ETV Bharat / bharat

কৃষি আইন কি মোদির বন্ধুদের স্বার্থে, প্রশ্ন প্রিয়াঙ্কার - কৃষক আন্দোলন

কৃষক আন্দোলনকে হাতিয়ার করে মোদি বিরোধিতার সুর চড়ালেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ৷ রবিবার মীরাটে আয়োজিত মহাপঞ্চায়েতের মঞ্চ থেকে তোপ দাগলেন প্রধানমন্ত্রীকে ৷ দেশের প্রশাসনিক প্রধানকে তাঁর প্রশ্ন, ‘‘কৃষকরা কি এতটাই গুরুত্বহীন যে আপনি একবারও তাঁদের সঙ্গে দেখা করতে যেতে পারলেন না ?’’

Farm laws made for farmers or for Modis kharabpati friends, asked Priyanka Gandhi
কৃষি আইন কি মোদির বন্ধুদের স্বার্থে, প্রশ্ন প্রিয়াঙ্কার
author img

By

Published : Mar 7, 2021, 8:31 PM IST

মীরাট, 7 মার্চ: ভোটের বাজারে বিজেপির রাজনৈতিক হিটলিস্টে থাকা ব্য়ক্তিদের মধ্যে অন্য়তম যদি হন বাংলার মমতা-অভিষেক জুটি, তাহলে তালিকার তৃতীয়জন অবশ্য়ই গান্ধি পরিবারের ছেলে তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হোন, কিংবা কেন্দ্রের সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ, অথবা বিজেপির যেকোনও ছোট, বড় নেতা, সুযোগ পেলেই রাহুলকে আক্রমণের কোনও সুযোগ ছাড়েন না তাঁরা ৷ পাল্টা জবাব দিতে তৈরি থাকে কংগ্রেসও ৷ এ বিষয়ে তাঁদের সবথেকে পছন্দের লক্ষ্যস্থল অবশ্যই প্রধানমন্ত্রী স্বয়ং ৷ রবিবার সেই ধারা অব্যাহত রাখলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা রাহুল গান্ধির বোন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ রবিবার মীরাটে আয়োজিত মহাপঞ্চায়েতের মঞ্চ থেকে সরাসরি মোদিকে আক্রমণ করলেন তিনি ৷ কৃষক আন্দোলনকে সামনে রেখে শানালেন একের পর এক অস্ত্র ৷

কেন্দ্রের আনা নয়া তিন কৃষি আইনের প্রতিবাদে লাগাতার আন্দোলনে নেমেছেন কৃষকরা ৷ দিল্লির সীমানায় চলছে তাঁদের অবস্থান বিক্ষোভ ৷ কৃষকদের এই আন্দোলনকে খোলাখুলি সমর্থন জানিয়েছে কংগ্রেস ৷ আন্দোলনকারীদের পাশে দাঁড়াতেই আয়োজন করা হয়েছে মহাপঞ্চায়েতের ৷ এদিন উত্তরপ্রদেশের মীরাটে আয়োজিত সেই কর্মসূচির মঞ্চ থেকেই মোদিকে নিশানা করেন প্রিয়াঙ্কা ৷ তাঁর প্রশ্ন, ‘‘কৃষকদের জন্য, নাকি নিজের অতি ধনী বন্ধুদের জন্য এই আইন এনেছেন প্রধানমন্ত্রী ?’’

দিল্লির সীমানায় কৃষকদের আন্দোলন শুরু হয়েছিল গত বছরের 26 নভেম্বর থেকে ৷ এখনও আন্দোলনকারীদের সেখান থেকে হঠাতে পারেনি মোদি সরকার ৷ সেই প্রসঙ্গ উল্লেখ করে এদিন প্রিয়াঙ্কা বলেন, ‘‘100 দিন পেরিয়ে গিয়েছে, দিল্লির সীমানাগুলিতে বসে হত্যে দিচ্ছেন কৃষকরা ৷ যদি আপনাদের ভালোর জন্যই এই আইন তৈরি হয়ে থাকে, তাহলে আপনারা এখনও সেখানে বসে আছেন কেন?’’ সভামঞ্চের সামনে উপস্থিত কৃষকদের এভাবেই একের পর এক প্রশ্ন করেন প্রিয়াঙ্কা ৷ প্রশ্ন ছুড়ে দেন কেন্দ্রের সরকার ও তার মাথায় থাকা মানুষটির উদ্দেশেও ৷ প্রিয়াঙ্কা জানতে চান, ‘‘যে কৃষকরা দিল্লির সীমানায় এসে আন্দোলনে যোগ দিয়েছেন, তাঁদের প্রতি কি সম্মান দেখানোর দরকার ছিল না মোদি ও তাঁর সরকারের ? কৃষকরা কি এতটাই গুরুত্বহীন যে আপনি একবারও তাঁদের সঙ্গে দেখা করতে যেতে পারলেন না ?’’

