নয়াদিল্লি, 6 মার্চ : 100 দিনে পড়ল দিল্লির সীমানায় চলা কৃষকদের অবস্থান বিক্ষোভ ৷ আর এই একশো দিনের আন্দোলনকে ‘কালা দিবস’ হিসেবে ঘোষণা করল সংযুক্ত কৃষক মোর্চা ৷ দীর্ঘ প্রতিবাদের এই তেজ বাড়াতে এবার দিল্লির কাছে কুণ্ডলি-মানেসার পালওয়াল জাতীয় সড়ক অবরোধ করেছে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি ৷ সেই মতো জাতীয় সড়কের উপরে অস্থায়ী তাঁবু খাঁটানো শুরু করেছে আন্দোলনকারী কৃষকরা ৷
গত বছর 26 নভেম্বর থেকে দিল্লির সীমানায় নয়া কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে আন্দোলন শুরু করেছিল আন্দোলনকারী কৃষকরা ৷ যে আন্দোলন পরবর্তী সময়ে ব্যাপক আকার নিয়েছে ৷ আন্দোলনকারী কৃষকদের পাশে দাঁড়িয়েছেন পঞ্জাব, হরিয়ানার বিভিন্ন ক্ষেত্রের পরিচিত মুখ ৷ আন্দোলন প্রত্যাহার করাতে এবং সমাধান বের করতে সরকারের সঙ্গে 10 দফা বৈঠকে বসেছেন কৃষকরা ৷ কিন্তু, সবই ব্যর্থ হয়েছিল ৷ সবশেষে সুপ্রিম কোর্টের তৈরি কমিটি নয়া তিন কৃষি আইন নিয়ে আন্দোলনকারী কৃষক সংগঠন এবং সরকারের সঙ্গে কথা বলে রিপোর্ট তৈরির দায়িত্ব নিয়েছে ৷ এত সবের মাঝে গত 26 জানুয়ারি কৃষকদের ট্রাক্টর ব়্যালিকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজধানী দিল্লি ৷ লালকেল্লার দখল নেন বিদ্রোহী কৃষকরা ৷ যে ঘটনাকে কেন্দ্র করে শতাধিক কৃষকের উপর মামলা দায়ের করে দিল্লি পুলিশ ৷ সেই ঘটনাকে কেন্দ্র করে টুলকিটকাণ্ডে গ্রেফতার হন দেশের 3 সমাজ কর্মী ৷
এত সব ঘটনার পর আন্দোলন প্রত্যাহার না করলেও, কিছুটা হলেও প্রচারের বাইরে চলে গিয়েছিল কৃষকদের আন্দোলন ৷ কিন্তু, এবার ফের একবার নিজেদের আন্দোলনকে শক্তিশালী করতে মাঠে নামল 40টি কৃষক সংগঠনের যৌথ মঞ্চ, সংযুক্ত কিষান মোর্চা ৷ আজ কৃষক আন্দোলনের 100 দিনে দিল্লির কাছে কুণ্ডলি-মানেসার পালওয়াল জাতীয় সড়ক অবরোধ করল সংগঠনগুলি ৷ যেখানে অস্থায়ী তাঁবু তৈরি করে থাকার ব্যবস্থা করছে তারা ৷ তবে, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেও ৷ সংযুক্ত কৃষক মোর্চার তরফে জানানো হয়েছে, তারা সিঙ্ঘু সহ অন্যান্য জাতীয় সড়কের উপরে থাকা সবক’টি টোলপ্লাজার সামনে থেকে অবস্থান তুলে নেওয়া হবে ৷ এনিয়ে সংযুক্ত মোর্চার এক নেতা জানিয়েছেন, তাঁরা চান লোকজন টোলপ্লাজা দিয়ে যাতায়াত করুক এবং তাঁদের অবস্থা সম্পর্কে দেশের মানুষ জানুক ৷
আরও পড়ুন : কাল দেশজুড়ে ‘রেল রোকো’ কৃষকদের
প্রসঙ্গত, 26 জানুয়ারির পর থেকে দিল্লির সীমানায় কৃষকদের আন্দোলন কিছুটা হলেও স্তিমিত হয়ে পড়েছে ৷ ট্রাক্টর ব়্যালিকে কেন্দ্র করে হওয়া অশান্তি এবং তার জেরে দিল্লি পুলিশের কৃষকদের উপর করা মামলা আন্দোলনের নেতৃত্বে অনেকটা হলেও প্রভাব ফেলেছে ৷ তবে, সেই পরিস্থিতি থেকে এবার ঘুরে দাঁড়ানোর ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি ৷ তাই এবার নিজেদের দাবির স্বপক্ষে জাতীয় সড়ক অবরোধে নেমেছে সংযুক্ত কিষাণ মোর্চা ৷