সুবর্ণপুর(ওড়িশা), 1 মে: মর্মান্তিক ঘটনার সাক্ষী ওড়িশার সুবর্ণপুর । ছেলের মৃত্যুর খবর সহ্য করতে না পেরে প্রয়াত বাবাও । রবিবার কয়েক ঘণ্টার ব্যবধানে এমনই মর্মান্তিক দুটি ঘটনা ঘটেছে সুবর্ণপুরের তারাভা এলাকায় । নিহত বাবার নাম আদি সা ৷ তাঁর ছেলের নাম হল আর্থারান সা। পরপর দুটি ঘটনায় শোকস্তব্ধ পরিবার। এমন ঘটনা মেনে নিতে পারছেন না স্থানীয়রাও।
জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত শনিবার সন্ধ্যায়। বাবা আদি সা অসুস্থ বোধ করেন। তাঁর শরীরে বেশ কয়েকটি সমস্যা দেখা দেয়। তাই তাঁর ছেলে আর্থারান তাঁকে স্থানীয় বালাঙ্গীরের ভীমভোই মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান । সেখানে ভরতি করা হয় আদি সা'কে ৷ হাসপাতালে তাঁর সঙ্গেই ছিলেন আর্থারান । রাত পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল ৷ আদিনাথের চিকিৎসা শুরু হয়। রবিবার সকালে কোনও কাজে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন ছেলে আর্থারান । কাজ শেষ করে তিনি হাসপাতালে ফিরে আসেন আবার ।
সেসময় হঠাৎ বাবার অবস্থা খারাপ হয় ৷ বাবাকে গুরুতর অবস্থা দেখে আর্থারান অস্বস্তি অনুভব করে । হাসপাতালেই পড়ে যান ৷ প্রাথমিক পরীক্ষার পরই তাঁকে মৃত ঘোষণা করা হয় হাসপাতালের তরফে । এই খবব সহ্য করতে পারেননি বাবা। পরে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । ছেলের মৃত্যুর খবর পেয়ে মেডিক্যাল বেডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আদি সা'র । এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । বাবা ছেলের আকস্মিক মৃত্যুতে সকলকে অবাক করে দিয়েছে ৷ বিকেলে ময়নাতদন্তের পর বাবা ও ছেলের দেহ গ্রামে আনা হয় । বাবা-ছেলেকে একসঙ্গে গ্রামেই দাহ করা হয়েছে । নিকট আত্মীয়দের প্রয়াণের খবর শুনে এই ধরনের আগেও ঘটেছে । এবার এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল ওড়িশা ।
আরও পড়ুন: ছেলেকে বাঁচাতে গিয়ে মৃত্যু বাবার