ETV Bharat / bharat

Tomato Farmer: অন্ধ্রপ্রদেশে টমেটো বিক্রি করে এক মাসে কৃষকের আয় 3 কোটি

Saaho Tomato Cultivation: টমেটো কিনতে গিয়ে আমজনতার ছাঁকা লাগলেও কোটি টাকায় ব্যবসা করছেন কৃষকেরা ৷ তারই নজির দেখা গেল অন্ধ্রপ্রদেশে ৷ এক মাসে তিন কোটির সাহো টমেটো বিক্রি করলেন এক কৃষক ৷

Saaho Tomato Cultivation
টমেটো
author img

By

Published : Jul 25, 2023, 3:18 PM IST

কাল্লুর(অন্ধ্রপ্রদেশ), 25 জুলাই: দেশে টমেটোর দাম আকাশছোঁয়া ৷ একদিকে টমেটোর দামের ভারে সাধারণ মানুষের ফাঁকা হচ্ছে পকেট ৷ অন্যদিকে বেশি দাম পাওয়ায় লাভের মুখ দেখছে কৃষকেরা, ভরে যাচ্ছে তাদের পকেট । সম্প্রতি সেরকমই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশে ৷ এক কৃষক সাহো টমেটো বিক্রি করে আয় করলেন এক মাসে তিন কোটি টাকা ৷ 22 একর জমিতে সাহো টমেটো চাষ করেছিলেন ওই কৃষক ৷ ঘটনাটি অন্ধ্রপ্রদেশের সেখানকার চিত্তুর জেলার ৷

জানা গিয়েছে, গ্রীষ্মকালের পর যে ফসল ক্ষেত থেকে উঠবে তাতে ভালো দাম পাওয়া যাবে ৷ তা জানতে পেরেই ওই কৃষক ও তাঁর পরিবার জুন ও জুলাই মাস ধরে টমেটো চাষ করে আসছে । পি চন্দ্রমৌলি, তাঁর ছোট ভাই মুরালি এবং মা রাজম্মা জেলার সোমালা মন্ডলের কারাকামান্দা গ্রামে যৌথভাবে কৃষিকাজ করেন । তাঁদের নিজেদের বাড়ি কারাকামান্ডাতেই ৷ সেখানে 12 একর এবং পুলিচের্লা মন্ডলের সুভরাপুভারিপালে 20 একর খামার রয়েছে তাঁদের । এখানেই বছরের পর বছর ধরে টমেটো চাষ করছেন তাঁরা ।

এখন অনেক উন্নত হয়েছে চাষের পদ্ধতি ৷ তাই চন্দ্রমৌলি আধুনিক চাষের পদ্ধতি, বিপণন কৌশল সম্পর্কে জানছেন এবং নিজের সচেতনতা বাড়াচ্ছেন । তিনি জানতে পারেন যে গ্রীষ্মের পর টমেটোর ফলন ভালো হয় ৷ তার ভালো দাম পাওয়া যায় ৷ সেই অনুযায়ী এপ্রিল মাসে গাছ লাগানোর পর জুন মাসের মধ্যে টমেটো ফলনের উপর জন্য যত্ন নেন তিনি। গত 7 এপ্রিল সাহো জাতের টমেটোর চারা রোপণ করা হয় 22 একর জমিতে । তাতে নয়া চাষের পদ্ধতি মালচিং এবং মাইক্রো-সেচ ব্যবহার করা হয় । এরপরেই জুনের শেষে ফলন শুরু হয় । আর তাতেই লাভের মুখ দেখেন চাষি ৷

আরও পড়ুন: টমেটো বিক্রি করে কোটিপতি হিমাচলের কৃষক !

সেই টমেটোগুলি কর্ণাটকের কোলার বাজারে বিক্রি করা হয় ৷ কোলার বাজারে একটি 15 কেজি টমেটোর বাক্সের দাম পাওয়া যায় 1000 থেকে 1500 টাকার মধ্যে । এই পর্যন্ত 40 হাজার বাক্স টমেটো বিক্রি করেছেন চন্দ্রমৌলি ৷ যা থেকে তিনি আয় করেছেন 4 কোটি টাকা ৷ এমনটাই জানিয়েছেন ওই কৃষক । তিনি আরও জানান, 22 একর জমিতে তিনি প্রতি একরে 3 লক্ষ টাকা হারে বিনিয়োগ করেছিলেন ৷ প্রায় 70 লক্ষ টাকা মতো এতে তাঁর খরচ হয় ৷ বাজারে কমিশন দেন 20 লক্ষ টাকা ৷ পরিবহণে খরচ হয়েছে 10 লক্ষ টাকা ৷ অর্থাৎ তাঁর মোট আয় হয়েছে 3 কোটি টাকা ।

