ETV Bharat / bharat

Farooq Abdullah Slams BJP: 'রাম শুধু হিন্দুদের নন, সবার ভগবান', বিজেপিকে কটাক্ষ করে দাবি ফারুক আবদুল্লার - Ram is not just god of Hindus

ভগবান রামকে নিয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরব হলেন ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা ৷ বৃহস্পতিবার তিনি জানান, বিজেপি রামের নাম ব্যবহার করছে ক্ষমতা পাওয়ার জন্য (Bhagwan Ram is god of everyone) ৷

Farooq Abdullah
ফারুক আবদুল্লা
author img

By

Published : Mar 24, 2023, 8:26 AM IST

Updated : Mar 24, 2023, 12:07 PM IST

উধমপুর (জম্মু), 24 মার্চ: রাম শুধু হিন্দুদের নন, সবার ভগবান । এমনই মত ফারুক আবদুল্লার ৷ এই কথার সূত্র ধরে বৃহস্পতিবার বিজেপিকেও নিশানা করেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ ন্যাশনাল কনফারেন্স পার্টির প্রধান বলেন, "বিজেপি শুধুমাত্র রামের নাম নিয়ে ক্ষমতায় থাকতে চায় ৷ কিন্তু রাম কেবল হিন্দুদের ঈশ্বর নন ৷" উপত্যকায় প্যান্থার দলের একটি জনসভায় তিনি বলেন, "ভগবান রাম শুধু হিন্দুর ভগবান নয় ৷ দয়া করে এই ধারণা আপনাদের মন থেকে মুছে ফেলুন (Farooq Abdullah said Ram is not Hindus' god alone) ৷ ভগবান রাম প্রত্যেকের- সে মুসলিম ধর্মের হোক অথবা খ্রিস্ট অথবা আমেরিকান অথবা রাশিয়া ৷ যাঁর রামে বিশ্বাস আছে, তাঁরই ভগবান ৷"

বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, "যাঁরা আপনাদের কাছে এসে বলেন যে তাঁরাই শুধু রামের ভক্ত- তাঁরা বোকা ৷ তাঁরা রামের নামে নিজেদের বিক্রি করতে চান ৷ তাঁদের রামের প্রতি কোনও ভালোবাসা নেই, কিন্তু ক্ষমতায় আসার জন্য রামকে কাজে লাগানোর চেষ্টা করছেন ৷" এ প্রসঙ্গে উঠে আসে রাম মন্দিরের কথা ৷ ফারুক আবদুল্লা বলেন, " আমার মনে হয়, জম্মু ও কাশ্মীরে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেভাগে একটি রাম মন্দির উদ্বোধন হবে এখানে ৷ এভাবে আমজনতার মন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হবে ৷"

2024 সালে লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ তার আগে অ-বিজেপি দলগুলি জোট বাঁধছে ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের ঐক্যের মধ্যে কোনও বাধা থাকবে না ৷ সেটা কংগ্রেস হোক, এনসি অথবা প্যান্থার পার্টি - আমরা মানুষের জন্য লড়ব এবং প্রয়োজনে মৃত্যুও বরণ করব ৷ কিন্তু আমরা সবাই এক থাকব ৷"

ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম নিয়ে আরও একবার প্রশ্ন তোলেন জম্মু ও কাশ্মীরের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ তিনি মানুষকে এ বিষয়ে সচেতন থাকার বার্তা দেন ৷ কেন্দ্রশাসিত এই উপত্যকায় নির্বাচনের আগে ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে তিনি সাধারণ মানুষকে সতর্ক থাকার কথা জানান ৷ তাঁর কথায়, "ওরা বারবার 'হিন্দুরা বিপদে আছে' কথাটি ব্যবহার করবে ৷ কিন্তু আমরা অনুরোধ করব, আপনারা এর শিকার হবেন না ৷"

আরও পড়ুন: ভগবান রামকে নিয়ে জিতন রাম মাঝির মন্তব্য়ে বিতর্কের ঝড়

উধমপুর (জম্মু), 24 মার্চ: রাম শুধু হিন্দুদের নন, সবার ভগবান । এমনই মত ফারুক আবদুল্লার ৷ এই কথার সূত্র ধরে বৃহস্পতিবার বিজেপিকেও নিশানা করেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ ন্যাশনাল কনফারেন্স পার্টির প্রধান বলেন, "বিজেপি শুধুমাত্র রামের নাম নিয়ে ক্ষমতায় থাকতে চায় ৷ কিন্তু রাম কেবল হিন্দুদের ঈশ্বর নন ৷" উপত্যকায় প্যান্থার দলের একটি জনসভায় তিনি বলেন, "ভগবান রাম শুধু হিন্দুর ভগবান নয় ৷ দয়া করে এই ধারণা আপনাদের মন থেকে মুছে ফেলুন (Farooq Abdullah said Ram is not Hindus' god alone) ৷ ভগবান রাম প্রত্যেকের- সে মুসলিম ধর্মের হোক অথবা খ্রিস্ট অথবা আমেরিকান অথবা রাশিয়া ৷ যাঁর রামে বিশ্বাস আছে, তাঁরই ভগবান ৷"

বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, "যাঁরা আপনাদের কাছে এসে বলেন যে তাঁরাই শুধু রামের ভক্ত- তাঁরা বোকা ৷ তাঁরা রামের নামে নিজেদের বিক্রি করতে চান ৷ তাঁদের রামের প্রতি কোনও ভালোবাসা নেই, কিন্তু ক্ষমতায় আসার জন্য রামকে কাজে লাগানোর চেষ্টা করছেন ৷" এ প্রসঙ্গে উঠে আসে রাম মন্দিরের কথা ৷ ফারুক আবদুল্লা বলেন, " আমার মনে হয়, জম্মু ও কাশ্মীরে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেভাগে একটি রাম মন্দির উদ্বোধন হবে এখানে ৷ এভাবে আমজনতার মন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হবে ৷"

2024 সালে লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ তার আগে অ-বিজেপি দলগুলি জোট বাঁধছে ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের ঐক্যের মধ্যে কোনও বাধা থাকবে না ৷ সেটা কংগ্রেস হোক, এনসি অথবা প্যান্থার পার্টি - আমরা মানুষের জন্য লড়ব এবং প্রয়োজনে মৃত্যুও বরণ করব ৷ কিন্তু আমরা সবাই এক থাকব ৷"

ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম নিয়ে আরও একবার প্রশ্ন তোলেন জম্মু ও কাশ্মীরের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ তিনি মানুষকে এ বিষয়ে সচেতন থাকার বার্তা দেন ৷ কেন্দ্রশাসিত এই উপত্যকায় নির্বাচনের আগে ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে তিনি সাধারণ মানুষকে সতর্ক থাকার কথা জানান ৷ তাঁর কথায়, "ওরা বারবার 'হিন্দুরা বিপদে আছে' কথাটি ব্যবহার করবে ৷ কিন্তু আমরা অনুরোধ করব, আপনারা এর শিকার হবেন না ৷"

আরও পড়ুন: ভগবান রামকে নিয়ে জিতন রাম মাঝির মন্তব্য়ে বিতর্কের ঝড়

Last Updated : Mar 24, 2023, 12:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.