ETV Bharat / bharat

Rajasthan Farmers Protest: ঋণ মকুব করেনি সরকার, রাজস্থানে ভারত জোড়ো যাত্রায় চাষিদের প্রতিবাদ

রাহুল গান্ধি কথা দিয়েছিলেন, চাষিদের ঋণ মকুব করা হবে ৷ কিন্তু বাস্তবে তা হয়নি ৷ তাই ভারত জোড়ো যাত্রায় বিক্ষোভ দেখালেন কৃষকরা (Farmers Agitation demanding loan waivers) ৷

Rahul Gandhi
ETV Bharat
author img

By

Published : Dec 20, 2022, 1:10 PM IST

আলওয়ার, 20 ডিসেম্বর: বিক্ষোভের মুখে ভারত জোড়ো যাত্রা ৷ এখন রাজস্থানে কংগ্রেসের এই যাত্রা ৷ 103তম দিনে আজ আলওয়ারের কাটি ঘাটি পার্ক থেকে রামগড় পর্যন্ত হাঁটবেন রাহুল গান্ধি ও তাঁর সঙ্গে অন্যরাও (Farmers protest during Bharat Jodo, demand loan waivers) ৷

রাজস্থানে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) প্রবেশ করেছে 4 ডিসেম্বর ৷ এর মধ্যে কৃষকেরা ঋণ মকুব নিয়ে প্রতিবাদ দেখায় ৷ তাঁদের বক্তব্য, অশোক গেহলট সরকার চাষিদের ঋণ মকুব করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ কিন্তু তিনি কথা রাখেননি ৷ একটি সংবাদসংস্থাকে এক আন্দোলনরত কৃষক বলেন, "রাহুল গান্ধি কথা দিয়েছিলেন, চাষিদের ঋণ মকুব করা হবে ৷ তেমন কিছু হয়নি ৷ কোনও প্রতিশ্রুতিই পূরণ করেনি সরকার ৷ আমরা জলের অভাব নিয়ে দুর্ভোগে দিন কাটাচ্ছি ৷"

আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রায় প্রাক্তন আরবিআই গভর্নর, রাহুলের সঙ্গে পা মেলালেন রঘুরাম রাজন

7 সেপ্টেম্বর, 2022 তারিখে তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রার সূচনা হয় ৷ 3 হাজার 570 কিলোমিটার পথ হাঁটবেন রাহুল গান্ধি নেতৃত্বে কংগ্রেস নেতারা ৷ আগামী বছরে জানুয়ারি মাসে জম্মু ও কাশ্মীরে শেষ হবে এই পদযাত্রা ৷ ইতিমধ্যে তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র হয়ে রাজস্থানে হচ্ছে এই যাত্রা ৷ তাঁর সঙ্গে পা মিলিয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ ৷

আলওয়ার, 20 ডিসেম্বর: বিক্ষোভের মুখে ভারত জোড়ো যাত্রা ৷ এখন রাজস্থানে কংগ্রেসের এই যাত্রা ৷ 103তম দিনে আজ আলওয়ারের কাটি ঘাটি পার্ক থেকে রামগড় পর্যন্ত হাঁটবেন রাহুল গান্ধি ও তাঁর সঙ্গে অন্যরাও (Farmers protest during Bharat Jodo, demand loan waivers) ৷

রাজস্থানে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) প্রবেশ করেছে 4 ডিসেম্বর ৷ এর মধ্যে কৃষকেরা ঋণ মকুব নিয়ে প্রতিবাদ দেখায় ৷ তাঁদের বক্তব্য, অশোক গেহলট সরকার চাষিদের ঋণ মকুব করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ কিন্তু তিনি কথা রাখেননি ৷ একটি সংবাদসংস্থাকে এক আন্দোলনরত কৃষক বলেন, "রাহুল গান্ধি কথা দিয়েছিলেন, চাষিদের ঋণ মকুব করা হবে ৷ তেমন কিছু হয়নি ৷ কোনও প্রতিশ্রুতিই পূরণ করেনি সরকার ৷ আমরা জলের অভাব নিয়ে দুর্ভোগে দিন কাটাচ্ছি ৷"

আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রায় প্রাক্তন আরবিআই গভর্নর, রাহুলের সঙ্গে পা মেলালেন রঘুরাম রাজন

7 সেপ্টেম্বর, 2022 তারিখে তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রার সূচনা হয় ৷ 3 হাজার 570 কিলোমিটার পথ হাঁটবেন রাহুল গান্ধি নেতৃত্বে কংগ্রেস নেতারা ৷ আগামী বছরে জানুয়ারি মাসে জম্মু ও কাশ্মীরে শেষ হবে এই পদযাত্রা ৷ ইতিমধ্যে তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র হয়ে রাজস্থানে হচ্ছে এই যাত্রা ৷ তাঁর সঙ্গে পা মিলিয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.