ETV Bharat / bharat

Minor Girl Raped: একাধিকবার ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী সতেরোর কিশোরী! গ্রেফতার অভিযুক্ত বাবা ও প্রতিবেশী - বাবা এবং প্রতিবেশীর বিরুদ্ধে

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবক ও পরে বাড়িতে বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ কিশোরীর ৷ ঘটনায় বাবা ও প্রতিবেশী যুবক গ্রেফতার ৷

Minor Girl Raped
ধর্ষণ
author img

By

Published : Jun 25, 2023, 11:50 AM IST

মুম্বই, 25 জুন: 17 বছর বয়সি নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল তার বাবা এবং প্রতিবেশীর বিরুদ্ধে । মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে ঘটনাটি প্রকাশ্যে আসে ৷ মা-কে সব কথা জানায় ওই কিশোরী। পরবর্তীতে পুলিশে অভিযোগ দায়ের হলে মুম্বইয়ের তিলক নগর থানা এলাকার ঘটনায় বাবা-সহ প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেয়েটিরই পাড়ায় বসবাসকারী 32 বছর বয়সি এক ব্যক্তি চলতি বছর ফেব্রুয়ারি মাসে কিশোরীকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে পরিবারের কাছে । তারপর থেকে দু'জনেই একে অপরের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেছিল । বাড়ির লোকেরাও সে কথা জানত ৷ এরপর ওই যুবক মেয়েটিকে বিয়ের অছিলায় বারবার বিনা অনুমতিতে বারংবার শারীরিক সম্পর্ক গড়ে তোলে ৷ তবে ভয়ে কিশোরী এই ঘটনার কথা তার পরিবারের থেকে লুকিয়ে যায়। গত 28 ফেব্রুয়ারি নির্যাতিতার মা কাজের জন্য বাইরে গিয়েছিলেন এবং মেয়েটি তার বাবার সঙ্গে বাড়িতে একা ছিল । সে সময় বাবার সঙ্গে কথা কাটাকাটির পর সেও তাঁকে ধর্ষণ করে বলে মারাত্মক অভিযোগ। তবে এরপরেও মেয়েটি বিষয়টি তার পরিবার বা বন্ধুদের কাউকে জানায়নি ।

আরও পড়ুন: 8 বছরের ছেলেকে যৌন নিপীড়ন, বাবাকে 90 বছরের সাজা আদালতের

চলতি সপ্তাহের শুরুতে মেয়েটি জানতে পারে যে সে অন্তঃসত্ত্বা ৷ তখন সে সাহস করে তার মাকে সমস্তকিছু জানায়। এরপরেই মা ও মেয়ে দু'জনে গিয়ে তিলক নগর থানায় প্রতিবেশী ও বাবার বিরুদ্ধে অভিযোগ জানায় । বৃহস্পতিবার সন্ধেয় অভিযুক্ত দু'জনকেই গ্রেফতার করে পুলিশ । তিলক নগর থানার পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে দু'জনে সব অপরাধের কথা স্বীকার করেছে । দুই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 376 (ধর্ষণ), 376 (2) (এফ), 376 (2) (জি) এবং পকসো আইনের ধারা 4, 6, 8 এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে ।

মুম্বই, 25 জুন: 17 বছর বয়সি নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল তার বাবা এবং প্রতিবেশীর বিরুদ্ধে । মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে ঘটনাটি প্রকাশ্যে আসে ৷ মা-কে সব কথা জানায় ওই কিশোরী। পরবর্তীতে পুলিশে অভিযোগ দায়ের হলে মুম্বইয়ের তিলক নগর থানা এলাকার ঘটনায় বাবা-সহ প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেয়েটিরই পাড়ায় বসবাসকারী 32 বছর বয়সি এক ব্যক্তি চলতি বছর ফেব্রুয়ারি মাসে কিশোরীকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে পরিবারের কাছে । তারপর থেকে দু'জনেই একে অপরের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেছিল । বাড়ির লোকেরাও সে কথা জানত ৷ এরপর ওই যুবক মেয়েটিকে বিয়ের অছিলায় বারবার বিনা অনুমতিতে বারংবার শারীরিক সম্পর্ক গড়ে তোলে ৷ তবে ভয়ে কিশোরী এই ঘটনার কথা তার পরিবারের থেকে লুকিয়ে যায়। গত 28 ফেব্রুয়ারি নির্যাতিতার মা কাজের জন্য বাইরে গিয়েছিলেন এবং মেয়েটি তার বাবার সঙ্গে বাড়িতে একা ছিল । সে সময় বাবার সঙ্গে কথা কাটাকাটির পর সেও তাঁকে ধর্ষণ করে বলে মারাত্মক অভিযোগ। তবে এরপরেও মেয়েটি বিষয়টি তার পরিবার বা বন্ধুদের কাউকে জানায়নি ।

আরও পড়ুন: 8 বছরের ছেলেকে যৌন নিপীড়ন, বাবাকে 90 বছরের সাজা আদালতের

চলতি সপ্তাহের শুরুতে মেয়েটি জানতে পারে যে সে অন্তঃসত্ত্বা ৷ তখন সে সাহস করে তার মাকে সমস্তকিছু জানায়। এরপরেই মা ও মেয়ে দু'জনে গিয়ে তিলক নগর থানায় প্রতিবেশী ও বাবার বিরুদ্ধে অভিযোগ জানায় । বৃহস্পতিবার সন্ধেয় অভিযুক্ত দু'জনকেই গ্রেফতার করে পুলিশ । তিলক নগর থানার পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে দু'জনে সব অপরাধের কথা স্বীকার করেছে । দুই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 376 (ধর্ষণ), 376 (2) (এফ), 376 (2) (জি) এবং পকসো আইনের ধারা 4, 6, 8 এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.