ETV Bharat / bharat

Sanjay Raut on ED Raid: মিথ্যে তথ্য, মিথ্যে পদক্ষেপ; বাড়িতে ইডি হানা নিয়ে টুইট সঞ্জয় রাউতের

তাঁর বাড়িতে ইডির হানা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত (False Action With False Evidence Sanjay Raut Over ED Raid) ৷ অভিযোগ করলেন, মিথ্য তথ্যের উপর ভিত্তি করে, তাঁর বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে ৷

False Action With False Evidence Sanjay Raut Over ED Raid
False Action With False Evidence Sanjay Raut Over ED Raid
author img

By

Published : Jul 31, 2022, 1:55 PM IST

মুম্বই, 31 জুলাই: রবিবার সকালে শিবসেনার জাতীয় মুখপাত্র সঞ্জয় রাউতের মুম্বইয়ের বাড়িতে হানা দিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ৷ যা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় সরব হয়েছেন সঞ্জয় রাউত ৷ অভিযোগ করেছেন, মিথ্যে তথ্যকে হাতিয়ার করে কেন্দ্রীয় সংস্থা তাঁর বিরুদ্ধে তদন্ত করছে (False Action With False Evidence Sanjay Raut Over ED Raid) ৷

প্রসঙ্গত, মুম্বইয়ের পাত্রা বস্তি উন্নয়নে জমি দুর্নীতি এবং সেই সংক্রান্ত টাকা পাচারের অভিযোগে শিবসেনার এই (Shiv Sena) সাংসদের বিরুদ্ধে তদন্ত করছে ইডি ৷ এর আগে গত 1 জুলাই তাঁকে মুম্বইয়ের ইডি দফতরে ডেকে প্রায় 10 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ৷ তার পর গত 20 ও 27 জুলাই রাউতে ফের ডাকে ইডি ৷ কিন্তু, তিনি দু’দিনই ইডি দফতরে হাজিরা এড়িয়ে যান ৷ তার পরেই আজ সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সঞ্জয় রাউতের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় সংস্থা ৷

এদিন সঞ্জয় রাউতের বাড়িতেই মুম্বইয়ের পাত্রা বস্তি উন্নয়ন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডি ৷ কিন্তু তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে দাবি করে তিনি জানান, এই যুদ্ধ চালিয়ে যাবেন ৷ একাধিক টুইট করেন শিবসেনা মুখপাত্র ৷ যেখানে তিনি লেখেন, ‘‘কোনও দুর্নীতির সঙ্গে আমার যোগ নেই ৷ আমি এটা শিবসেনা প্রধান প্রয়াত বালাসাহেব ঠাকরের নামে শপথ করে বলছি ৷ বালাসাহেব আমাদের লড়াই করতে শিখিয়েছেন ৷ আমি শিবসেনার হয়ে লড়াই চালিয়ে যাব ৷’’

আরও পড়ুন: ঠাকরে-সেনার বাড়িতে ইডি, 'লড়াই চালিয়ে যাব' হুঙ্কার সঞ্জয় রাউতের

এখানেই থামেননি সঞ্জয় রাউত ৷ এর কিছুক্ষণ পর আরও একটি টুইট করেন রাউত ৷ সেখানে তিনি বলেন, ‘‘মিথ্যে তথ্য, মিথ্যে পদক্ষেপ ৷ আমি শিবসেনা ছাড়ব না ৷ যদি, আমি মরেও যাই, তবুও আমি আত্মসমর্পণ করব না ৷ জয় মহারাষ্ট্র ৷’’

তবে, এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক রাম কদম ৷ তিনি বলেন, ‘‘উনি যদি নির্দোষ হন, তাহলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ভয় পাচ্ছেন কেন? তাঁর সাংবাদিক বৈঠক করার জন্য সময় আছে ৷ কিন্তু, ইডির তলবে তাদের দফতরে জিজ্ঞাসাবাদের জন্য যাওয়ার সময় নেই ওনার?’’ ইতিমধ্যেই, এই মামলায় ইডির তরফে সঞ্জয় রাউতের ব্যবসায়িক সংস্থার এক উচ্চপদস্থ কর্মীকে ইডি গ্রেফতার করেছে ৷ এমনকি, টাকা পাচারের তদন্তে নেমে গত এপ্রিল মাসে সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষা রাউত এবং তাঁর দুই সহকারীর 11.15 কোটি টাকার সম্পত্তি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বাজেয়াপ্ত করেছে ৷

