তিরুচিরাপল্লী, 16 ডিসেম্বর: ক্যানেলের ধার থেকে নবজাতক উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় তিরুচিরাপল্লীর জিয়াপুরমের মুক্কম্বুর এলাকায় ৷ স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নবজাতককে উদ্ধার করে তড়িঘড়ি তিরুচিরাপল্লীর সরকারি হাসপাতালে ভর্তি করে ৷ নবজাতকের বাবা-মায়ের খোঁজ পেতে তদন্ত শুরু করে পুলিশ (Father arrested for Poisoning Daughter to Death)৷
এই পরিস্থিতির মধ্যে হঠাৎ পুলিশ জানতে পারে আত্মহত্যার চেষ্টা করা 19 বছর বয়সি এক তরুণীকে তিরুচিরাপল্লীর এই হাসপাতালে ভর্তি করা হয় ৷ এই বিষয়ে পুলিশ জানায়, চিকিৎসা চলাকালীন তরুণীর অবস্থার অবনতি হয় ৷ তবে তাঁর স্বীকারোক্তি নেওয়ার সিদ্ধান্ত হয় ৷ ঘটনার কথা জানতে পেরে জেলাশাসক হাসপাতালে গিয়ে মৃত্যুমুখী ওই তরুণীর বয়ান রেকর্ড করেন ৷ তারপরই তরুণীর মৃত্যু হয় ৷
ওই তরুণীর স্বীকারোক্তি ও তদন্ত থেকে উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ৷ তিরুচিরাপল্লীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যানেলের ধার থেকে উদ্ধার হওয়া সদ্যোজাত ওই মৃত তরুণীর ৷ অবিবাহিত হয়ে সন্তানের জন্ম দেওয়ায়, তা পরিবারের জন্য অপমানজনক ভেবে বিষয়টিকে অন্যদের থেকে লুকিয়ে রাখেন ৷ জন্ম হওয়া মাত্রই তারা একটি ঝোপের মধ্যে সদ্যোজাতকে ফেলে আসেন ৷
এরপর সদ্যোজাতকে উদ্ধারের পর সেই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করতেই ওই তরুণীকে হত্যার সিদ্ধান্ত নেয় তাঁর পরিবার (Father arrested for Poisoning Daughter to Death Rage over Premarital Child Birth)৷ বিষক্রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ওই তরুণীর মৃত্যু হয় ৷ তবে মৃত্যুকালীন জবানবন্দিতে তরুণী পুরো বিষয়টি পুলিশকে জানিয়ে যায় ৷ বিষয়টি জানার পরই তরুণীর বাবা ও কাকিমাকে গ্রেফতার করা হয় ৷
আরও পড়ুন : বান্ধবীকে হেনস্তা করায় স্কুলের অধ্যক্ষকে খুনে অভিযুক্ত যুবক