ETV Bharat / bharat

Father Kills Daughter: স্ত্রীর সঙ্গে বিবাদের জের, 4 বছরের মেয়েকে শ্বাসরোধ করে খুন ব্যক্তির

সোমবার বিহারের সহরসা জেলায় 4 বছর বয়সি শিশুকে তার বাবা শ্বাসরোধ করে খুন করেছে । স্ত্রীর উপর রাগ মেটাতে ব্যক্তি মেয়েটিকে খুন করেছে বলে অভিযোগ (Man Kills Daughter) ৷

Man Kills Daughter
মেয়েকে খুন ব্যক্তির
author img

By

Published : Jan 24, 2023, 12:04 PM IST

সহরসা (বিহার), 24 জানুয়ারি: স্বামী- স্ত্রীর বিবাদের জেরে প্রাণ গেল একটি চার বছরের শিশুকন্যার ৷ বাবা নিজের হাতে শ্বাসরোধ করে খুন করল মেয়েকে ৷ এমনটাই অভিযোগ উঠেছে ধৃতের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে সোমবার বিহারের সহরসা জেলায় ৷ অভিযুক্তের নাম রাজকুমার সাহনি ৷ জানা গিয়েছে, রাজকুমার ও তাঁর স্ত্রীর মধ্যে রবিবার ঝগড়া হয় ৷ এমনকী তা হাতাহাতি পর্যন্ত গড়ায় ৷ রাগের মাথায় রাজকুমার তাঁর স্ত্রীকে মারধর করে বলে অভিযোগ ৷ এরপরে তাঁর স্ত্রী চারবছরের কন্যাকে বাড়িতে রেখে চলে যান ৷ রবিবার রাতে প্রথমে তিনি তাঁর নিজের বাড়ি ছেড়ে প্রতিবেশীর বাড়িতে গিয়ে থাকেন ৷ পরে সোমবার সকালে তিনি তাঁর মায়ের বাড়িতে চলে যান ৷ কিন্তু সঙ্গে করে মেয়েকে নিয়ে যান না ৷ মেয়েকে বাড়িতে স্বামীর কাছে রেখে মহিলা মায়ের বাড়ি চলে যান ৷

সূত্রের খবর, স্ত্রী শ্বাশুড়ির বাড়িতে চলে যাওয়ায় রাগে রাজকুমার তাঁর চার বছরের মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেন ৷ এবং প্রথমে মেয়ের দেহকে নদীতে ফেলে দেন ৷ পরে আবার দেহ তুলে নিয়ে এসে মাটিতে গর্ত করে কবর দেন । এরপর চার-পাঁচদিন কেটে যায় ৷ প্রতিবেশীদের বাচ্চা মেয়েটিকে না-দেখতে পেয়ে সন্দেহ হয় ৷ তারা খবর দেন শিশুটির মা'কে ৷ তিনি প্রতিবেশীর থেকে খবর পেয়ে মাকে নিয়ে রাজকুমারের বাড়িতে আসেন ৷ বাড়ি এসে তিনি বাচ্চাটিকে দেখতে না-পেয়ে রাজকুমারকে জিজ্ঞেস করা হয় ৷ কিন্তু রাজকুমার সদুত্তর দিতে না-পারলে বাসনাহি থানায় অভিযোগ দায়ের করা হয় ৷

ঘটনার তদন্তে নেমে পুলিশ রাজকুমারকে আটক করে ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান, মেয়েকে খুন করে পুঁতে দিয়েছেন ৷ রাজকুমার তাঁর স্ত্রী'র উপর প্রতিশোধ নিতে এই কাজ করেছেন বলে জানান ৷ এরপর পুলিশ রাজকুমারকে গ্রেফতার করে এবং নিজেদের হেফাজতে নিয়েছে । পুলিশ গিয়ে রাজকুমারের কথা অনুযায়ী জায়গা থেকে শিশুটির দেহ উদ্ধার করে ৷ ময়নাতদন্তের পর শিশুটির দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে । থানার ভারপ্রাপ্ত আধিকারিক অবিনাশ কুমার জানান, একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে হেফাজতে রাখা হয়েছে ।