মুম্বই, 31 জুলাই: রবিবার সকালে শিবসেনার জাতীয় মুখপাত্র সঞ্জয় রাউতের মুম্বইয়ের বাড়িতে হানা দিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ৷ যা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় সরব হয়েছেন সঞ্জয় রাউত ৷ অভিযোগ করেছেন, মিথ্যে তথ্যকে হাতিয়ার করে কেন্দ্রীয় সংস্থা তাঁর বিরুদ্ধে তদন্ত করছে (False Action With False Evidence Sanjay Raut Over ED Raid) ৷

প্রসঙ্গত, মুম্বইয়ের পাত্রা বস্তি উন্নয়নে জমি দুর্নীতি এবং সেই সংক্রান্ত টাকা পাচারের অভিযোগে শিবসেনার এই (Shiv Sena) সাংসদের বিরুদ্ধে তদন্ত করছে ইডি ৷ এর আগে গত 1 জুলাই তাঁকে মুম্বইয়ের ইডি দফতরে ডেকে প্রায় 10 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ৷ তার পর গত 20 ও 27 জুলাই রাউতে ফের ডাকে ইডি ৷ কিন্তু, তিনি দু’দিনই ইডি দফতরে হাজিরা এড়িয়ে যান ৷ তার পরেই আজ সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সঞ্জয় রাউতের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় সংস্থা ৷

এদিন সঞ্জয় রাউতের বাড়িতেই মুম্বইয়ের পাত্রা বস্তি উন্নয়ন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডি ৷ কিন্তু তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে দাবি করে তিনি জানান, এই যুদ্ধ চালিয়ে যাবেন ৷ একাধিক টুইট করেন শিবসেনা মুখপাত্র ৷ যেখানে তিনি লেখেন, ‘‘কোনও দুর্নীতির সঙ্গে আমার যোগ নেই ৷ আমি এটা শিবসেনা প্রধান প্রয়াত বালাসাহেব ঠাকরের নামে শপথ করে বলছি ৷ বালাসাহেব আমাদের লড়াই করতে শিখিয়েছেন ৷ আমি শিবসেনার হয়ে লড়াই চালিয়ে যাব ৷’’

আরও পড়ুন: ঠাকরে-সেনার বাড়িতে ইডি, 'লড়াই চালিয়ে যাব' হুঙ্কার সঞ্জয় রাউতের

এখানেই থামেননি সঞ্জয় রাউত ৷ এর কিছুক্ষণ পর আরও একটি টুইট করেন রাউত ৷ সেখানে তিনি বলেন, ‘‘মিথ্যে তথ্য, মিথ্যে পদক্ষেপ ৷ আমি শিবসেনা ছাড়ব না ৷ যদি, আমি মরেও যাই, তবুও আমি আত্মসমর্পণ করব না ৷ জয় মহারাষ্ট্র ৷’’

তবে, এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক রাম কদম ৷ তিনি বলেন, ‘‘উনি যদি নির্দোষ হন, তাহলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ভয় পাচ্ছেন কেন? তাঁর সাংবাদিক বৈঠক করার জন্য সময় আছে ৷ কিন্তু, ইডির তলবে তাদের দফতরে জিজ্ঞাসাবাদের জন্য যাওয়ার সময় নেই ওনার?’’ ইতিমধ্যেই, এই মামলায় ইডির তরফে সঞ্জয় রাউতের ব্যবসায়িক সংস্থার এক উচ্চপদস্থ কর্মীকে ইডি গ্রেফতার করেছে ৷ এমনকি, টাকা পাচারের তদন্তে নেমে গত এপ্রিল মাসে সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষা রাউত এবং তাঁর দুই সহকারীর 11.15 কোটি টাকার সম্পত্তি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বাজেয়াপ্ত করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.