ETV Bharat / bharat

Jammu And Kashmir: ফারুখ আবদুল্লা ও মেহবুবা মুফতিকে গৃহবন্দি করার খবর, মানতে নারাজ পুলিশ

370 ধারা বাতিলের বিরোধিতা করায় জম্মু-কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা ও মেহবুবা মুফতিকে গৃহবন্দি করার খবর গুজব বলে দাবি শ্রীনগর পুলিশের (Farooq Abdullah and Mehbooba Mufti) ৷

Jammu And Kashmir
গৃহবন্দি ফারুখ আবদুল্লা ও মেহবুবা মুফতি
author img

By

Published : Aug 5, 2022, 5:37 PM IST

Updated : Aug 5, 2022, 6:44 PM IST

শ্রীনগর, 5 অগস্ট: জম্মু-কাশ্মীরকে বিশেষ ক্ষমতা প্রদানকারী 370 ধারা বাতিলের বিরোধিতা করায় জম্মু-কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা ও মেহবুবা মুফতিকে গৃহবন্দি করার খবর মিলেছে (Farooq Abdullah and Mehbooba Mufti) ৷ যদিও খবরের সত্যতা অস্বীকার করেছে শ্রীনগর পুলিশ ৷

2019 সালের 5 অগস্ট কেন্দ্র বাতিল করে দিয়েছিল জম্মু-কাশ্মীরকে বিশেষ ক্ষমতা প্রদানকারী সংবিধানের 370 ধারা ৷ শুক্রবার এই ঘটনার তিন বছরপূর্তি হল ৷ সম্প্রতি এক বৈঠকে ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ আবদুল্লা ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হন ৷ সূত্রের খবর, সেই বৈঠকে ফারুখ আবদুল্লা বলেন, "2019 সালের 5 অগস্ট বেআইনিভাবে, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক কায়দায় আমাদের থেকে যে অধিকার কেড়ে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণভাবে লড়াই চালিয়ে যাব ৷ "

আরও পড়ুন: মোদির সঙ্গে বৈঠকে বকেয়া জিএসটি মেটানোর দাবি মমতার, দাবি সূত্রের

  • There is fake news going around that some National Conference&PDP leaders have been placed under house arrest on Gupkar Road.This news is completely baseless.There're additional personnel deployed there at certain places,in view of certain inputs of terror attack: Srinagar Police

    — ANI (@ANI) August 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও জম্মু-কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করার খবর মানতে চায়নি শ্রীনগর পুলিশ ৷ গোটা বিষয়টিকে তারা গুজব বলে দাবি করেছে ৷ পুলিশের দাবি, জঙ্গি হামলার আশঙ্কায় শুধুমাত্র কয়েকটি জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ৷

শ্রীনগর, 5 অগস্ট: জম্মু-কাশ্মীরকে বিশেষ ক্ষমতা প্রদানকারী 370 ধারা বাতিলের বিরোধিতা করায় জম্মু-কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা ও মেহবুবা মুফতিকে গৃহবন্দি করার খবর মিলেছে (Farooq Abdullah and Mehbooba Mufti) ৷ যদিও খবরের সত্যতা অস্বীকার করেছে শ্রীনগর পুলিশ ৷

2019 সালের 5 অগস্ট কেন্দ্র বাতিল করে দিয়েছিল জম্মু-কাশ্মীরকে বিশেষ ক্ষমতা প্রদানকারী সংবিধানের 370 ধারা ৷ শুক্রবার এই ঘটনার তিন বছরপূর্তি হল ৷ সম্প্রতি এক বৈঠকে ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ আবদুল্লা ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হন ৷ সূত্রের খবর, সেই বৈঠকে ফারুখ আবদুল্লা বলেন, "2019 সালের 5 অগস্ট বেআইনিভাবে, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক কায়দায় আমাদের থেকে যে অধিকার কেড়ে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণভাবে লড়াই চালিয়ে যাব ৷ "

আরও পড়ুন: মোদির সঙ্গে বৈঠকে বকেয়া জিএসটি মেটানোর দাবি মমতার, দাবি সূত্রের

  • There is fake news going around that some National Conference&PDP leaders have been placed under house arrest on Gupkar Road.This news is completely baseless.There're additional personnel deployed there at certain places,in view of certain inputs of terror attack: Srinagar Police

    — ANI (@ANI) August 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও জম্মু-কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করার খবর মানতে চায়নি শ্রীনগর পুলিশ ৷ গোটা বিষয়টিকে তারা গুজব বলে দাবি করেছে ৷ পুলিশের দাবি, জঙ্গি হামলার আশঙ্কায় শুধুমাত্র কয়েকটি জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ৷

Last Updated : Aug 5, 2022, 6:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.