ETV Bharat / bharat

Stubble Burning Curb: খড়-ফসল পোড়ালে বিশাল অঙ্কের জরিমানা, দিল্লির দূষণ মোকাবিলায় বড় ঘোষণা গুরুগ্রাম প্রশাসনের

author img

By

Published : Oct 12, 2022, 2:21 PM IST

শীত আসছে । সঙ্গী দূষণও ৷ রাজধানীতে দূষণের মাত্রা কমাতে গুরুগ্রাম জেলা প্রশাসন এবার কড়া পদক্ষেপ নিল ৷ জানিয়ে দেওয়া হল, এবার থেকে চাষিরা জমিতে খড়, ফসলের অবশিষ্ট বা বীজ আগুনে পোড়ালে মোটা টাকা জরিমানা দিতে হবে (Gurugram Farmers to be fined) ৷

Stubble Burning
ETV Bharat

গুরুগ্রাম, 12 অক্টোবর: এবার থেকে খড় এবং ফসলের বীজ পোড়ালে জরিমানা দিতে হবে গুরুগ্রাম এবং তাঁর আশপাশের এলাকার ৷ প্রতি বছর শীতে দিল্লিতে দূষণের (Delhi Pollution) মাত্রা বাড়তে থাকে ৷ পরিস্থিতি এতটাই গুরুতর হয় যে নিত্যদিনই তা খবরের শিরোনামে থাকে ৷ দূষণের সাদা চাদরে ঢেকে যায় রাজধানী থেকে শুরু করে এনসিআরের বিরাট এলাকা ৷ সামান্য দূরত্বেও কিছু দেখা সম্ভব হয়ে ওঠে না ৷ মাস্ক পরে ঘুরতে হয় সাধারণ মানুষকে ৷ এই সময় শ্বাসকষ্টের মতো রোগগুলিও বেড়ে যায় ৷ এর জন্য অনেকটাই দায়ী দিল্লি লাগোয়া হরিয়ানা, উত্তর প্রদেশ, পঞ্জাবের বেশ কিছু জায়গায় ফসল পোড়ানো (Farmers involved in stubble burning will be fined) ৷ আর এনিয়ে রাজনৈতিক টানাপোড়েনও দেখা যায় । দিল্লির মুখ্যমন্ত্রী পড়শি রাজ্যের প্রশাসনের ঘাড়ে দূষণের দায় চাপিয়ে দেন । এবার তাই ফসল পোড়ালে একর প্রতি 2 হাজার 500 টাকা করে জরিমানা দিতে হবে বলে জানিয়েছে প্রশাসন ৷

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ধমক খেয়ে স্কুল বন্ধ রাখার নির্দেশিকা দিল্লি সরকারের

ডেপুটি কমিশনার নিশান্তকুমার যাদব জানিয়েছেন, প্রশাসন পুরোপুরি তৈরি ৷ তিনি বলেন, "জেলা স্তরে, সাব-ডিভিশনাল স্তরে, ব্লকে এবং গ্রামে এই ফসল পোড়ানোর বিষয়টি দেখতে দল গঠন করা হয়েছে ৷"

পরিবেশ নিয়ন্ত্রণ দফতরকে (Environment Control Department) ইতিমধ্যে এ নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে ৷ যাদব বলেন, "আমরা জেলার সব চাষিদের কাছে আবেদন জানাচ্ছি, ফসল পোড়াবেন না ৷ এতে শুধুমাত্র পরিবেশ নয়, পশু, পাখি এবং গাছপালারও ক্ষতি হয় ৷"

ফসলের ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি লাগে কৃষকদের ৷ সে সব কিনতে নথিভুক্ত চাষিদের দল অথবা পঞ্চায়েতকে 50 শতাংশ ছাড় দেবে সংশ্লিষ্ট কেন্দ্রগুলি ৷

গুরুগ্রাম, 12 অক্টোবর: এবার থেকে খড় এবং ফসলের বীজ পোড়ালে জরিমানা দিতে হবে গুরুগ্রাম এবং তাঁর আশপাশের এলাকার ৷ প্রতি বছর শীতে দিল্লিতে দূষণের (Delhi Pollution) মাত্রা বাড়তে থাকে ৷ পরিস্থিতি এতটাই গুরুতর হয় যে নিত্যদিনই তা খবরের শিরোনামে থাকে ৷ দূষণের সাদা চাদরে ঢেকে যায় রাজধানী থেকে শুরু করে এনসিআরের বিরাট এলাকা ৷ সামান্য দূরত্বেও কিছু দেখা সম্ভব হয়ে ওঠে না ৷ মাস্ক পরে ঘুরতে হয় সাধারণ মানুষকে ৷ এই সময় শ্বাসকষ্টের মতো রোগগুলিও বেড়ে যায় ৷ এর জন্য অনেকটাই দায়ী দিল্লি লাগোয়া হরিয়ানা, উত্তর প্রদেশ, পঞ্জাবের বেশ কিছু জায়গায় ফসল পোড়ানো (Farmers involved in stubble burning will be fined) ৷ আর এনিয়ে রাজনৈতিক টানাপোড়েনও দেখা যায় । দিল্লির মুখ্যমন্ত্রী পড়শি রাজ্যের প্রশাসনের ঘাড়ে দূষণের দায় চাপিয়ে দেন । এবার তাই ফসল পোড়ালে একর প্রতি 2 হাজার 500 টাকা করে জরিমানা দিতে হবে বলে জানিয়েছে প্রশাসন ৷

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ধমক খেয়ে স্কুল বন্ধ রাখার নির্দেশিকা দিল্লি সরকারের

ডেপুটি কমিশনার নিশান্তকুমার যাদব জানিয়েছেন, প্রশাসন পুরোপুরি তৈরি ৷ তিনি বলেন, "জেলা স্তরে, সাব-ডিভিশনাল স্তরে, ব্লকে এবং গ্রামে এই ফসল পোড়ানোর বিষয়টি দেখতে দল গঠন করা হয়েছে ৷"

পরিবেশ নিয়ন্ত্রণ দফতরকে (Environment Control Department) ইতিমধ্যে এ নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে ৷ যাদব বলেন, "আমরা জেলার সব চাষিদের কাছে আবেদন জানাচ্ছি, ফসল পোড়াবেন না ৷ এতে শুধুমাত্র পরিবেশ নয়, পশু, পাখি এবং গাছপালারও ক্ষতি হয় ৷"

ফসলের ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি লাগে কৃষকদের ৷ সে সব কিনতে নথিভুক্ত চাষিদের দল অথবা পঞ্চায়েতকে 50 শতাংশ ছাড় দেবে সংশ্লিষ্ট কেন্দ্রগুলি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.