ETV Bharat / bharat

Bulldozer to Groom: অভিনব যৌতুক ! জামাইকে বুলডোজার উপহার দিলেন শ্বশুর - উত্তরপ্রদেশে

বিয়েতে অভিনব যৌতুক পেলেন বর ৷ মেয়ে ভবিষ্যতে চাকরি না-পেলে কী করবে ? তাই মেয়ের বিয়েতে বরকে বুলডোজার দিলেন শ্বশুরমশাই (Hamirpur groom got bulldozer as dowry) ৷

UttarPradesh Marriage Bulldozer
ETV Bharat
author img

By

Published : Dec 17, 2022, 2:10 PM IST

হামিরপুর, 17 ডিসেম্বর: যোগীর বিয়েতে বুলডোজার ! বরকে ভালোবেসে শ্বশুরমশাই এই উপহার দিয়েছেন ৷ সোশাল মিডিয়ায় এই ঘটনার ভিডিয়ো ও ছবি ভাইরাল হয়েছে ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের হামিরপুরের ৷ যোগী-রাজ্যে এরকম যৌতুক পাওয়ার ঘটনা এই প্রথম ৷ উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বুলডোজার নিয়ে সারা দেশে রীতিমতো চর্চা হয়েছে ৷ এর জনপ্রিয়তা দিনে দিনে বেড়ে চলেছে ৷ এরই মধ্যে জেলায় একটি বিয়ের যৌতুকে বুলডোজার পাওয়ার ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে ৷

শ্বশুরমশাই অর্থাৎ কনের বাবা পরশুরাম অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক ৷ তিনি বিকাশ খণ্ড সুমেরপুর গ্রাম দেবগ্রামের বাসিন্দা ৷ তাঁর কন্যা নেহার বিয়ে হয় 15 ডিসেম্বর ৷

আরও পড়ুন: হবু বর কালো, বিয়ের দিনই বিয়ে ভাঙলেন তরুণী

পাত্র যোগেন্দ্র ওরফে যোগী প্রজাপতি ভারতীয় নৌবাহিনীতে কর্মরত ৷ বৃহস্পতিবার সুমেরপুরের একটি স্থানীয় গেস্ট হাউজে নেহা ও যোগীর বিয়ে হয় ৷ অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক যৌতুকে পাত্রকে কোনও বিলাসবহুল গাড়ি দিতে পারতেন ৷ কিন্তু তা না করে বুলডোজার উপহার দেন (Hamirpur groom got bulldozer as dowry) ৷

এই ঘটনায় সবাই তাজ্জব ৷ 16 ডিসেম্বর বুলডোজার বগলদাবা করে মেয়ে নেহা ও জামাই যোগী বিদায় নেন ৷ আশপাশের এলাকা থেকে গ্রামবাসীরা এসে বিদায়ী অনুষ্ঠান দেখার জন্য ভিড় জমান ৷ কেন বুলডোজার দিলেন নেহার বাবা ? পরশুরাম বলেন, "আমার মেয়ে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে ৷ যদি চাকরি না হয়, তাহলে এটা দিয়ে নিজে রোজগার করতে পারবে ৷" আরও একবার যোগীর বুলডোজার পাওয়া নিয়ে খুব চর্চা হচ্ছে ৷

হামিরপুর, 17 ডিসেম্বর: যোগীর বিয়েতে বুলডোজার ! বরকে ভালোবেসে শ্বশুরমশাই এই উপহার দিয়েছেন ৷ সোশাল মিডিয়ায় এই ঘটনার ভিডিয়ো ও ছবি ভাইরাল হয়েছে ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের হামিরপুরের ৷ যোগী-রাজ্যে এরকম যৌতুক পাওয়ার ঘটনা এই প্রথম ৷ উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বুলডোজার নিয়ে সারা দেশে রীতিমতো চর্চা হয়েছে ৷ এর জনপ্রিয়তা দিনে দিনে বেড়ে চলেছে ৷ এরই মধ্যে জেলায় একটি বিয়ের যৌতুকে বুলডোজার পাওয়ার ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে ৷

শ্বশুরমশাই অর্থাৎ কনের বাবা পরশুরাম অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক ৷ তিনি বিকাশ খণ্ড সুমেরপুর গ্রাম দেবগ্রামের বাসিন্দা ৷ তাঁর কন্যা নেহার বিয়ে হয় 15 ডিসেম্বর ৷

আরও পড়ুন: হবু বর কালো, বিয়ের দিনই বিয়ে ভাঙলেন তরুণী

পাত্র যোগেন্দ্র ওরফে যোগী প্রজাপতি ভারতীয় নৌবাহিনীতে কর্মরত ৷ বৃহস্পতিবার সুমেরপুরের একটি স্থানীয় গেস্ট হাউজে নেহা ও যোগীর বিয়ে হয় ৷ অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক যৌতুকে পাত্রকে কোনও বিলাসবহুল গাড়ি দিতে পারতেন ৷ কিন্তু তা না করে বুলডোজার উপহার দেন (Hamirpur groom got bulldozer as dowry) ৷

এই ঘটনায় সবাই তাজ্জব ৷ 16 ডিসেম্বর বুলডোজার বগলদাবা করে মেয়ে নেহা ও জামাই যোগী বিদায় নেন ৷ আশপাশের এলাকা থেকে গ্রামবাসীরা এসে বিদায়ী অনুষ্ঠান দেখার জন্য ভিড় জমান ৷ কেন বুলডোজার দিলেন নেহার বাবা ? পরশুরাম বলেন, "আমার মেয়ে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে ৷ যদি চাকরি না হয়, তাহলে এটা দিয়ে নিজে রোজগার করতে পারবে ৷" আরও একবার যোগীর বুলডোজার পাওয়া নিয়ে খুব চর্চা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.