খাণ্ডবা (মধ্যপ্রদেশ), 27 নভেম্বর: শ্বশুর-শাশুড়ি মিলে বিধবা পুত্রবধূর বিয়ে দিলেন (Father and Mother in law Gave Remarriage to his Daughter in Law After Death of his Son)৷ ছেলের মৃত্যুর পর পুত্রবধূর ভবিষ্যত জীবনের কথা ভেবে তাঁরা এই সিদ্ধান্ত নেন ৷ সেই মতো পুত্রবধূর জন্য পাত্র খুঁজতে শুরু করেন ৷ এরপর পাত্র মিলতেই তাঁর সঙ্গে চারহাত এক করে দেন শ্বশুর-শাশুড়ি ৷ রবিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের খাণ্ডবা জেলায় ৷ বিয়ের পর পুত্রবধূকে কন্যার মতো বিদায়ও জানিয়েছেন তাঁরা ৷
বিধবা পুত্রবধূর জন্য নতুন সম্বন্ধ খোঁজা থেকে শুরু করে তার বিয়ে দেওয়া পর্যন্ত নিজের বাবা-মায়ের মতো পাশে থেকেছেন ৷ বিধবা পুত্রবধূ ও তার বর্তমান স্বামী, দু'জনেই বিয়ের কয়েক বছরের মধ্যে তাঁদের জীবনসঙ্গীকে হারিয়েছিলেন ৷ ছেলের মৃত্যুর পর থেকেই বিধবা পুত্রবধূর ভবিষ্যত জীবনের কথা ভাবতে শুরু করেন ৷ তারপরই এই সিদ্ধান্ত ৷ এদিন গায়ত্রী মন্দিরে অনুষ্ঠিত এই পুনর্বিবাহ সমাজকে বার্তা দেওয়ার পাশাপাশি জনসচেতনতার কাজ করেছে ৷
আরও পড়ুন : ছেলের মৃত্যুশোক ভুলে পুত্রবধূর বিয়ে দিলেন শ্বশুর