কানপুর, 10 অক্টোবর: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই)-র একটি শাখা থেকে নকল নোট পাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল উত্তরপ্রদেশের কানপুরে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অভিযোগ করেছেন, কানপুরের ভোগনিপুর কোতোয়ালি এলাকার ওই শাখার আধিকারিকরা এই জালনোটগুলি পাঠিয়েছেন ৷ এ নিয়ে আরবিআই সেকশন ম্যানেজার আইপিএস গেহলত পুলিশের দ্বারস্থ হয়েছেন ৷ এর পাশাপাশি একটি মামলাও দায়ের করেছে ৷ পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।
পুরো ঘটনাটি কানপুর দেহহাতের কোতোয়ালি ভোগনিপুরের অন্তর্গত পুখরায়ণ শহরের। যেখানে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ম্যানেজার আইপিএস গেহলত এসবিআই ব্যাংকের শাখা থেকে জালনোট পাঠানোর বিষয়ে কানপুর দেহাতের এসপি বিবিজিটিএস মূর্তিকে একটি অভিযোগপত্র দিয়েছেন। তিনি বলেন, "এসবিআই পুখরায়ণের কারেন্সি সেফের রেমিট্যান্স থেকে প্রাপ্ত নোটগুলিতে কিছু নোট জাল পাওয়া গিয়েছে। যার তথ্য ব্যাংকে দেওয়া হয়েছে এবং পুরো বিষয়ে ব্যাংকের কাছে জবাব চাওয়া হয়েছে।
আরও পড়ুন: 39 হাজার জালনোট-সহ এসটিএফের জালে সিভিক ভলান্টিয়ার
এ নিয়ে ব্যাংকের পক্ষ থেকে কোনও সুস্পষ্ট জবাব দেননি কর্মকর্তা থেকে কর্মচারীরা। এরপর ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সাইটে নোটের বিশদ বিবরণ আপলোড করা হয়েছে। এই পুরো বিষয়টির তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে, কানপুর দেহাতের এসপি অবিলম্বে ভোগনিপুর কোতোয়ালি পুলিশকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন। পুলিশ অবিলম্বে এসবিআই পুখরায়ণ শাখার আধিকারিক ও কর্মচারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
ভোগনিপুর কোতোয়ালির ইনচার্জ প্রমোদ কুমার শুক্লা জানিয়েছেন, যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসার আইপিএস গেহলট থানায় জাল নোট সংক্রান্ত একটি আবেদন করেন। পুলিশ মামলাটি নথিভুক্ত করেছে। পাশাপাশি বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তিনি বলেন, " খুব শীঘ্রই এ ঘটনার আসল সত্য সামনে আসবে ৷ আর সেই সঙ্গে আসামীদের গ্রেফতার করা হবে ৷
আরও পড়ুন: জালনোট মামলায় ঝাড়গ্রাম আদালতে এই প্রথম সাজা ঘোষণা