ETV Bharat / bharat

Father Killed Children: হাতুড়ি দিয়ে থেঁতলে দুই শিশুকে খুন বাবার, নির্মম ঘটনায় সাক্ষী কর্ণাটক - হাতুড়ি দিয়ে থেঁতলে দুই শিশুকে খুন করল বাবা

ফের হাড়হিম ঘটনা! বাবা হাতুড়ি দিয়ে থেঁতলে দুই শিশুকে খুন করার অভিযোগ উঠেছে ৷ নিজের বাচ্চাদের মারার পর স্ত্রী'কেও মারধর করে ৷ ঘটনায় আতঙ্কে রয়েছেন প্রতিবেশীরা ৷

Father Killed Children
নির্মম ঘটনায় সাক্ষী কর্ণাটক
author img

By

Published : Jun 22, 2023, 10:48 PM IST

মাণ্ডিয়া (কর্ণাটক), 22 জুন: নিজের দুই সন্তানকে হাতুড়ি দিয়ে মেরে মেরে খুন করার অভিযোগ উঠেছে খোদ বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে কর্ণাটকের মাণ্ডিয়া জেলার শ্রীরঙ্গপটনার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মৃত দুই সন্তানের একজনের বয়স 4 এবং অন্যজনের 3। এরপরে স্ত্রী'কেও ব্যাপক মারধর করে অভিযুক্ত। ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনি ৷ তাঁকে মাইসোরের একটি হাসপাতালে ভরতি করা হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অভিযুক্তের স্ত্রী ৷

পুলিশ সূত্রে খবর, দুই খুদে সন্তানকে হাতুড়ি দিয়ে থেঁতলে খুন করে পালিয়ে যায় অভিযুক্ত শ্রীকান্ত। বাবার হাতে খুন 4 বছরের আদর্শ এবং 3 বছরের অমূল্য। এদিন দুই খুদে সন্তানকে খুন করার পাশাপাশি স্ত্রী লক্ষ্মীকেও মারার চেষ্টা করেন অভিযুক্ত। কিন্তু কোনওরকমে নিজের প্রাণ বাঁচান স্ত্রী লক্ষ্মী।শ্রীকান্তের পরিবার মালাগালা গ্রামে কাজ করত। মূলত, শ্রীকান্ত কালাবুর্গী জেলার জেওয়ার্গির বাসিন্দা এবং কাজের জন্য মালাগালা গ্রামে থাকতেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলছে ৷ কী কারণে অভিযুক্ত পলাতক এমন কাণ্ড ঘটাল তা জানা যায়নি ৷

খুনের ঘটনায় অভিযুক্ত শ্রীকান্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি আহত স্ত্রী লক্ষ্মীকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ। শ্রীরঙ্গপাটনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, মাইসোর জেলার হুনসুর শহরের একটি কাঠের কলে মধ্যরাতে জোড়া খুনের ঘটনা ঘটে। ওই মিলে কর্মরত দুই ব্যক্তির মৃত্যু হয়। মিলের প্রহরী ভেঙ্কটেশ (75) ও আরেক শ্রমিক শানমুখ (65) নিহত হন। ঘটনার সময় দু'জনই সেখানে ছিলেন ৷ এই হত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: লজেন্সের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা দুই নাবালকের, বাধা পেয়ে খুন ছ'বছরের শিশুকে

মাণ্ডিয়া (কর্ণাটক), 22 জুন: নিজের দুই সন্তানকে হাতুড়ি দিয়ে মেরে মেরে খুন করার অভিযোগ উঠেছে খোদ বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে কর্ণাটকের মাণ্ডিয়া জেলার শ্রীরঙ্গপটনার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মৃত দুই সন্তানের একজনের বয়স 4 এবং অন্যজনের 3। এরপরে স্ত্রী'কেও ব্যাপক মারধর করে অভিযুক্ত। ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনি ৷ তাঁকে মাইসোরের একটি হাসপাতালে ভরতি করা হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অভিযুক্তের স্ত্রী ৷

পুলিশ সূত্রে খবর, দুই খুদে সন্তানকে হাতুড়ি দিয়ে থেঁতলে খুন করে পালিয়ে যায় অভিযুক্ত শ্রীকান্ত। বাবার হাতে খুন 4 বছরের আদর্শ এবং 3 বছরের অমূল্য। এদিন দুই খুদে সন্তানকে খুন করার পাশাপাশি স্ত্রী লক্ষ্মীকেও মারার চেষ্টা করেন অভিযুক্ত। কিন্তু কোনওরকমে নিজের প্রাণ বাঁচান স্ত্রী লক্ষ্মী।শ্রীকান্তের পরিবার মালাগালা গ্রামে কাজ করত। মূলত, শ্রীকান্ত কালাবুর্গী জেলার জেওয়ার্গির বাসিন্দা এবং কাজের জন্য মালাগালা গ্রামে থাকতেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলছে ৷ কী কারণে অভিযুক্ত পলাতক এমন কাণ্ড ঘটাল তা জানা যায়নি ৷

খুনের ঘটনায় অভিযুক্ত শ্রীকান্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি আহত স্ত্রী লক্ষ্মীকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ। শ্রীরঙ্গপাটনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, মাইসোর জেলার হুনসুর শহরের একটি কাঠের কলে মধ্যরাতে জোড়া খুনের ঘটনা ঘটে। ওই মিলে কর্মরত দুই ব্যক্তির মৃত্যু হয়। মিলের প্রহরী ভেঙ্কটেশ (75) ও আরেক শ্রমিক শানমুখ (65) নিহত হন। ঘটনার সময় দু'জনই সেখানে ছিলেন ৷ এই হত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: লজেন্সের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা দুই নাবালকের, বাধা পেয়ে খুন ছ'বছরের শিশুকে

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.