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কৃষকদের অদম্য মনোভাবকেও কুর্নিশ করেন প্রিয়াঙ্কা ৷ যেভাবে হাজারো প্রতিবন্ধকতা উপেক্ষা করে তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাকে স্য়ালুট জানান কংগ্রেস নেত্রী ৷ প্রসঙ্গত, কৃষক আন্দোলনের 100 দিনের পূর্তিতে গত শনিবারই বিষয়টি নিয়ে নতুন প্রচার কর্মসূচি শুরু করে কংগ্রেস ৷ তাদের মতে, আন্দোলনকারী কৃষকদের প্রতি কেন্দ্রের আচরণ অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ ৷ তারা এই গোটা পর্বকে ভারতীয় গণতন্ত্রের ‘কালো অধ্য়ায়’ বলে ঘোষণা করে ৷ টুইটারে শুরু হয় নতুন ট্রেন্ডিং #100DaysOfBJParrogance ৷

আরও পড়ুন : যোগী রাজ্য়ে প্রত্য়েকদিন কোনও না কোনও পরিবার ন্য়ায়বিচার চাইছে : প্রিয়াঙ্কা

এখন দেখার, কৃষক আন্দোলনকে ইস্য়ু করে দেশের রাজনীতিতে বিজেপিকে কতটা কোণঠাসা করতে পারে আপাতত পিছিয়ে থাকা কংগ্রেস ৷ তার থেকেও বড় প্রশ্ন হল, এতে চলতি বছর যে চারটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোট হচ্ছে, সেখানে এর কোনও সুফল কি পাবে তারা ?

এদিকে, আন্দোলন নিয়ে ঝাঁঝ বাড়াচ্ছেন কৃষক নেতা রাকেশ টিকায়েতও ৷ সম্প্রতি হরিয়ানায় আয়োজিত একটি মহাপঞ্চায়েতে যোগ দেন তিনি ৷ কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে বলেন, কৃষকদের লড়াই শুধু কেন্দ্রের বিরুদ্ধে নয় ৷ এই লড়াই কৃষক বনাম বড় ব্য়বসায়ীদেরও লড়াই ৷ যাঁরা রুটিকেও সিন্দুকে ভরে রাখার পণ্য ভাবছেন ৷ প্রসঙ্গত, দিল্লি লাগোয়া গ্রামগুলিতে নয়া তিন কৃষক আইনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে ঘরে ঘরে প্রচারও শুরু করেছেন রাকেশ ৷

মীরাট, 7 মার্চ: ভোটের বাজারে বিজেপির রাজনৈতিক হিটলিস্টে থাকা ব্য়ক্তিদের মধ্যে অন্য়তম যদি হন বাংলার মমতা-অভিষেক জুটি, তাহলে তালিকার তৃতীয়জন অবশ্য়ই গান্ধি পরিবারের ছেলে তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হোন, কিংবা কেন্দ্রের সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ, অথবা বিজেপির যেকোনও ছোট, বড় নেতা, সুযোগ পেলেই রাহুলকে আক্রমণের কোনও সুযোগ ছাড়েন না তাঁরা ৷ পাল্টা জবাব দিতে তৈরি থাকে কংগ্রেসও ৷ এ বিষয়ে তাঁদের সবথেকে পছন্দের লক্ষ্যস্থল অবশ্যই প্রধানমন্ত্রী স্বয়ং ৷ রবিবার সেই ধারা অব্যাহত রাখলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা রাহুল গান্ধির বোন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ রবিবার মীরাটে আয়োজিত মহাপঞ্চায়েতের মঞ্চ থেকে সরাসরি মোদিকে আক্রমণ করলেন তিনি ৷ কৃষক আন্দোলনকে সামনে রেখে শানালেন একের পর এক অস্ত্র ৷

কেন্দ্রের আনা নয়া তিন কৃষি আইনের প্রতিবাদে লাগাতার আন্দোলনে নেমেছেন কৃষকরা ৷ দিল্লির সীমানায় চলছে তাঁদের অবস্থান বিক্ষোভ ৷ কৃষকদের এই আন্দোলনকে খোলাখুলি সমর্থন জানিয়েছে কংগ্রেস ৷ আন্দোলনকারীদের পাশে দাঁড়াতেই আয়োজন করা হয়েছে মহাপঞ্চায়েতের ৷ এদিন উত্তরপ্রদেশের মীরাটে আয়োজিত সেই কর্মসূচির মঞ্চ থেকেই মোদিকে নিশানা করেন প্রিয়াঙ্কা ৷ তাঁর প্রশ্ন, ‘‘কৃষকদের জন্য, নাকি নিজের অতি ধনী বন্ধুদের জন্য এই আইন এনেছেন প্রধানমন্ত্রী ?’’