আরও পড়ুন: মহিলা-সহ 2 শিশুর পচাগলা দেহ উদ্ধার, অভিযুক্ত স্বামী

সহরসা (বিহার), 24 জানুয়ারি: স্বামী- স্ত্রীর বিবাদের জেরে প্রাণ গেল একটি চার বছরের শিশুকন্যার ৷ বাবা নিজের হাতে শ্বাসরোধ করে খুন করল মেয়েকে ৷ এমনটাই অভিযোগ উঠেছে ধৃতের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে সোমবার বিহারের সহরসা জেলায় ৷ অভিযুক্তের নাম রাজকুমার সাহনি ৷ জানা গিয়েছে, রাজকুমার ও তাঁর স্ত্রীর মধ্যে রবিবার ঝগড়া হয় ৷ এমনকী তা হাতাহাতি পর্যন্ত গড়ায় ৷ রাগের মাথায় রাজকুমার তাঁর স্ত্রীকে মারধর করে বলে অভিযোগ ৷ এরপরে তাঁর স্ত্রী চারবছরের কন্যাকে বাড়িতে রেখে চলে যান ৷ রবিবার রাতে প্রথমে তিনি তাঁর নিজের বাড়ি ছেড়ে প্রতিবেশীর বাড়িতে গিয়ে থাকেন ৷ পরে সোমবার সকালে তিনি তাঁর মায়ের বাড়িতে চলে যান ৷ কিন্তু সঙ্গে করে মেয়েকে নিয়ে যান না ৷ মেয়েকে বাড়িতে স্বামীর কাছে রেখে মহিলা মায়ের বাড়ি চলে যান ৷

সূত্রের খবর, স্ত্রী শ্বাশুড়ির বাড়িতে চলে যাওয়ায় রাগে রাজকুমার তাঁর চার বছরের মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেন ৷ এবং প্রথমে মেয়ের দেহকে নদীতে ফেলে দেন ৷ পরে আবার দেহ তুলে নিয়ে এসে মাটিতে গর্ত করে কবর দেন । এরপর চার-পাঁচদিন কেটে যায় ৷ প্রতিবেশীদের বাচ্চা মেয়েটিকে না-দেখতে পেয়ে সন্দেহ হয় ৷ তারা খবর দেন শিশুটির মা'কে ৷ তিনি প্রতিবেশীর থেকে খবর পেয়ে মাকে নিয়ে রাজকুমারের বাড়িতে আসেন ৷ বাড়ি এসে তিনি বাচ্চাটিকে দেখতে না-পেয়ে রাজকুমারকে জিজ্ঞেস করা হয় ৷ কিন্তু রাজকুমার সদুত্তর দিতে না-পারলে বাসনাহি থানায় অভিযোগ দায়ের করা হয় ৷

ঘটনার তদন্তে নেমে পুলিশ রাজকুমারকে আটক করে ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান, মেয়েকে খুন করে পুঁতে দিয়েছেন ৷ রাজকুমার তাঁর স্ত্রী'র উপর প্রতিশোধ নিতে এই কাজ করেছেন বলে জানান ৷ এরপর পুলিশ রাজকুমারকে গ্রেফতার করে এবং নিজেদের হেফাজতে নিয়েছে । পুলিশ গিয়ে রাজকুমারের কথা অনুযায়ী জায়গা থেকে শিশুটির দেহ উদ্ধার করে ৷ ময়নাতদন্তের পর শিশুটির দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে । থানার ভারপ্রাপ্ত আধিকারিক অবিনাশ কুমার জানান, একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে হেফাজতে রাখা হয়েছে ।

আরও পড়ুন: মহিলা-সহ 2 শিশুর পচাগলা দেহ উদ্ধার, অভিযুক্ত স্বামী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.