কাল্লুর(অন্ধ্রপ্রদেশ), 25 জুলাই: দেশে টমেটোর দাম আকাশছোঁয়া ৷ একদিকে টমেটোর দামের ভারে সাধারণ মানুষের ফাঁকা হচ্ছে পকেট ৷ অন্যদিকে বেশি দাম পাওয়ায় লাভের মুখ দেখছে কৃষকেরা, ভরে যাচ্ছে তাদের পকেট । সম্প্রতি সেরকমই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশে ৷ এক কৃষক সাহো টমেটো বিক্রি করে আয় করলেন এক মাসে তিন কোটি টাকা ৷ 22 একর জমিতে সাহো টমেটো চাষ করেছিলেন ওই কৃষক ৷ ঘটনাটি অন্ধ্রপ্রদেশের সেখানকার চিত্তুর জেলার ৷

জানা গিয়েছে, গ্রীষ্মকালের পর যে ফসল ক্ষেত থেকে উঠবে তাতে ভালো দাম পাওয়া যাবে ৷ তা জানতে পেরেই ওই কৃষক ও তাঁর পরিবার জুন ও জুলাই মাস ধরে টমেটো চাষ করে আসছে । পি চন্দ্রমৌলি, তাঁর ছোট ভাই মুরালি এবং মা রাজম্মা জেলার সোমালা মন্ডলের কারাকামান্দা গ্রামে যৌথভাবে কৃষিকাজ করেন । তাঁদের নিজেদের বাড়ি কারাকামান্ডাতেই ৷ সেখানে 12 একর এবং পুলিচের্লা মন্ডলের সুভরাপুভারিপালে 20 একর খামার রয়েছে তাঁদের । এখানেই বছরের পর বছর ধরে টমেটো চাষ করছেন তাঁরা ।

এখন অনেক উন্নত হয়েছে চাষের পদ্ধতি ৷ তাই চন্দ্রমৌলি আধুনিক চাষের পদ্ধতি, বিপণন কৌশল সম্পর্কে জানছেন এবং নিজের সচেতনতা বাড়াচ্ছেন । তিনি জানতে পারেন যে গ্রীষ্মের পর টমেটোর ফলন ভালো হয় ৷ তার ভালো দাম পাওয়া যায় ৷ সেই অনুযায়ী এপ্রিল মাসে গাছ লাগানোর পর জুন মাসের মধ্যে টমেটো ফলনের উপর জন্য যত্ন নেন তিনি। গত 7 এপ্রিল সাহো জাতের টমেটোর চারা রোপণ করা হয় 22 একর জমিতে । তাতে নয়া চাষের পদ্ধতি মালচিং এবং মাইক্রো-সেচ ব্যবহার করা হয় । এরপরেই জুনের শেষে ফলন শুরু হয় । আর তাতেই লাভের মুখ দেখেন চাষি ৷

আরও পড়ুন: টমেটো বিক্রি করে কোটিপতি হিমাচলের কৃষক !

সেই টমেটোগুলি কর্ণাটকের কোলার বাজারে বিক্রি করা হয় ৷ কোলার বাজারে একটি 15 কেজি টমেটোর বাক্সের দাম পাওয়া যায় 1000 থেকে 1500 টাকার মধ্যে । এই পর্যন্ত 40 হাজার বাক্স টমেটো বিক্রি করেছেন চন্দ্রমৌলি ৷ যা থেকে তিনি আয় করেছেন 4 কোটি টাকা ৷ এমনটাই জানিয়েছেন ওই কৃষক । তিনি আরও জানান, 22 একর জমিতে তিনি প্রতি একরে 3 লক্ষ টাকা হারে বিনিয়োগ করেছিলেন ৷ প্রায় 70 লক্ষ টাকা মতো এতে তাঁর খরচ হয় ৷ বাজারে কমিশন দেন 20 লক্ষ টাকা ৷ পরিবহণে খরচ হয়েছে 10 লক্ষ টাকা ৷ অর্থাৎ তাঁর মোট আয় হয়েছে 3 কোটি টাকা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.