সুরগুজা (ছত্তিশগড়), 26 মার্চ : সাত বছরের মেয়ের মৃতদেহ কাঁধে নিয়ে 10 কিলোমিটার পথ পায়ে হেঁটে হাসপাতাল থেকে বাড়ি পৌঁছলেন এক ব্যক্তি (Father Carries Body of Daughter on Shoulders for 10 km in Chhattisgarh) ৷ ঘটনাটি ঘটেছে, ছত্তিশগড়ের সুরগুজা জেলার লখনপুরে ৷ সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছে ৷ ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন ৷
হাসপাতালের তরফে জানানো হয়েছে, শুক্রবার লখনপুরের আমডালা গ্রামের বাসিন্দা ঈশ্বর দাস তাঁর সাত বছরের মেয়েকে নিয়ে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে যান ৷ সেখানে উপস্থিত চিকিৎসকদের তিনি জানান, গত কয়েকদিন ধরে তাঁর মেয়ের জ্বর ৷ আজ ভোর থেকে সে জ্ঞান হারিয়েছে ৷ চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন মেয়েটির শরীরে অক্সিজেনের মাত্রা একেবারে কম ৷ ফলে চিকিৎসা শুরু হলেও সকাল সাড়ে সাতটা নাগাদ মেয়েটি মারা যায় ৷
কিন্তু, মেয়েটির দেহ তাঁর বাবাকে কাঁধে তুলে পায়ে হেঁটে কেন নিয়ে যেত হল ? এ নিয়ে গ্রামীণ উপস্বাস্থ্য আধিকারিক চিকিৎসক বিনোদ ভারগভ জানিয়েছেন, মেয়েটির বাবাকে শববাহী গাড়ি আসার জন্য অপেক্ষা করতে বলা হয়েছিল ৷ কিন্তু, তিনি নাকি অপেক্ষা না করেই, মেয়ের দেহ কাঁধে তুলে 10 কিলোমিটার পথ পায়ে হেঁটে গ্রামে ফিরে যান ৷ জানা গিয়েছে, শববাহী গাড়ি নাকি সকাল 9টা 20 মিনিটে হাসপাতালে পৌঁছেছিল ৷
আরও পড়ুন : Swastha Sathi Card Allegations : নেই স্বাস্থ্যসাথী কার্ড, তাও অস্ত্রোপচারের নামে কাটা হল টাকা
ঈশ্বর দাসের তাঁর মেয়ের দেহ কাঁধে তুলে নিয়ে যাওয়ার ছবি ভাইরাল হতেই হইচই পড়ে যায় সুরগুজা তথা ছত্তিশগড় রাজ্যে ৷ বিষয়টি জানতে পেরে স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও জেলা স্বাস্থ্য আধিকারিককে এ নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, ওই ব্যক্তি তাঁর মেয়ের দেহ কাঁধে তুলে নিয়ে যেতে চাইলেও, হাসপাতালে কর্তব্যরত স্বাস্থ্য়কর্মী ও চিকিৎসকদের দায়িত্ব ছিল, তাঁকে বুঝিয়ে প্রক্রিয়া মেনে দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার ৷ এই ঘটনায় সেই সময় ওই ওয়ার্ডে কর্তব্যরত সকল স্বাস্থ্যকর্মীদের সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন তিনি ৷
আরও পড়ুন : Swastha sathi Project: স্বাস্থ্যসাথী প্রকল্পের 130 কোটি টাকা বকেয়া চেয়ে রাজ্যকে চিঠি বেসরকারি হাসপাতালগুলির