ETV Bharat / bharat

দিল্লিতে ট্রাক্টর মিছিলে অশান্তির ঘটনায় বৈঠক ডাকল সংযুক্ত কিষান মোর্চা

দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিলে অশান্তির ঘটনায় পর্যালোচনা বৈঠক ডাকল সংযুক্ত কিষান মোর্চা ৷ বুধবার বিকেল 3টের সময় এই বৈঠক হবে ৷

Farm union calls meeting to discuss violence during tractor parade in Delhi
দিল্লিতে ট্রাক্টর মিছিলে অশান্তির ঘটনায় বৈঠক ডাকল ‘সংযুক্ত কিষান মোর্চা’
author img

By

Published : Jan 27, 2021, 1:19 PM IST

দিল্লি, 27 জানুয়ারি : কৃষকদের ট্রাক্টর মিছিলকে ঘিরে অশান্তির ঘটনা নিয়ে আজ বৈঠক ডাকল সংযুক্ত কিষান মোর্চা ৷ 41টি কৃষক সংগঠনকে নিয়ে এই সংযুক্ত কিষান মোর্চা গঠন করা হয়েছে ৷ 26 জানুয়ারি এই কিষান মোর্চাই ট্রাক্টর মিছিল ডেকেছিল ৷ আর সেই মিছিলে অশান্তির ঘটনায় কার্যত ক্ষোভপ্রকাশ করেছেন মোর্চার নেতৃত্বে থাকা 41টি সংগঠনের সদস্য়রা ৷ ট্রাক্টর মিছিলে কেন এই অশান্তি হল এবং পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে পর্যালোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে ৷

আজ বিকেল 3টের সময় এই বৈঠক শুরু হবে ৷ তার আগে দিল্লির সিঙ্ঘু সীমানায় কৃষি আইনের বিরুদ্ধে চলা আন্দোলন স্থলে যাবেন 32টি কৃষক সংগঠনের নেতারা ৷ তাঁরা সেখানে গিয়ে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে কথা বলতে পারে বলে সূত্রের খবর ৷ এদিকে গতকাল রাজধানীতে কৃষকদের ট্রাক্টর মিছিলকে ঘিরে ধুন্ধুমার বেঁধে যাওয়ার পর সংযুক্ত কিষান মোর্চা তাদের কর্মসূচি বাতিল ঘোষণা করে ৷ এমনকী প্রতিটি কৃষক সংগঠনের সদস্য়দের নির্দেশ দেওয়া হয়, নিজের নিজের আন্দোলনস্থলে ফিরে যাওয়ার জন্য় ৷

আরও পড়ুন : দিল্লিতে সংঘর্ষের ঘটনায় 22টি এফআইআর দায়ের

গতকাল তিনটি কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে দিল্লির ট্রাক্টর মিছিলে প্রায় 10 হাজার বিক্ষোভকারী অংশ নেন ৷ তাঁরা পুলিশের ব্য়ারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন ৷ পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় এবং লালকেল্লায় কৃষক সংগঠনের পতাকা তোলা হয় ৷ এই গোটা ঘটনায় দিল্লি পুলিশ এখনও পর্যন্ত মোট 22টি এফআইআর দায়ে করেছে ৷ রাজধানীতে অশান্তির ঘটনায় যারা জড়িত ছিল, তাদের উপর থেকে নিজেদের হাত তুলে নিয়েছে সংযুক্ত কিষান মোর্চা ৷ তাদের তরফে বলা হয়েছে, কৃষকদের শান্তিপূর্ণ মিছিলে ‘‘সমাজবিরোধীরা’’ ঢুকে এই অশান্তির ঘটনা ঘটিয়েছে ৷

দিল্লি, 27 জানুয়ারি : কৃষকদের ট্রাক্টর মিছিলকে ঘিরে অশান্তির ঘটনা নিয়ে আজ বৈঠক ডাকল সংযুক্ত কিষান মোর্চা ৷ 41টি কৃষক সংগঠনকে নিয়ে এই সংযুক্ত কিষান মোর্চা গঠন করা হয়েছে ৷ 26 জানুয়ারি এই কিষান মোর্চাই ট্রাক্টর মিছিল ডেকেছিল ৷ আর সেই মিছিলে অশান্তির ঘটনায় কার্যত ক্ষোভপ্রকাশ করেছেন মোর্চার নেতৃত্বে থাকা 41টি সংগঠনের সদস্য়রা ৷ ট্রাক্টর মিছিলে কেন এই অশান্তি হল এবং পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে পর্যালোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে ৷

আজ বিকেল 3টের সময় এই বৈঠক শুরু হবে ৷ তার আগে দিল্লির সিঙ্ঘু সীমানায় কৃষি আইনের বিরুদ্ধে চলা আন্দোলন স্থলে যাবেন 32টি কৃষক সংগঠনের নেতারা ৷ তাঁরা সেখানে গিয়ে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে কথা বলতে পারে বলে সূত্রের খবর ৷ এদিকে গতকাল রাজধানীতে কৃষকদের ট্রাক্টর মিছিলকে ঘিরে ধুন্ধুমার বেঁধে যাওয়ার পর সংযুক্ত কিষান মোর্চা তাদের কর্মসূচি বাতিল ঘোষণা করে ৷ এমনকী প্রতিটি কৃষক সংগঠনের সদস্য়দের নির্দেশ দেওয়া হয়, নিজের নিজের আন্দোলনস্থলে ফিরে যাওয়ার জন্য় ৷

আরও পড়ুন : দিল্লিতে সংঘর্ষের ঘটনায় 22টি এফআইআর দায়ের

গতকাল তিনটি কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে দিল্লির ট্রাক্টর মিছিলে প্রায় 10 হাজার বিক্ষোভকারী অংশ নেন ৷ তাঁরা পুলিশের ব্য়ারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন ৷ পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় এবং লালকেল্লায় কৃষক সংগঠনের পতাকা তোলা হয় ৷ এই গোটা ঘটনায় দিল্লি পুলিশ এখনও পর্যন্ত মোট 22টি এফআইআর দায়ে করেছে ৷ রাজধানীতে অশান্তির ঘটনায় যারা জড়িত ছিল, তাদের উপর থেকে নিজেদের হাত তুলে নিয়েছে সংযুক্ত কিষান মোর্চা ৷ তাদের তরফে বলা হয়েছে, কৃষকদের শান্তিপূর্ণ মিছিলে ‘‘সমাজবিরোধীরা’’ ঢুকে এই অশান্তির ঘটনা ঘটিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.