কোলার (কর্নাটক), 7 নভেম্বর: স্ত্রীর চতুর্থ সন্তানও মেয়ে (Fourth girl child) হওয়ায় আত্মঘাতী হলেন এক ব্যক্তি (Father Died By Suicide)৷ কর্নাটকের কোলার জেলার শ্রীনিবাসপুর তালুকের শেট্টিহাল্লি গ্রামের ঘটনা । মৃত ব্যক্তির নাম লোকেশ (38)। জানা গিয়েছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেট্টিহাল্লি গ্রামে গাড়ির চালক হিসাবে কাজ করতেন লোকেশ ৷ আট বছর আগে অন্ধ্রপ্রদেশের পুঙ্গানুরের বাসিন্দা সিরিশার সঙ্গে তাঁর বিয়ে হয় । দুই বছরের ব্যবধানে এই দম্পতির তিনটি কন্যাসন্তান রয়েছে । পুত্র না হওয়ায় দুঃখ ছিল লোকেশের মনে ৷
এই অবস্থায় ফের গর্ভবতী হন সিরিশা ৷ গত 4 নভেম্বর তিনি চতুর্থ কন্যাসন্তানের জন্ম দেন । এতেই লোকেশ মানসিক ভাবে ভেঙে পড়েন বলে জানিয়েছে তাঁর পরিবার ৷ লোকেশ তাঁর মাকে তাঁর ভাইয়ের বাড়িতে পাঠিয়ে বাড়িতে একা ছিলেন । সেই রাতেই তিনি সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছে ।
আরও পড়ুন: কন্যাসন্তান জন্ম দেওয়ায় বধূকে মেরে ফেলার অভিযোগ, শাশুড়িকে গণধোলাই জনতার
পরদিন সকালে লোকেশের মা বাড়িতে এসে লোকেশের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান ৷ তিনি সঙ্গে সঙ্গে তাঁর আরেক ছেলে মঞ্জুনাথের কাছে যান । কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে লোকেশের । শ্রীনিবাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