমেশের কাছে ৷ পুলিশ জানিয়েছে, রমেশের বউ তাঁকে ছেড়ে চলে যাওয়ার পর বাচ্চা মেয়েটির দায়িত্ব সামলাতে পারছিলেন না তিনি ৷ আর অভিযুক্ত লিটু জেনার পরিবার রয়েছে, তাই দেনা মেটাতে না পেরে মেয়েকে তার হাতে তুলে দিয়ে দেনা শোধ করেন রমেশ ৷
আরও পড়ুন : উত্তরপ্রদেশে মদের কালোবাজারির খবর সম্প্রচারের পরই মৃত্যু সাংবাদিকের
রমেশের বাবা রবীন্দ্র বারিক বলেন, "আমি আমার ছেলে রমেশের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি ৷ পুলিশ আমার নাতনিকে উদ্ধার করেছে ৷ খুব শীঘ্রই আমি নাতনিকে ফিরে পাব ৷"
রমেশ প্রায়শই মদ খেয়ে বাড়ি এসে স্ত্রীকে মারধর করত ৷ তাই স্ত্রী তাঁকে ছেড়ে নিজের বাবার কাছে চলে গিয়েছেন ৷ এদিনও রমেশ মদ খেয়ে মাতাল অবস্থায় ছিল, লিটু এই সময় টাকা চাইতে এলে নেশার ঘোরে মেয়েকে দিয়ে দেন ৷