ETV Bharat / bharat

Farmers write open letter to PM : দাবিদাওয়া জানিয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখবেন কৃষকরা - কৃষি আইন প্রত্যাহার

এখনও অনেক দাবিদাওয়া পূরণ হওয়া বাকি ৷ তাই প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখবেন কৃষকরা ৷ রবিবার সিঙ্ঘু সীমানায় আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁরা ৷

farmers will write open letter to prime minister narendra modi
Farmers Meeting : দাবিদাওয়া জানিয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখবেন কৃষকরা
author img

By

Published : Nov 21, 2021, 8:27 PM IST

নয়াদিল্লি, 21 নভেম্বর : কৃষিজ পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য (Minimum Support Prices) বা এমএসপি (MSP) নিশ্চিত করা-সহ তাঁদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) খোলা চিঠি লিখবেন কৃষকরা ৷ রবিবারের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, কৃষি আইন বাতিলের (Farm Laws Repeal) সিদ্ধান্ত ঘোষিত হওয়ার পর আন্দোলনের পরবর্তী রণকৌশল স্থির করতে এদিন সিঙ্ঘু সীমানায় বৈঠকে বসেন সংযুক্ত কিষাণ মোর্চার (Samyukt Kisan Morcha) নেতারা ৷ সেই বৈঠকেই প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লেখার বিষয়ে সহমত হন তাঁরা ৷

আরও পড়ুন : Farmers Meeting : পরবর্তী রণকৌশল স্থির করতে সিঙ্ঘু সীমানায় বৈঠক কৃষকদের

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন কৃষক নেতারা ৷ তাঁদের প্রতিনিধি হিসাবে বলবীর সিং রাজেওয়াল বলেন, ‘‘আমরা প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখব ৷ তাতে কৃষিজ পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য কমিটি গঠন, তার অধিকার, সময়সীমা ও কর্তব্য নিশ্চিত করা ছাড়াও 2020 সালের বিদ্যুৎ বিল এবং কৃষকদের বিরুদ্ধে রুজু হওয়া বিভিন্ন মামলা তুলে নেওয়ার দাবি জানানো হবে ৷ এছাড়া, লখিমপুর খেরির ঘটনার প্রেক্ষিতে আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অজয় মিশ্র টেনিকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ারও দাবি জানাব ৷’’

দেরিতে হলেও কৃষকদের দৃঢ়তার সামনে মাথা ঝোঁকাতে বাধ্য হয়েছে কেন্দ্রের মোদি সরকার ৷ বিতর্কিত তিন কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে তারা ৷ সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন কৃষক নেতারা ৷ বলবীর সিং রাজেওয়াল এই প্রসঙ্গে বলেন, ‘‘এটা একটা ভালো পদক্ষেপ ৷ আমরা একে স্বাগত জানাচ্ছি ৷ কিন্তু, এখনও অনেক কিছুই আগের মতো রয়ে গিয়েছে ৷’’

আরও পড়ুন : Farm Laws Repeal : কৃষি আইনে পিছু হটেছে কেন্দ্র, উচ্ছ্বসিত বিরোধীরা

বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে জানাতে গিয়ে বলবীর বলেন, ‘‘আমরা কৃষি আইন বাতিল নিয়ে আলোচনা করেছি ৷ এরপরই কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আমরা আগেই যেসমস্ত কর্মসূচির নির্ঘণ্ট তৈরি করেছিলাম, সেগুলি সেই মতোই পালন করা হবে ৷ আগামী 22 নভেম্বর লখনউয়ে কিষাণ পঞ্চায়েত করা হবে ৷ 26 নভেম্বর সবক’টি সীমানায় আমরা জমায়েত করব এবং 29 নভেম্বর সংসদ অভিযান করা হবে ৷’’ এছাড়াও, আগামী 27 নভেম্বর ফের বৈঠকে বসবেন সংযুক্ত কিষাণ মোর্চার নেতারা ৷ তত দিনে পরিস্থিতি কোন দিকে এগোয়, তা বুঝে নিয়েই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন বলবীর ৷

নয়াদিল্লি, 21 নভেম্বর : কৃষিজ পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য (Minimum Support Prices) বা এমএসপি (MSP) নিশ্চিত করা-সহ তাঁদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) খোলা চিঠি লিখবেন কৃষকরা ৷ রবিবারের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, কৃষি আইন বাতিলের (Farm Laws Repeal) সিদ্ধান্ত ঘোষিত হওয়ার পর আন্দোলনের পরবর্তী রণকৌশল স্থির করতে এদিন সিঙ্ঘু সীমানায় বৈঠকে বসেন সংযুক্ত কিষাণ মোর্চার (Samyukt Kisan Morcha) নেতারা ৷ সেই বৈঠকেই প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লেখার বিষয়ে সহমত হন তাঁরা ৷

আরও পড়ুন : Farmers Meeting : পরবর্তী রণকৌশল স্থির করতে সিঙ্ঘু সীমানায় বৈঠক কৃষকদের

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন কৃষক নেতারা ৷ তাঁদের প্রতিনিধি হিসাবে বলবীর সিং রাজেওয়াল বলেন, ‘‘আমরা প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখব ৷ তাতে কৃষিজ পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য কমিটি গঠন, তার অধিকার, সময়সীমা ও কর্তব্য নিশ্চিত করা ছাড়াও 2020 সালের বিদ্যুৎ বিল এবং কৃষকদের বিরুদ্ধে রুজু হওয়া বিভিন্ন মামলা তুলে নেওয়ার দাবি জানানো হবে ৷ এছাড়া, লখিমপুর খেরির ঘটনার প্রেক্ষিতে আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অজয় মিশ্র টেনিকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ারও দাবি জানাব ৷’’

দেরিতে হলেও কৃষকদের দৃঢ়তার সামনে মাথা ঝোঁকাতে বাধ্য হয়েছে কেন্দ্রের মোদি সরকার ৷ বিতর্কিত তিন কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে তারা ৷ সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন কৃষক নেতারা ৷ বলবীর সিং রাজেওয়াল এই প্রসঙ্গে বলেন, ‘‘এটা একটা ভালো পদক্ষেপ ৷ আমরা একে স্বাগত জানাচ্ছি ৷ কিন্তু, এখনও অনেক কিছুই আগের মতো রয়ে গিয়েছে ৷’’

আরও পড়ুন : Farm Laws Repeal : কৃষি আইনে পিছু হটেছে কেন্দ্র, উচ্ছ্বসিত বিরোধীরা

বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে জানাতে গিয়ে বলবীর বলেন, ‘‘আমরা কৃষি আইন বাতিল নিয়ে আলোচনা করেছি ৷ এরপরই কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আমরা আগেই যেসমস্ত কর্মসূচির নির্ঘণ্ট তৈরি করেছিলাম, সেগুলি সেই মতোই পালন করা হবে ৷ আগামী 22 নভেম্বর লখনউয়ে কিষাণ পঞ্চায়েত করা হবে ৷ 26 নভেম্বর সবক’টি সীমানায় আমরা জমায়েত করব এবং 29 নভেম্বর সংসদ অভিযান করা হবে ৷’’ এছাড়াও, আগামী 27 নভেম্বর ফের বৈঠকে বসবেন সংযুক্ত কিষাণ মোর্চার নেতারা ৷ তত দিনে পরিস্থিতি কোন দিকে এগোয়, তা বুঝে নিয়েই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন বলবীর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.