দিল্লির সীমানায় কৃষকদের আন্দোলন শুরু হয়েছিল গত বছরের 26 নভেম্বর থেকে ৷ এখনও আন্দোলনকারীদের সেখান থেকে হঠাতে পারেনি মোদি সরকার ৷ সেই প্রসঙ্গ উল্লেখ করে এদিন প্রিয়াঙ্কা বলেন, ‘‘100 দিন পেরিয়ে গিয়েছে, দিল্লির সীমানাগুলিতে বসে হত্যে দিচ্ছেন কৃষকরা ৷ যদি আপনাদের ভালোর জন্যই এই আইন তৈরি হয়ে থাকে, তাহলে আপনারা এখনও সেখানে বসে আছেন কেন?’’ সভামঞ্চের সামনে উপস্থিত কৃষকদের এভাবেই একের পর এক প্রশ্ন করেন প্রিয়াঙ্কা ৷ প্রশ্ন ছুড়ে দেন কেন্দ্রের সরকার ও তার মাথায় থাকা মানুষটির উদ্দেশেও ৷ প্রিয়াঙ্কা জানতে চান, ‘‘যে কৃষকরা দিল্লির সীমানায় এসে আন্দোলনে যোগ দিয়েছেন, তাঁদের প্রতি কি সম্মান দেখানোর দরকার ছিল না মোদি ও তাঁর সরকারের ? কৃষকরা কি এতটাই গুরুত্বহীন যে আপনি একবারও তাঁদের সঙ্গে দেখা করতে যেতে পারলেন না ?’’

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কৃষকদের অদম্য মনোভাবকেও কুর্নিশ করেন প্রিয়াঙ্কা ৷ যেভাবে হাজারো প্রতিবন্ধকতা উপেক্ষা করে তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাকে স্য়ালুট জানান কংগ্রেস নেত্রী ৷ প্রসঙ্গত, কৃষক আন্দোলনের 100 দিনের পূর্তিতে গত শনিবারই বিষয়টি নিয়ে নতুন প্রচার কর্মসূচি শুরু করে কংগ্রেস ৷ তাদের মতে, আন্দোলনকারী কৃষকদের প্রতি কেন্দ্রের আচরণ অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ ৷ তারা এই গোটা পর্বকে ভারতীয় গণতন্ত্রের ‘কালো অধ্য়ায়’ বলে ঘোষণা করে ৷ টুইটারে শুরু হয় নতুন ট্রেন্ডিং #100DaysOfBJParrogance ৷

আরও পড়ুন : যোগী রাজ্য়ে প্রত্য়েকদিন কোনও না কোনও পরিবার ন্য়ায়বিচার চাইছে : প্রিয়াঙ্কা

এখন দেখার, কৃষক আন্দোলনকে ইস্য়ু করে দেশের রাজনীতিতে বিজেপিকে কতটা কোণঠাসা করতে পারে আপাতত পিছিয়ে থাকা কংগ্রেস ৷ তার থেকেও বড় প্রশ্ন হল, এতে চলতি বছর যে চারটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোট হচ্ছে, সেখানে এর কোনও সুফল কি পাবে তারা ?

এদিকে, আন্দোলন নিয়ে ঝাঁঝ বাড়াচ্ছেন কৃষক নেতা রাকেশ টিকায়েতও ৷ সম্প্রতি হরিয়ানায় আয়োজিত একটি মহাপঞ্চায়েতে যোগ দেন তিনি ৷ কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে বলেন, কৃষকদের লড়াই শুধু কেন্দ্রের বিরুদ্ধে নয় ৷ এই লড়াই কৃষক বনাম বড় ব্য়বসায়ীদেরও লড়াই ৷ যাঁরা রুটিকেও সিন্দুকে ভরে রাখার পণ্য ভাবছেন ৷ প্রসঙ্গত, দিল্লি লাগোয়া গ্রামগুলিতে নয়া তিন কৃষক আইনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে ঘরে ঘরে প্রচারও শুরু করেছেন রাকেশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.